নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্মাইল

ইমরান(উজ্জ্বল)

আগে পরিচয় দেয়ার মতো বড় কিছু করতে চাই তারপর পরিচয় দিব

ইমরান(উজ্জ্বল) › বিস্তারিত পোস্টঃ

১টি ছোট্ট ঘটনা, ১টি বড় শিক্ষা

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৭

আমরা সামাজিক জীব। সমাজেই আমাদের বসবাস। প্রয়োজনের তাগিদে বিভিন্ন সময় বিভিন্ন রকম বাহনে করে বিভিন্ন জায়গায় আমাদের যেতে হয়। তার মধ্যে সবচেয়ে সাধারণ (Common) বাহন হলো রিকশা। আমরা রিকশায় চড়ে যেখানেই যাই রিকশাওয়ালা-ই হয় আমাদের সঙ্গী। দেখা যায় নানান সময় রিকশাওয়ালাদের অনেক ছোট-খাটো ভুলের কারণে আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করি এমনকি রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে তাদের গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করিনা।

১টি ঘটনার কথা বলি:

* ১ দিন কোন এক রাস্তায় ১ রিকশাওয়ালা ফ্রি রাস্তা পেয়ে একটু বেশি গতিতে রিকশা চালিয়ে আসছিল। সামনে জ্যাম দেখে সে ব্রেক মারে কিন্তু ১টু দেরী করে ব্রেক ধরায় ১ মোটরসাইকেল আরোহীকে পেছন দিক থেকে ধাক্কা মেরে বসে। রাস্তায় কাদা ছিল যার ফলে মোটরসাইকেল আরোহীর প্যান্ট নষ্ট হয়ে যায়। মোটরসাইকেল আরোহী রেগে উঠে এসে রিকশাওয়ালার গালে জোড়ে ১ চড় বসিয়ে দেয়। জ্যাম থাকাতে অনেক লোক তাকিয়ে তাকিয়ে দৃশ্যটি দেখল। পাশেই-

* ২য় সারিতে অন্য ১ রিকশাওয়ালা রিকশায় প্যাসেঞ্জার নিয়ে বসে ছিল আর ঘটনাটি দেখছিল। হঠাৎ এক মটর সাইকেল আরোহী রিকশাওয়ালার ডান দিক দিয়ে তাড়াহুড়ো করে ওভারটেক করতে গিয়ে মটরসাইকেলের হাতল রিকশাওয়ালার পায়ে লাগিয়ে দেয় যার ফলে রিকশাওয়ালা রিকশা থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার ফলে তার পড়ে থাকা লুঙ্গিটা ১টু ছিড়ে যায়। রিকশাওয়ালা সাথে সাথে ওঠে গিয়ে মোটরসাইকেল আরোহীকে লম্বা করে ১ হাত দেখিয়ে বলে “১টা থাপ্পর দিয়া হুন্ডা চালান শিখাইয়া দিমু।”

১ম যে মোটরসাইকেল আরোহী রিকশাওয়ালাকে চড় মেরেছিল সে দৃশ্যটি দেখেছিল। ১০ সেকেন্ড পরে সে চড় মারার কারণে রিকশাওয়ালাকে Sorry বলে চলে গেল।
(ঘটনাটি কাল্পনিক)

এখন ভাবুন তো…….২য় রিকশাওয়ালা যদি মুখে না বলে হুন্ডাওয়ালাকে থাপ্পর মেরে দিতো তাহলে কী হতো? কী হতো এই বিষয়টা ১ম মোটরসাইকেল আরোহী উপলব্ধি করেছিল বিধায় সে Sorry বলে চলে গিয়েছিল।।

সবসময় তো তাদের ভুল হয়না মাঝে মাঝে আমাদেরও হয়। আমাদের ভুল হলে আমরা সিম্পল ১টা Sorry বলে সেরে যাই। আমরা যেমন তাদের গায়ে হাত তুলতে সংকোচ বোধ করি না যদি তারাও আমাদের মতো সংকোচ না করতো তাহলে আমাদের সম্মানটা কোথায় থাকতো !!!!!

আসুন আমরা সবাই ক্রোধকে সংবরন (নিয়ন্ত্রণ) করতে চেষ্টা করি।।

(ভুল ত্রুটি হলে ক্ষমাপ্রার্থী)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.