নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

জীবনকে খুব কাছ থেকে দেখতে চাই। গতানুগতিকতার গন্ডি থেকে মুক্তি চাই। এতে হয়তো শুনতে হবে অনেক অপমানের বাণী। ভয় করি না।

ইমির

এক কালে স্বপ্ন দেখতে ভালবাসতাম। এখন স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছি। এখন আমি জীবনের অভিজ্ঞতা থেকে খুবই বাস্তববাদী মানুষে পরিণত হয়েছি। মেইল করতে পারেন অথবা ইয়াহু মেসেঞ্জারে আমি আছি [email protected]

ইমির › বিস্তারিত পোস্টঃ

নটরডেম কলেজের মুখতার স্যার(সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ১৮ এর নীচে পড়া একেবারেই নিষেধ)

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৪২

যারা নটরডেম কলেজে পড়েছেন তারা মুখতার স্যারকে চেনেন না এ কথা প্রায় অবিশ্বাস্য। তবু যারা নটরডেমিয়ান না তাদের জ্ঞাতার্থে বলছি মুখতার স্যার আমাদের বাংলা পড়াতেন। স্যারের বয়স হবে ৬০ এর মত। চিরকুমার এই স্যার আমাদের ক্লাসে যেভাবে পড়াতেন তাই বলছি





তোমরা বাংলা বানান ভুল করে থাক। ইদানিং দেখলাম ঢাকার একটি নামীদামী কলেজের এক ছাত্রী খাতায় মাইকেল মধুসূদন দত্তের নাম লিখেছে মাইকেল মধূছোদন।ভাগ্য ভাল সে মধূছোদন লিখেছে।যদি সে "ছো" এর মাথা টা না কাট তো এবং সেটা যদি চ হত তাহলে কি কেলেঙ্কারি হয়ে যেত তোমরা বল তো।





স্যার একদিন সিরাজউদ্দৌলা পড়াছিলেন। ঘষেটি বেগম পড়াচ্ছিলেন। বল্লেন এই মহিলার নাম কেন ঘষেটি বেগম হল তোমরা কেউ বলতে পার? জবাবের অপেক্ষায় না থেকে স্যার বললেন সে অতিরিক্ত ঘষাঘষি করত তাই।





আরেকদিন স্যার পদ্মানদীর মাঝি পড়াচ্ছিলেন। সেখানে কুবের ও কপিলার চরিত্র আলোকপাত করছিলেন। স্যার বললেন কুবের ও কপিলা একটি ছই ওয়ালা নৌকার নীচে আছে। ছইয়ের চার পাশ বন্ধ। হঠাৎ দেখা গেল নৌকা দুলছে। নৌকা দুলে ,নৌকা দুলে। একবার ডানে একবার বামে। ব্যাপার কি তোমরা বলতে পার?







পদ্মা নদীর মাঝি উপন্যাসে স্যার পড়াচ্ছেন।

কুবের কেন কপিলাকে পছন্দ করে বলতে পারবে? কারণ কপিলা ছিল প্রাণবন্ত। তার ছিল দুর্বার তারুণ্য। সে কুবের কে মাতিয়ে রাখত। সে কুবেরকে যৌবনের আহবান করত।

অপরপক্ষে মালা হাটতে পারত না । সে ছিল পঙ্গু । সে কুবের কে আনন্দ দিতে পারত না। মালা কিছু করতে পারত না,না পার তো হাটতে ,না পারতো রান্না করতে,না পার তো ঠিক মতো বসতে। তবে মালা কেবল শুতে পার তো।বুজলে?







তখন খুব হৈ চৈ হচ্ছে। চীফ নির্বাচন কমিশনার আজীয ক্ষমতা ছাড়ছেন না। একের পর এক জ্বালাও পোড়াও করছে আওয়ামী লীগ। তখন ক্লাসে স্যার বললেন লোকটি যে কি বুজতে পারি না।কেন যে সে পদত্যাগ করছেনা। সে যে কোন ধাতু দিয়ে গড়া। হঠাৎ এক ছেলে বল্ল সে আযীজের বাসার কাছে দিয়ে এসেছে। স্যার তখন তাকে বললেন কেন তুমি ও'দিকে গিয়েছিলে? তার ধাতু পরীক্ষা করতে?







