নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Who Am I?without a meaningless character....

অমাত্রিক সমীকরণ

রংচটা জীবনে আমি এক পরাজিত সৈনিক,উষ্কখুষ্ক চুল।বিরুদ্ধ নালিশ প্রকৃতির নিকট,

অমাত্রিক সমীকরণ › বিস্তারিত পোস্টঃ

রাতের চিৎকারে! (কবিতা)

১৯ শে মার্চ, ২০১৬ রাত ১:৪৫

রাতের চিৎকারে!
....(সামাজিকতা)...
অমাত্রিক সমীকরণ...
কবিতা।
.....
ক্ষুধার্ত হায়েনার চিৎকারে জেগে উঠা আত্মসমর্পণ,
শেষ রাতের প্রহর ভাঙ্গার সময় সন্নিকটে,
ব্যর্থতার শোক-গ্লানি-অপবাদ করে সময়ে অর্পণ,
আকন্ঠ রক্তপানে নামতে হবে আজ শুষ্ক বালুতটে,
শৃগালীর মাথা নুইয়েঁ অপবাদ গ্রহন,অশ্রুত আবেদন,
মুক্তি দাও করে উন্মুক্ত আমার যৌবন পসরা,
বক্ষবিদীর্ণ আজ করেছে তার সামাজিক শরণ,
জিনক্ষুধা আজ করেছে তাকে ধরাশায়ী,ব্যর্থ,আধমরা,
আর,বনের নেকড়েরদল ছিলো প্রতীক্ষায় অধীর,
খুবলে-ছিড়ে,টেনে-হিঁচড়ে খাবে সকল কালীয়সুধা,
শৃগালীর আত্মসমাহিত কুইঁকুঁই করেছে তাদের বধির,
আজ কচি-নধর মাংসপিণ্ড মেটাবে তাদের যৌনক্ষুধা,
কোনো সামাজিকতা কি কাম কি ভালোবাসার স্পর্শহীন,
আমার দুঃস্বপ্ন আজ কঠিন বাস্তব সংবাদে প্রতিদিন,
আমি আজও জেগে উঠি কামতাড়নায় কিছু শৃগালীর চিৎকারে,
আমি লালা ঝরাই,করি বীর্যোদগীরণ কিছু শৃগালীর আত্মচিৎকারে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৭:০০

দায়ী বলেছেন: অসাধারন কিছু কথামালা

২| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১৬

বিজন রয় বলেছেন: অসাম অসাম।
++++

আমি আজও জেগে উঠি কামতাড়নায় কিছু শৃগালীর চিৎকারে,
আমি লালা ঝরাই,করি বীর্যোদগীরণ কিছু শৃগালীর আত্মচিৎকারে।
+++++

৩| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৮

অমাত্রিক সমীকরণ বলেছেন: ধন্যবাদ :)
সাহস পেলাম।

৪| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৯

অমাত্রিক সমীকরণ বলেছেন: জ্বি।
সামাজিক জীবের লালসাবৃত্তিটা ফুটিয়ে তোলার চেষ্টা ছিলো।
ধন্যবাদ।
:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.