![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটবেলায় একবার ট্যাবলেট গলায় আটকে যাওয়ায় আমার ট্যাবলেট খাওয়ার প্রতি একটা ফোবিয়া আছে এখনো। ছোট ছোট ১০ মিলি ট্যাবলেট খেতে পারি কিন্তু ৫০০ মিলির ট্যাবলেট হলেই আর ভয়ে খেতে পারি না।
কিন্তু আমার ক্যাপসুল খেতে বিন্দুমাত্র ভয় নাই, খুব সহজেই খেয়ে ফেলি।
তাই ট্যাবলেট খাওয়ার জন্য আমি একটা উপায় বের করেছি। ট্যাবলেট গুড়ো করে কোন ক্যাপসুল যেমন ২-৩টা ওমেপ্রাজল এর কাভারের ভিতর ঢুকিয়ে খাই। আমার প্রশ্ন এতে কি কোন সমস্যা আছে? বর্তমানে আমি বিনোক্লার ৫০০ গুড়ো করে ৩টা ওমেপ্রাজল এর ক্যাপসুলের কাভারে ঢুকিয়ে খাই। এতে কি কোন সমস্যা আছে?
উত্তর জানালে খুবই উপকৃত হব
ধন্যবাদ
২| ০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২৫
লাবু২২ বলেছেন: হ্যাঁ সমস্যা আছে। ক্যাপ্সুলের উপরের কভার টার কারনে আমাদের পাকাস্থলিতে ঔষধ শোষিত হয় না, ফলে ট্যাবলেট এর উপকারিতা আপনি পাবেন না। যে সমস্ত ঔষধ পাকস্থলি বা অন্ত্রে শোষিত হওয়ার প্রয়োজন হয় না শুধু সে সমস্ত ট্যাবলেট ক্যাপসুল আকারে থাকে
৩| ০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১৬
সুমন কর বলেছেন: এভাবে, না খাওয়াটাই উত্তম। বেশী করে পানি মুখে নিয়ে ঔষুধটা টপ করে ছেড়ে দিন। দরকার পড়লে চোখ বন্ধ করে।
৪| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ৩:২৫
নিয়েল হিমু বলেছেন: আজব তো ! গুরোই যখন করেন তার পরে মুখে নিয়ে পানি দিয়ে গিলে ফেললেই হয় অথবা চামচে নিয়ে কয়েক ফোটা পানি দিয়ে কনডেনট্স টাইপ করে গিলে ফেললেও তো হয় কেপসুলে ভরার দরকার কেন পরে ? !
২৮ শে জুলাই, ২০১৫ সকাল ৭:৫০
এখন ও চলছি নিরন্তর বলেছেন: চরম তিতা
আমার ভয় কেটে গেছে এখন সম্পুর্ণ
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৩৮
যোগী বলেছেন:
আপনাকে দেখি অনেক কষ্ট করে ট্যাবলেট খেতে হয়। ছোট ট্যাবলেট খেতে যদি সমস্যা না থাকে বড় ট্যাবলেট চার ভাগ করে চার বার খান। গুড়া করে কাভারে ঢুকানো বড়ই হ্যাপা।