আগে হরতালের সময় দেখা যেত যুবলীগের মেয়েরা বাসে যানবাহনে ঢিল ছুঁড়ছে। স্যার তাদের খুঁটিয়ে খুটিয়ে দেখতেন ক্লাসে এসে বলতেন দেখ ওদের ভাল লাগে না । ওদের বডিও ভাল না ,ফিগারও ভাল না। ওদের দেখে মন ভরে না। একেবারেই বাজে লাগে।









এবার আসা যাক স্যারের চোখে কেন আমাদের রাজনৈতিক নেত্রীবৃন্দ উত্তেজিত ভাবে ভাষণ দেয়?



স্যার বলতেন তারা জনগণ কে উত্তেজিত করার জন্য ভাষণ প্রদান করে। তা না হলে কেউ তাদের ভাষণ প্রদান করা শুনবে না।



এই হল আমাদের মুখতার স্যার।

মন্তব্য ৬২ টি রেটিং +১৫/-৩

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৫১

ব্রাইট বলেছেন: শালা জোস আছিলো। আমাগো কৃষ্ণলীলা পড়াইছিলো।

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৫৪

ইমির বলেছেন: শালা জোস আছিলো

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৫৫

আশীফ এন্তাজ রবি বলেছেন: খুব জটিল জিনিস তিনি ছিলেন। আমি নটরডেমিয়ান ....আপনি ভাই কোন ব্যাচ?

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৫৭

ইমির বলেছেন: ভাই আমি ০৭ ব্যাচ।আপনি?নটরডেমিয়ান দেখলেই ভাল লাগে।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৫৫

আশীফ এন্তাজ রবি বলেছেন: এক্স নটরডেমিয়ান ...

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৫৮

ইমির বলেছেন: হুম ঠিক আছে।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৫৮

রাস্তার ছেলে বলেছেন: রাধা-কৃষ্ণের গপ্পো করতে গিয়ে একদিন দু'হাত দু'দিকে প্রসারিত করে জলকেলির ভঙ্গিমা করে বলেছিলেন কৃষ্ণের ডায়লগ:
" প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর .............." হা! হা! :)

নিঃসঙ্গ ব্যক্তি জীবনে অসুখী এই শিক্ষক তাঁর আনন্দগুলো কুড়িয়ে নিতেন আমাদের হাসিতে! মাঝে মাঝে মনে হত তিনি আসলেই কি কখনও আনন্দ পেতেন?

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:০১

ইমির বলেছেন: জানি না ভাই।এত ডীপে চিন্তা করি নি।কিন্তু তাকে মনে হয় এখন মিস করি।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:০৯

আশীফ এন্তাজ রবি বলেছেন: আমার রোল ৯৭২১১০

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:১১

ইমির বলেছেন: হুম।আপনিই মনে হয় এখন পর্যন্ত সবচেয়ে সিনিওর।

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:২৭

মাসুদ যা বলেছেন ঠিকই বলেছেন: গ্রুপ ২ তে পরতাম কপাল খারাপ সারের ক্লাস মাত্র একদিন পাইছিলাম। অইদিনি স্যার বুঝায় দিসিলেন তিনি কি জিনিস। স্যারের বিয়ে না করার অনেক গল্প প্রচলিত আছে। কেউ কি জানেন সত্য ঘটনাটা কি?

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৪৬

ইমির বলেছেন: পুরা মিস।স্যারের ক্লাদ আমরা পুরা দেড় বছর পাইছি।

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:২৯

রাজামশাই বলেছেন: আমি শিখছিলাম

প্রেমের পর্ব হইলো পাঁচটা

১) রাগ
২) অনুরাগ
৩) পূর্বরাগ
৪) বিরহ
৫) মিলন

go to

http://www.ex-notredame.com

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৪৬

ইমির বলেছেন: স্যার বস

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নটরডেমিয়ান নই, কিন্তু খুব হাসলাম।

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৪৭

ইমির বলেছেন: আপনি কোন কলেজে ছিলেন ?

