![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে খুঁজে পেতে ভালবাসি। ভালবাসি গান , কবিতা , আর গল্পের বইএর পাতায় হারিয়ে যেতে তবে প্রিয়জনদের সাথে সময় কাটাতে পারলে এ সব তুচ্ছ।
যখন জিপি ডিজুস এর মার্কেটিং করতে ডিজুস লেখা হাতপাখা বিলি করত আমি সেই আমলের ডিজুস ইউজার,যখন অন্য সব অপারেটরের তুলনায় ডিজুস রীতিমত হীরার মূল্যে কলরেট কাটতো তখনো আমি মায়া করে সিমটা একটা ফোনে রেখে দিসি। যাই হোক এক রোজার মাসে রাত বারোটার পরে ডিজুস টু যেকোন জিপি নাম্বার ফ্রি করে দিল , অনেক ফ্রেণ্ড, কাজিনদের কাছে শুনলাম তাদের জীবন এখন ডিজুসময় , তখনো কোনদিন রাতে কারো সাথে কথা বলিনাই, ফ্রেন্ড হোক অথবা অন্যকেউ
তারপর আসল বাংলালিঙ্ক যুগান্তকারী অফারের সাথে, ইনকামিং কলে বোনাস। হৃদি, লীনা , অথইএবং সানজির বাসার টি এন্ড টির কল্যাণে একটা টাকা না রিচার্জ করলেও আমার সারা মাস শান্তিতে চলে যেত। কতবার হৃদি আর সানজিকে নিজে কল করে বকা খাইসি যে আমি কেন ফোন দিলাম, ওদের ফোন আছে না? ( কি যে শান্তির ছিল সেইসব দিন ) তো যা বলছিলাম তখনো মনে হয়নাই কোনদিন রাতে কথা বলি, গল্পের বইয়ের নেশায় তখন আমি বুঁদ। সারারাত শুধু বই আর বই, ইন্টারনেট এসে তখনও বইয়ের প্রতি ভালবাসা গ্রাস করে নি। সবার দেখাদেখি এরপর নিলাম ওয়ারিদ নামক *ল ,তাও হৃদির গুতাগুতিতে, হৃদির থেকে শুনতে শুনতে একদিন ৪০০ মিনিট কিনলাম, যার সাথে কথা বলার জন্য কিনলাম তাকে আমি যখনই ফোন দেই তখনই তার ফোন ব্যাস্ত । তার এবং তার অমুকের নাকি মাসে দেড় থেকে দুই হাজার মিনিট কিনতে হত তখন। রাতে কথা বলা আমার শেখা হল না। দুইএকবার কনফারেন্স হইসে হয়তো, আর এইচ এস সির সময় সানিতা আর লীনার টি এন্ডটিতে (অবশ্যই আতলামী বিষয়ক, তখন আমরা বড় আঁতেল
) এসব কারণে ফোনের টাকা জিরো হওয়ার রেকর্ড আমার খুব কম, হলেও এমন সময়ে যখন সাগর অথবা রিজাল আমাকে বাঁচায় দেয় । মনে আছে ভার্সিটি এডমিশনের পর স্ট্যাটাস দিসিলাম রাত এগারটার পর আমার ফোন বন্ধ থাকে
(আসলে তাই থাকতো
)
এভাবে বুড়া হলাম ফাইনাল ইয়ারে উঠলাম এখন তার এবং আমার ফোনের টাকা শেষ হয় ফজরের আজানের সময়, দুই সিমের ইমারজেন্সি ব্যালেন্স শেষ হয় , পরের দিন তার অফিস থাকুক অথবা আমার ক্লাস, কথা শেষ হয় না । সময়ের উলটা দিকে যাই মজাসে কিন্তু
২| ০২ রা মে, ২০১৫ রাত ৮:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: উল্টো যাত্রায় চলুক আনন্দময় পথে!
আহা কি সেই সব দিন-- কইত্থেকে এত কথা আসতো! কি নয়ে কথা হতো!
এখন প্রয়োজনেরবাইরে ২-৪ কথাও বিরক্তি লাগে!
আর পাখির ডাকে ফোন রাখতে হতো! এই সকাল হয়ে গেছে!!!
হায় জীবন! নিত্যচক্রে জীবন নিত্য কথায় রত!
আজ আমি তো কাল তুমি-পরদিন অন্র নতুন কেউ!!! কথারা থেমে নেই!!!!!
২২ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০২
ইমা সুলতানা চারু বলেছেন: ঠিক বলেছেন
৩| ০২ রা মে, ২০১৫ রাত ১০:৩০
ইমা সুলতানা চারু বলেছেন:
শুভকামনা রাখবেন, ধন্যবাদ
৪| ১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা মজা পেলাম
২২ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০২
ইমা সুলতানা চারু বলেছেন:
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৫ রাত ৮:৫৪
প্রামানিক বলেছেন: সুন্দর