নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখন ও চলছি নিরন্তর

টানেলের শেষ দেখার অপেক্ষায় আছি

এখন ও চলছি নিরন্তর › বিস্তারিত পোস্টঃ

ভ্রমণ পিপাসু ভাইদের সাহায্য চাই, হাকালুকি হাওড় যাব

০৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৪

আগামী ১৯ জুন বৃহস্পতিবার ৪-৫ জন মিলে ঢাকা থেকে হাকালুকি হাওর দেখার জন্য যেতে চাচ্ছি। তাই কিছু বিষয় জানা দরকার।



১.ঢাকা থেকে ট্রেনে গেলে কোন স্টেশনে নামতে হবে সিলেট নাকি কুলাউড়া?

২. আমরা ২০ তারিখ রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে চাচ্ছি, তাই জানতে চাচ্ছি ১ দিন কি হাওড় দেখার জন্য যথেষ্ট?



৩. কুলাউড়া থেকে কিভাবে হাওড়ে যাব? কত ভাড়া লাগবে?



৪. দুপুরের খাবার কোথায় খেতে হবে?



৫. নৌকা ভাড়া কত নিবে? ৪-৫ জনের জন্য। আমরা কি সন্ধ্যা পর্যন্ত ভাড়া নিব?



৬.নৌকা ভাড়া পাওয়া কি কঠিন? (বিভিন্ন ব্লগে তাই দেখলাম)



৭. আমাদের সাথে এক বা একাধিক মেয়ে থাকবে তাই জানতে চাচ্ছি জায়গাটা কতটুক নিরাপদ?





আরও কিছু জানার থাকলে প্লিজ জানাবেন

ধন্যবাদ

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৬

কোবিদ বলেছেন: আপনি এখানে ক্লিক করে দেখতে পারেন। উপকৃত হবেন আশা করি

২| ০৭ ই জুন, ২০১৪ দুপুর ১:১০

হ্যাপি পেঙ্গুইন বলেছেন: এই বর্ষা মৌসুমে যাওয়া কতটুকু বুদ্ধিমানের কাজ হবে তাও আবার সাথে মেয়েদের নিয়ে সেটা আরেকবার ভেবে দেখার আহবান রইল। এমনিতেই সিলেট অঞ্চলে প্রচুর বৃষ্টি হয়। এইসময় হয় আরো বেশি। আর জায়গাটা খুব একটা নিরাপদ নয়। দলবেঁধে অনেক মানুষ গেলে ভিন্ন কথা, মাত্র ৪/৫ জন এই সময় যাওয়া ঠিক হবেনা।

০৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৪

এখন ও চলছি নিরন্তর বলেছেন: আমি ত জানতাম হাওড়, ঝর্ণা বর্ষাকালেই যেতে হয়। ধন্যবাদ জবাব দেবার জন্য।

৩| ০৭ ই জুন, ২০১৪ দুপুর ১:৩০

অর্ফিয়াস বলেছেন: সবচে ভালো হয় মাইজগাও ষ্টেমণে নামলে। সেখান থেকে লেগুনাতে যেতে পারবেন। দুপুরে খাবেন গিলাছড়া বাজারে। আর নৌকা পাবেন। জাষ্ট লোকাল একজনের সাহায্যঅ নিন।

এসব হাওড় দেখা বর্ষাতেই মজা তবে অবশ্যই সাথে লাইফ জ্যাকেট নেবেন।

৪| ০৭ ই জুন, ২০১৪ দুপুর ১:৩১

অর্ফিয়াস বলেছেন: আমরাও যাচ্ছি ইনশাল্লাহ ৪০ জন একই তারিখে :)

৫| ০৭ ই জুন, ২০১৪ দুপুর ২:১৪

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ সবাই কে ;)

৬| ০৭ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৩

শাখাঙয়াত বলেছেন: আমি ৪বছর আগে হাকালুকি হাওর দেেখেছিলাম। মনে পরে বড়লেখা থেকে বেবি করে তারপর পায়ে হেটে । Awesome !!!!!!!! মজা লাগসিলো বক ও পাখি খাবার যে ইচ্ছা মনে ছিলো সেটা আর পারিনি। যদি হাকালুকি হাওর ও তার natural beauty দেখতে চান তো বড়লেখা ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.