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৩২

রাজামশাই বলেছেন: মুক্তার স্যারের নামের বানান টা ঠিক করা উচিৎ

তার বক্তব্য যে শুনবে সেই মজা পাবে

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৪৮

ইমির বলেছেন: জটিলজ

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৪৯

ইমির বলেছেন: আমি শুনছি স্যারের সাথে মমতাজ ম্যাডামের অ্যাফেয়ার ছিল।স্যার ছেঁকা খেয়ে আর বিয়ে করে নাই।

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৫৩

নাফিজ বলেছেন: আমি শুনছি স্যারের নাকি সমস্যা ছিল।
ভাল লিখছেন ইমির ভাই।

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৫৪

নিবিড় বলেছেন: হ্যা, স্যার আমাদের বলেছিল উনার সাথে নাকি সুবর্না মু্স্তফার বিয়ে হওয়ার কথা ছিল.....কিন্তু বিয়ের আগের দিন নাকি উনার লিঙ্গে একটি ভারী বস্তু পরে তাই আর বিয়ে করা হয়নি....

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:১৪

ইমির বলেছেন: তাই বলছে?আমাদের তো স্যার বলে নাই।ভাই আপনে কোন ব্যাচ?আওয়াজ দিয়েন।

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৫৬

সুমাইয়া মুনিরা বলেছেন: হুমম

১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৫৭

সুমাইয়া মুনিরা বলেছেন: আপনাদের সেই স্যার কি ব্লগে আসে?

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:১৩

ইমির বলেছেন: জানিনা ,আসলেও ছদ্মবেশে আসতে পারে।স্যারের পক্ষে সবই সম্ভব।

১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি ভাই ঢাকা কলেজ, ১৯৮৪-৮৫ (অর্থাত্ পরীক্ষা দিয়েছি ৮৬তে), সায়েন্স, সেকশন-৩, রোল-৫৭ (ফাইনালে ৫৮৩), নর্থ হোস্টেল, রুম-১০১। কেউ আছেন? থাকলে জাগায় বইস্যা আওয়াজ দিয়েন।

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:১২

ইমির বলেছেন: ভাই আমি আপনার পাশে গভঃল্যাবে ছিলাম

১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:১৪

বন্দর-নগরী বলেছেন: ভালো লিখেছেন...........

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:১৭

ইমির বলেছেন: ধন্যবাদ।

১৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তাইলে তো আপনে হাফ ঢাকা কলেজিয়ান। ঢাকা কলেজ তো গভ: ল্যাব আর আইডিয়ালের বাঁদড়ে (ভালো অর্থে গ্রহণ করুন) ভর্তি ছিল।

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৩১

ইমির বলেছেন: হ্যারে ভাই জানি।

১৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:২৩

বিডি আইডল বলেছেন: আগের পোষ্টে কমেন্টসগুলো মুছেছেন কেন জানতে পারি??

১৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৪৮

ইমির বলেছেন: কারণ আপনি আগে একবার পড়লে তো আর কমেন্ট করার দরকার নাই তাই না?যারা পড়েন নি তাদের জন্যই তো রি-পোস্ট।এই কারণেই কি এখানে - দিলেন?

২০| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৫৩

বিডি আইডল বলেছেন: আগের পোষ্টে জানতে চেয়েছি...সেটা মুছেছেন..কারো কমেন্ট সহ পোষ্ট কোন কারন ছাড়া মুছা ব্লগ শিষ্টাচারের বিরুদ্ধ...পোষ্ট না মুছেই রিপোষ্ট করতে পারতেন..টাইটেলে রিপোষ্ট লিখে...

হ্যাপি ব্লগিং

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৫৭

ইমির বলেছেন: তাই বলে কি আরেক ব্লগে - দেয়া উচিৎ?

২১| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৫৪

মানুষ বলেছেন: স্যারের দোয়া নিতে চাই

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৫৬

ইমির বলেছেন: ঃ)

২২| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:১১

আরিফুর রহমান বলেছেন: কঠিন লিস্টি...

