নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেন জানি দিন দিন রাজনীতিবিদদের প্রতি ভালবাসা হারিয়ে ফেলছি **

এই স্বাধীনতা চাইনি আমি

ভবঘুরে হয়ে ঘুরতে ভালো লাগে

এই স্বাধীনতা চাইনি আমি › বিস্তারিত পোস্টঃ

আমার মা আজ ছিনতাইকারির কবলে

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

আজ দুপুর বারোটার দিকে যশোরের অচেনা অজানা এক ভ্যানওয়ালা আমার মার কাছ থেকে কানের দুল ছিনতাই করে নিয়ে গেছে ।আমি কষ্ট পাবো বলে আগে আমাকে জানায়নি ।কিছুক্ষণ আগে শুনলাম ।জিডি ছাড়া আমি এখন আরকি করতে পারি ।সাহায্য করুন ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

আতিকুল০৭৮৪ বলেছেন: GD koren ap kicu korleo kono luv hobe na,,make eka jaite diben na ar

২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

নতুন বলেছেন: মা কে নতুন একটা দুল কিনে দেন...

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৯

এম. এ. খসরু নোমান বলেছেন: অবশ্যই ঘটনাস্থল সংশ্লিষ্ট থানায় জিডি করবেন। কারন জিডি করার মাধ্যমে আপনি সংশ্লিষ্ট প্রশাসনকে জানাচ্ছেন যে আপনার এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কোন পর্যায়ে আছে।

একবার ভেবে দেখুন, একই জায়গায় বারবার এরূপ ছিনতাই এর ঘটনা ঘটছে অথচ আপনার মত সকলেই যদি মনে করে (যা গেছে যাক, তা তো আর ফিরে পাব না খামোখা জিডি-ফিডি এর ঝামেলা করার দরকার কি) তখন ব্যপারটা কেমন হবে। আপনাদের অসহযোগীতার কারনে ঘটনার সূত্র থানা জানতে পারল না এর ফলে ঐ ছিনতাইকারী বারবার এরূপ কর্ম সম্পাদনের দুঃসাহস করতে পারবে। কিন্তু যদি থানা এরূপ ঘটনার কথা জানতে পারে তবে সংশ্লিষ্ট থানার সকল অফিসার ফোর্সকে যেমন অবহিত করা হবে তেমনি প্রশাসনকেও জানানো হবে "আপনার থানা এলাকার আইন শৃঙ্খলার কি দুরবস্থা"

অতএব, দেরি না করে "ঘটনাস্থল" মানে যে স্থানে ঘটনা ঘটেছে সেই এলাকার সংশ্লিষ্ট থানায় গিয়ে আপনার আম্মাকে দিয়ে একটি জিডি এন্ট্রি করান। এতে হয়ত আপনার আম্মার ছিনতাই হওয়া জিনিশ আপনি ফেরত পাবেন না কিন্তু আরো অনেককে এমন বিপদের হাত থেকে বাঁচাতে পারেন। সেই সাথে সামাজিক দায়িত্ব-টাও তো পালন করা হল। আর যদি পারেন তবে আপনি নিজে গিয়ে ঘটনাস্থলের আশে-পাশের লোকজন কে সাধারন ভাবে জিজ্ঞাসাবাদ করতে পারেন, "তবে জিজ্ঞাসাবাদের পূর্ব অভিজ্ঞতা না থাকলে জিডি করা পর্যন্ত থাকাটাই উত্তম"।

ওহঃ একটি গুরুত্বপূর্ন কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম। যদি কোন কারনে পুলিশ ছিনতাই সংক্রান্তে জিডি গ্রহন করতে না চায় এবং বলে যে খোয়া গেছে মর্মে জিডি লিখে নিয়ে আসুন বা লিখুন তবে কোন ক্রমেই তা করতে যাবেন না যেন। পুলিশ এই ধরনের উপদেশ দেয় তাদের দায় এড়ানোর জন্য, যাতে করে প্রশাসনের বড় কর্তাদের কাছে ছিনতাই সংক্রান্তে জবাবদিহি না করতে হয়। তাই আপনি যদি লিখেন হারিয়ে গেছে তবে তার দায় তো আপনার-ই পুলিশের তো আর না।

সুতরাং যা ঘটেছে তাই লিখুন, যদি পারেন তবে আপনার মায়ের সহায়তা নিয়ে ছিনতাইকারীর দৈহিক বর্ননা জিডিতে উল্লেখ করার চেষ্টা করুন।

আপনার আশে-পাশের সকলকে সচেতন করে তুলুন।
আপনাকে ধন্যবাদ।

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৭

এই স্বাধীনতা চাইনি আমি বলেছেন: পরামর্শ দেবার জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.