![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের আইন
বাংলাদেশের আইন দুর্বল নাকি আমরা মানি না ?????
আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি দেশের বাইরে থাকি,
দেশে থাকতে আইন কি তা আমি ভাল করে বুঝতাম না কারণ রাজনিতি যে দল ক্ষমতায় থাকত তাদের অনুসারিদের জন্য আইন বলে কিছু ছিল না,আজও নেই।
হয়ত ভবিষ্যতে তা টিক হবে কি না জানি না।
১)আইনশৃঙ্খলা বাহিনীতে সব চেয়ে কম বেতন মনে হয় ট্রাফিক পুলিশের তারা কত বেতন পাই জানি না কিন্তু অনেক কমই পাই।যাই হোক এই সব সরকারের দেখার বিষয়।আমি আর আমার এক বন্ধু রিকশা যোগে যাচ্ছিলাম আগ্রাবাদ শপিংমলে কিছু কেনাকাটা করবো বলে।আগ্রাবাদ মোড় একজন ট্রাফিক পুলিশ হাত দিয়ে ইশারা করলেন এখন রাস্তা পার হয়া যাবে না অন্য রাস্তা খোলা হবে আমাদের রিকশাওয়ালা দাড়ি গেল সংকেত পাওয়ার পর হঠাৎ আমাদের পাশ দিয়ে Mercedes Benz একটি কার বাঁধা অতিক্রম করে চলে যাচ্ছিল এমন সময় ট্রাফিক পুলিশ বাঁধা দিতে গেল ওই গাড়ির চালক গাড়িএ আয়না নামিয়ে গলা উচিয়ে ট্রাফিক পুলিশকে লক্ষ্য করে বলে (চরি আরি ফেল্লাইয়ুম )চাকরি সরিয়ে ফেলব চট্টগ্রামের ভাষায় বলল । আমি থ একজন শিল্পপতির গাড়ির চালোক যদি একজন ট্রাফিক পুলিশের চাকরি হুমকি দেয় আমরা কোন দেশের আছি।ট্রাফিক পুলিশ কি আর করবে তার সাথে তর্ক না করে ছেড়ে দিল আর পাশের কিছু মানুষের কথা শুনলাম বলে মামা কেন ওদের সাথে জড়াইতে যান শেষ চাকরিটা হারাবেন।এই দৃশ্য দেখে আমি অবাক আমি যে দেশে কাজের জন্য আছি এখানে ট্রাফিক নাই সিগন্যাল লাইট ধারা নিয়ত্রিত সবাই মানে মাঝে ট্রাফিক দেকি রাস্তা যখন কোন হ্রস থাকে একজন ট্রাফিক শুধু হাত তুলে ইশারা করলে অনেক বড় বড় শিল্পপতিরা জায়গায় দাঁড়িয়ে যায় আমাদের দেশের মত চালক দিয়ে চালাই না তারা।
২)কোরবান ঈদের সময় চট্টগ্রামের অনেক মানুষ ২/৩ করে গরু কিনেন একটা কোরবান দিবে বলে অন্যটা ছেলে পোলে ঈদ উপলক্ষে লড়াই দিবে বলে।তা আবার সবাই না কিছু কিছু বড়লোকদের এই স্বভাব।আমার এক বন্ধু আছে যাদের গরু দিতে হয় ৫/৬ টা দিয়ে অনেক বিরাট বড়লোক।ঈদের টিক ২দিন আগে সকালে আমি কর্ণফুলি শিশুপার্কের পাশের গরুর লড়াই দেখতে গেলাম অনেক গরু আসল লড়াইয়ের কিছু পর পুলিশের একটি পিকআপ আসে বাঁধা দেয় ওই এলাকার কিছু নেতা টাইপের লোক তা মানতে রাজি না পুলিশের সাথে কথা কাটাকাটি করছে তারপর পুলিশ অনুমতি দিচ্ছে না বলে চলে গেল যে যার জায়গায় আমি হাঁটতে হাঁটতে চট্রগ্রাম মা ও শিশু হাঁসপাতালের সামনে আসলাম দেখলাম আমার ওই বন্ধুদের গরু গুলো বাঁধা সব হাঁসপাতালের মাঠে কেন্টিনে পাশে দুই জন পুলিশ কনস্টেবল আসল বলছে এই সব কাদের গরু নিয়ে যাও। অনেক কখন বলার পর আমার বন্ধুর চাচাত ভাই আসল বলল কি সমস্যা পুলিশ বলল আপনি কে উনি বলে আমি অমুক এমপির শালা ।পুলিশ বলছে আমাদের কাছে অভিযোগ আছে হাঁসপাতাল কৃতিপক্ষ কাছ থেকে এখনে গরু রাখা যাবে না।বড় ভাই বলে কে অভিযোগ করল ? তখন কর্তব্যরত অফিসারকে ডেকে পাঠাল উনি আসলেন এসে বড় ভাইকে বলে কি সমস্যা ?
বড় ভাই বলে আপনারা নাকি আমাদের নামে পুলিশকে অভিযোগ করলেন অফিসার উল্টো জারি দিল পুলিশের ওই দুই কনস্টোবলকে বলে শুধু কেন জামেলা করতে আসেন।পুলিশ দু’জন বলে ওসির আদেশ আছে।
বড় ভাইয়ের কথা শুনে আমি অবাক উনি বলে ওসিকে আসতে বল এখনে
আর পুলিশ দু’জন কে উদ্দেশ্য করে বলে আমাদের এলাকা আমাদের হাঁসপাতাল আমাদের মাঠ আমাদের গরু আমরা না বেধে কি আপনার গ্রাম থেকে গরু এনে বাধবেন।
পুলিশ দু’জন কিচ্ছু উত্তর না দিয়ে চলে গেল।
আমি মনে মনে ভাবতে লাগলাম হাইরে আমার দেশ হাইরে দেশের পুলিশ দেশের জনগণ আইন আছে নাকি মানছি নাকি মানাচ্ছি ?????
সরকারের কাছে আমার অনুরোধ বিদেশ থেকে অস্ত্র না কিনে আমাদের পুলিশ প্রশাসন কে শক্তিশালী করুন তাদের বেতন ভাড়িয়ে দিন দেখবেন দুর্নিতি তারা করছে না দুর্নিতি পুলিশ না করলে আর কেউ করার সাহস পাবে না।
সবার জন্য আইন সমান ক্ষমতার জন্য নয় এমন যেন না হয়
সবার উর্দে আইন চাই ক্ষমতার মধ্যে নই এমন চাই না
২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৫
বাঙাল শিক্ষক বলেছেন: আইন প্রনেতা, আইনের রক্ষক আইন সৃংখলা বাহিনী, আইনজীবি, ও বিচারকদের আগে আইন মানতে হবে। আর ছোটবেলা থেকেই সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া শিখাতে হবে।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩০
ঢাকাবাসী বলেছেন: প্রথম আইন অমান্যকারী হল সরকার নিজে। আর তারা পুলিশকে তথা আইন রক্ষার বাহিনীকে নিজের স্বার্থে বেআইনী ভাবে ব্যাবহার করে, ফলে পাবলিক আইন মানবে কেন।
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯
শূন্য পথিক বলেছেন: আইন মানি না বলে আমাদের আজ অনেক ক্ষেত্রেই টাইট অবস্থা
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৪
জান্নাতুন নাইম রাজন বলেছেন: যতি চিনহ বেবহার করলে ভাল হত