নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুর খাতা

ইমা সুলতানা চারু

নিজেকে খুঁজে পেতে ভালবাসি। ভালবাসি গান , কবিতা , আর গল্পের বইএর পাতায় হারিয়ে যেতে তবে প্রিয়জনদের সাথে সময় কাটাতে পারলে এ সব তুচ্ছ।

ইমা সুলতানা চারু › বিস্তারিত পোস্টঃ

যাপিত (অনু)দর্শন -১

০২ রা মে, ২০১৫ রাত ৮:৩০

আমাদের দেশে আমলারা কেন ক্ষমতাধর তার সবচেয়ে সহজ ব্যাখ্যা হল ঘরে ঘরে বাপ মা ছেলে মেয়েদের আমলা হওয়ার শিক্ষা দেয়। এই দেশের প্রতিটা পরিবারের কাছেই "আউটপুট" এর চেয়ে "রুলস অ্যান্ড প্রসিডিউর" বেশী গুরুত্বপূর্ণ , আর এটাই শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে অধিকাংশ (৯৯% বললাম না, সোশ্যাল সাইন্সের ছাত্রী কিনা , সোর্স ছাড়া ডেটা লিখতে বাঁধো বাঁধো ঠ্যাকে :P )বাবা মায়ের বিশ্বাস। মনে আছে আব্বু আমাদে ছোট বেলায় বলতো পড় আর না পড় উঠতে হবে ভোরে নাহলে রেজাল্ট ভাল হবে না, যতঅই বুঝাই আব্বুকে যে সকালে উঠে ঝিমানোর চেয়ে আমি রাত জেগে বেশী পড়তে পারি আব্বু তা মানতে নারাজ। রেজাল্ট যাই হোক আব্বু বলবে আমার কথা মত চললে এর চেয়ে ভাল হত (ওকে! ) এবং এই "এর চেয়ে ভাল হত" চক্রের কোন শেষ নেই।
### নিজের পছন্দমত কলেজে ভর্তি হইসো! আমাদের কথা শুনো নাই এখন আর কি ভাল হবে!
### বলসিলাম ডাক্তারী পড়তে , পড় নাই। যতই বড় পজিশনে যাও, আমাদের কথা তো শুনো নাই। ডাক্তার ইঞ্জিনিয়ার না হইলে দাম আছে নাকি?
### ছেলে নিজে পছন্দ করসো? বুঝলাম ছেলে ভাল, কিন্তু ঠিকি পস্তাবা, আমাদের কথা শুনসো নাকি যে ভাল থাকবা? তুমি ভাল মন্দের বুঝোটা কি? আমরা যা খুঁজবো খারাপ হইলেও সে "বেস্ট"
### কি চাকরীতে ঢুকসো? আরে বিসিএস ছাড়া আবার চাকরী হয় নাকি? যতই তোমার ভাল লাগুক, এইগুলার কোন বেইল নাই।
### এইসব গান, নাচ, অভিনয় এইসব শখ হিসেবেই ভাল, ভদ্র লোকের ছেলে মেয়ে করে নাকি এইগুলা প্রোফেশনালি? এইসব যেন আর না শুনি?
এইসব নিয়মের দুষ্ট চক্র চলতেই থাকে চলতেই থাকে, যারা ভাঙ্গার সাহস দেখায় তাদেরো অশান্তি রয়েই যাই উপযুক্ত সাপোর্ট না পাওয়ার জন্য। যারা এর যাঁতাকলে পিষ্ট হয় তারা নিজেদের সন্তানদের আরো বেশী করে পিষ্ট করে, আর আউটপুট হিসেবে "শান্তি" আর "আনন্দ" কখনোই গ্রহনযোগ্য না। তাই আমরা মাত্রই আমলাতন্ত্রের পূজারী ঘরে ঘরে, নিয়মই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৫ রাত ৮:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

২| ০২ রা মে, ২০১৫ রাত ৯:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্লগে স্বাগতম।

৩| ০২ রা মে, ২০১৫ রাত ১০:৩৩

ইমা সুলতানা চারু বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.