নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্মাইল

ইমরান(উজ্জ্বল)

আগে পরিচয় দেয়ার মতো বড় কিছু করতে চাই তারপর পরিচয় দিব

ইমরান(উজ্জ্বল) › বিস্তারিত পোস্টঃ

ঢাকার লোকাল বাসে প্রতিদিনের একদিন

২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:২৬

ঢাকার লোকাল বাসগুলোর মধ্যে প্রায় সময়ই বাস কন্ডাকটরের সাথে ভাড়া নিয়ে বাক-বিতন্ডা হয় । আমারও হয়েছে কয়েকবার । কয়েক দিন আগের ঘটনা । বাসে ওঠার পরই বাস কন্ডাকটর ভাড়া চাইল । তবে ঐ দিন একটু অন্যভাবে বললাম । কথোপকথন গুলো ছিল এ রকম ---
কন্ডাকটর: মামা, ভাড়াটা দেন।
আমি: পকেট থেকে মানিব্যাগ করে ২০ টাকা নোট দিয়ে বললাম, ৮ টাকা রাখেন।
কন্ডাকটর: কন্ডাকটর ১টু চুপ থেকে বলল, মামা কই যাইবেন?
আমি: (প্রতিবারের মতো না বলে ১টু অন্যভাবে বললাম) মামা, ৮ টাকায় কোন পর্যন্ত যাওয়া যাবে? (রামপুরা ব্রিজ থেকে আমি বাসে উঠছিলাম)
কন্ডাকটর: একটু ভেবে, মামা ‘বাসাবো’ পর্যন্ত যাইতে পারবেন । (আমি যাবো কমলাপুর)
আমি: কেন মামা, কমলাপুর যাইতে পারবো না?
কন্ডাকটর: (এবার আর চিন্তা করল না) হ মামা, পারবেন না কেন, যাইতে পারবেন ।
আর কিছু না বলে আমার ১২ টাকা ফেরত দিয়ে পেছনে ভাড়া তুলতে চলে গেল।
কিছুক্ষণ দাড়িয়ে থাকার পর সিট নিয়ে বসে আমিও আমার গন্তব্যের দিকে যেতে থাকলাম ।

(আমাদের সব সময় কিছু কিছু কাজ একটু ভিন্ন ভাবে করতে চেষ্টা করা উচিত)

((ইমরান))

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.