নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আকাশ, আমার ভাবনা

ইফাত আরা

জানতে চাই, জানাতে চাই।

ইফাত আরা › বিস্তারিত পোস্টঃ

সাদা পরী

০৫ ই মার্চ, ২০১২ রাত ১১:১৩

পড়ন্ত এক শেষ বিকেলে,

অদ্ভুত এক সাধ জাগলো মনে।

ইচ্ছে হল পরী হবো, সাদা পরী।

গায়ে জড়াবো সাদা মেঘের শাড়ি,

এলো চুলে পরবো সাদা চেরি।

কানে পরবো দোলনচাঁপার দুল,

হাতে-গলায় সুরভিত বেলী।

এমন সময় হঠাৎ দেখি,

কোত্থেকে এক মেঘের টুকরো

মুগ্ধ চোখে তাকিয়ে থেকে

বলল শেষে, 'যাবে আমার সাথে?'

স্তব্ধ আমি হতবাক,

একেবারেই নির্বাক;

ভুলেই গেছি শুধোতে তাকে,

'কোথায় নেবে এই আমাকে?'

হাতটা শুধু বাড়িয়ে দিলাম,'চল'।

যেইনা আমি উড়তে যাবো,

মেঘকুমারের হাতটা ধরে,

অমনি দেখি,

পথ আগলে দাঁড়িয়ে আছে

মেঘের মতই শুভ্র-সাদা

অসংখ্য সব কাশফুলের সারি।

স্নিগ্ধ হেসে বলল ওরা,

'ওরে সাদা পরী,

আমরা হেথা তোমার জন্যে,

চল মোদের বাড়ি।'

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.