স্যার এইরকমই ছিলেন।

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:১৭

ইমির বলেছেন: ধন্যবাদ

২৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:১৬

হাসান বিপুল বলেছেন: ভুল প্রচেষ্টা। এই পোস্ট দেখে এক্স নটরডেমিয়ানরা হয়তো পুরোনো স্মৃতি ফিরে মনে করবে, কিন্তু স্যারের মূল অস্ত্র ছিল তার উচ্চারণ এবং প্রকাশ ভঙ্গি। সঙ্গে কণ্ঠস্বরটিও মনে রাখার মতো। এ সবের কোনোটাই লেখার ভাষায় প্রকাশ করা যায় না।

এনডিসির ছাত্র ছাড়া অন্যরা এ পোস্ট দেখে স্যারের আসল আর্ট কিছুই টের পাবে না।

বিপুল/৯৩২০৫২

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:১৯

ইমির বলেছেন: বিপুল ভাই,আপনে যা বলছেন ১০০% কারেক্ট।কিন্তু এখানে তো আর সব ফুটিয়ে তোলা সম্ভব না।যত টুকুই পারলাম আর কি।আর আপনি মনে হয় এখানে সব চেয়ে সিনিওর।

২৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:১৪

রাত বলেছেন: জটিল স্যার আছিল।

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:২০

ইমির বলেছেন: আবার জিগস

২৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:১১

অপ্‌সরা বলেছেন: হাহাহা । অনেক হাসলাম।

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:২১

ইমির বলেছেন: ধন্যবাদ

২৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৪০

ভোরের তারা বলেছেন: ভাল লাগল।লেখা পড়ে হাসলাম।

২৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:২২

ইমির বলেছেন:

২৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০২

কাক ভুষুন্ডি বলেছেন: স্যারের প্রতি শ্রদ্ধা

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১৭

ইমির বলেছেন: স্যারের প্রতি শ্রদ্ধা

২৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২৪

পথিক তুমি বলেছেন: মাইনাচ, যে একমাত্র অস্লীল কথার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে পারে তার বউয়ে সাথে কি কথা হইব তা কল্পনা করা কঠিন না৷ বেটা বেয়াদব৷

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০১

ইমির বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ

৩০| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৫৫

চন্দন বলেছেন: +

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০০

ইমির বলেছেন: থ্যাঙ্কস

৩১| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:০৫

ইমরান হাসান বলেছেন: নামের বানান তো ঠিক-ই আছে । আমি ছিলাম কমার্স এ, তাই রেগুলার ক্লাস পাই নাই । বন্ধুদের কাছে বেশি শুনতাম :)

ইমরান/ ৬০২১০১১

৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:১৯

ইমির বলেছেন: সেই টাই তো ভাই।

৩২| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪৮

নিবিড় বলেছেন: ২০০৬

৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২০

ইমির বলেছেন: কোন গ্রুপে ছিলেন?

৩৩| ০৭ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৩২

_তানজীর_ বলেছেন: কয়েকটা তখন বুঝিনাই, এখন বুঝলাম। হাহা। যাই হোক। স্যার বাইক চালাতেন। উনার বিয়ের আগে দিয়ে বাইকে এক্সিডেন্ট হয়েছিল। তারপর থেকে উনার পা কাজ করেনা। আর বিয়েও ভেঙ্গে গিয়েছিল।

৩৪| ০৭ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৩৯

পথিক!!!!!!! বলেছেন: স্যারেরর প্রথম ক্লাশের মুখস্ত বুলি গুলান ........

বাট আই লাইক দ্যাট পারসন এ লোট

৩৫| ০৭ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৪১

পথিক!!!!!!! বলেছেন: পাতলা শাড়ী পড়ে ...এক নারী
উপরে হেলিকাপ্টারেরর বাতাস ..শাড়ী উড়ছে
বলত কি অবস্থা তখন ...

আর কত কত গপ্প তারঁ

৩৬| ১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:০৪

ইমির বলেছেন: .......

৩৭| ২৬ শে জুলাই, ২০০৯ রাত ১২:১০

নাফিজ বলেছেন: পাতলা শাড়ী পড়ে ...এক নারী
উপরে হেলিকাপ্টারেরর বাতাস ..শাড়ী উড়ছে
বলত কি অবস্থা তখন ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.