নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখন ও চলছি নিরন্তর

টানেলের শেষ দেখার অপেক্ষায় আছি

এখন ও চলছি নিরন্তর › বিস্তারিত পোস্টঃ

সিসিটিভি নিয়ে যাদের আইডিয়া আছে তাদের কাছে প্রশ্ন

২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৩

সিসিটিভির স্পেস পূর্ণ হয়ে গেলে তা ডিলিট করা কি সহজ নাকি প্রোগ্রামিং টাইপের কিছু জানতে হবে?

আমার ফ্রেন্ডের বাসার সিসিটিভির আর কোন স্পেস খালি নাই, ফ্রেন্ড থাকে বিদেশে, আংকেল আমাকে ফোন করছে হেল্প করার জন্য। প্রায় ৩ মাস ধরে এই সমস্যা। মেকারের কাছে নিয়ে গেছিল। তারা বলছে প্রোগ্রামিং জানতে হবে। আমার তো মনে হয় এত কঠিন কিছু হবে না সাধারণ পিসির মত করে ডিলিট করতে হবে। এখন আপনাদের কাছ থেকে পরামর্শ চাচ্ছি।

ধন্যবাদ

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৭

মুকতাদির রহমান বলেছেন: এটা খুবই সহজ...সেটিংস এ গিয়ে ডিলিট অপশন খুঁজে বের করে ডিলিট করে দিলেই হবে। এ ছাড়া আপনি হার্ডডিস্ক ফরম্যাট ও দিতে পারেন। তাছাড়া সব DVR এ একটা অপশন থাকে যে নতুন ভিডিও জমা হলে পুরাতন ভিডিও অটোমেটিক ডিলিট হয়ে যাবে। মানে নতুন একদিন রেকর্ড হলে সব থেকে পুরাতন যে দিনের ভিডিও আছে সেটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। ওই DVR এ মনে হয় এই অপশন এনাবেল করা নাই। আপনি অপশন টা এনাবেল করে দিয়ে আসবেন। তাহলে পরবর্তীতে আর কখনও এভাবে ফুটেজ ডিলিট করতে হবে না। আর যে মেকার বলেছে যে প্রোগ্রামিং জানতে হবে সে পুরাই একটা ভাওতাবাজি করে টাকা হাতায়ে নেয়ার ফন্দি করেছে। আর সবার আগে DVR এর ইউএসবি পোর্টে একটা ইউএসবি মাউস লাগায়ে নিয়েন।

৩০ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:১২

এখন ও চলছি নিরন্তর বলেছেন: অসংখ্য ধন্যবাদ

২| ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন: মুকতাদির ভাইকে ধন্যবাদ
এত কিছু আমার মাথায় ছিলোনা।
সহজ সমাধান।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০১

জনাব মাহাবুব বলেছেন: প্রশ্ন করলেন পোষ্টদাতা আর শিখে নিলাম আমরা আমজনতা। ;)

ধন্যবাদ মুকতাদির রহমান ভাইকে। সুন্দর মন্তব্য এবং সহজ সমাধানের জন্য। :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.