নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় তড়িৎ প্রকৌশলী। অধিকাংশ সময় থাকি প্রযুক্তি নিয়ে। বাকি সময় কাটে সাহিত্য এবং চলচ্চিত্র নিয়ে। সমৃদ্ধ বাংলাদেশ ও শান্তিময় পৃথিবীর স্বপ্ন দেখি। আমার ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/humayun.shovon

সেই প্রকৃত শিক্ষিত যে শিক্ষা অর্জন করে এবং সেই শিক্ষা প্রাত্যহিক জীবনে প্রয়োগ করে।

হুমায়ুন রাশেদ শোভন

পেশায় তড়িৎ প্রকৌশলী। অধিকাংশ সময় থাকি প্রযুক্তি নিয়ে। বাকি সময় কাটে সাহিত্য এবং চলচ্চিত্র নিয়ে। সমৃদ্ধ বাংলাদেশ ও শান্তিময় পৃথিবীর স্বপ্ন দেখি। আমার ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/humayun.shovon

হুমায়ুন রাশেদ শোভন › বিস্তারিত পোস্টঃ

আবেগ দিয়ে ক্রিকেট খেলা হয় না।

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৭

আবেগ দিয়ে ক্রিকেট খেলা হয় না। স্কিল এবং প্রায়োগিক ক্ষমতা ছাড়া এটা খেলা পসিবল না। এর জন্য ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়নের কোন বিকল্প নেই। আর একটা জিনিস বোঝা জরুরী আমরা দর্শক , সাংবাদিক , রাজনীতিবিদ এবং ক্রিকেটার দের জন্য সেটা হল একটা দুইটা ম্যাচ জেতা মানেই দুনিয়া জয় করে ফেলা নয়। নিজেদের সুপার হিরো ভাবারও কোন কারন নেই। এটা আপনাদের পেশা। কোন কোন পত্রিকা তো নির্দিষ্ট একজন খেলোয়াড় এবং বাংলাদেশ ক্রিকেট দল কে রেগুলার হেডিং করে টিকে আছে।
এটা শেষ পর্যন্ত একটা খেলা। দেশ ও জাতির উন্নয়নের হাতিয়ার নয়। দেশ কে গৌরবান্বিত করার জন্য খেলা ছাড়াও আর অনেক মাধ্যম আছে। এটা তরুনদের মধ্যে সঞ্চারিত করার গুরু দায়িত্ব মিডিয়ার।

ইউরোপ আমেরিকার বায়ার রা নিশ্চয় আমাদের ক্রিকেট খেলা দেখে গার্মেন্টস পোশাকের অর্ডার দেয় না।
সৌদি মালয়েশিয়া নিশ্চয় আমাদের ক্রিকেটারদের দেখে শ্রমিক নেয় না।

খেলাধুলা দিয়ে যদি জাতির উন্নতি হত তাহলে ব্রাজিল হত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র।

যে দলের ওভারঅল উইনিং রেশিও টেনেটুনে ১৬% এবং একজন টপ অর্ডার ওপেনার এর ব্যাটিং এভারেজ ৯.১৫ সেই দলকে নিয়ে যদি জেফ্রি বয়কট বলেন–‘Even my grandmother would’ve played better’ তাহলে জবাব দেয়ার মত কিছু থাকে না।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উৎপল শুভ্ররাই এদের ফুলিয়ে ফাঁপিয়ে এত উপরে তুলেছে। কিছু একটা হলেই জমি, ফ্ল্যাট উপহার দিয়েছে সরকার। ১৮/১৯ বছরের ছেলেদের নাটক, বিজ্ঞাপন সব কিছুতে সুযোগ দিয়েছে মিডিয়া। পত্রিকাতে কলাম, সাক্ষাৎকার দিয়ে এক একজন বিশেষজ্ঞ বনে গিয়েছে। ঈদের নামাজ পড়লেও পত্রিকার শিরোনাম...

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৫

হুমায়ুন রাশেদ শোভন বলেছেন: সহমত

২| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৫

মলাসইলমুইনা বলেছেন: এ'রকম গায়ের কাপড় খুলে ফেলা সত্যি কথা একটা বলেই দিলেন | একটুও মায়াদয়া হলো না আমাদের মত আমজনতা আর রাজনীতিবিদদের ওপর ? যারা মিথ্যে স্বপ্ন দেখেই ইয়াবায় বুদ্ হয়ে থাকার মতো করে সব ভুলে থাকি সব আর আমাদের রাজনীতিবিদরা যারা এক আধটু জিতাকেই রাজনীতিকরণ করে বিশ্বজয় করেছি বলে বোঝানোর চেষ্টা করেন |

৩| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০৭

সচেতনহ্যাপী বলেছেন: কঠিন সত্যিটা বলেই ফেললেন!! আসলেই এক একটা জয়কে যেভাবে মিডিয়া এববং ক্ষমতাশীনদের আকাশে তুলেছে, তাতে মনে হয় আমরা ক্রিকেট দিয়েই উন্নতি (দেশের) করে ফেলবো!!!

৪| ৩০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: ১০০% সহমত ।

লক্ষ কোটি মানুষের মনের কথা বলে ফেলেছেন।
অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.