![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটুকু অসতর্কতা, অবহেলা, একটু গভীর ভাবে কোন ব্যাপারে খোঁজ না আপনাকে কতটা ভোগান্তিতে ফেলতে পারে কখন ও ভেবে দেখেছেন ? যে ব্যাপারটা সম্পর্কে দুঃস্বপ্নেও কিছু ভাবতে পারেন নি সেরকম ই যদি কিছু আপনাকে তিলে তিলে আপনাকে আপনার বিবেকের কাঠগড়ায় নিয়ে এসে দাঁড় করায়?
কথা বলছি বিখ্যাত ইরানী অস্কার জয়ী পরিচালক Asghar Farhadi পরিচালিত মুভি About Elly নিয়ে। আসগর ফারহাদি এমন এক ব্যাক্তি যার নাম আমরা অনেকেই শুনেছি "A separation" মুভির বদৌলতে । তার ডিরেকশন কে ঠিক কোন বিশেষণে বিশেষায়িত করা যেতে পারে আমার জানা নাই। এই মুভির কথা বলি - খুব সাজানো গোছানো সহজ সরল কিছু হাসি মুখ আর মুহূর্ত কিভাবে একের পর এক অনিশ্চয়তা আর দুশ্চিতার কালো মেঘে ঢেকে যেতে শুরু করে আপনাকে আসগর সাহেব তার অসাধারন ডিরেশন এবং প্রতি মুহূর্তে রক্ত শীতল করা সাসপেন্স দিয়ে বুঝিয়ে দিবেন।
নগরের যান্ত্রিক কোলাহল থেকে এক্তু দূরে যেতে ৩ দিনের ছুটিতে কয়েক জোড়া দম্পতি কাস্পিয়ান সাগর পাড়ে বেড়াতে যায়। তাদের সাথে যায় এক দম্পতির সন্তানের স্কুল শিক্ষিকা Taraneh (ইনিই elly). মজার ব্যাপার হলো শুধু ঘুরতে যাওয়াই সেই দম্পতিদের উদ্দেশ্য না, সদ্য জার্মান থেকে ফেরত Shahab Hosseini (Ahmad) এর সাথে বিয়ের কথা বলার জন্য দেখা করানোই থাকে তাদের মূল উদ্দেশ্য।
সাগর পারে ঘুরতে যাবার সব আনন্দের ইতি টেনে আদতে দম্পতিদেরকে দুশ্চিন্তার সাগরে ফেলে দিয়ে হঠাত করে হাওয়া হয়ে যায় Elly. আর তাকে খুজতে গিয়ে একের পর এক বেরিয়ে আসে তার জীবনের অজানা অতীত।
কি সেই অতীত? Elly কে কি শেষ মেষ খুঁজে পায় দম্পতিরা ? জানতে হলে দেখতে হবে Golshifteh Farahani( Sepideh) , Taraneh Alidoosti, Shahab Hosseini, Peiman Ma’adi অভিনীত এই মাষ্টারপিস কে।
Movie : About Elly
Release : 2009
IMDB rating : 8.2/10
২| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ২:৪৫
ঈশাত বলেছেন: ধন্যবাদ। ইন্সপিরেশন ইজ আ ক্রাইং নিড
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৫ রাত ১২:৫৮
শার্লক_ বলেছেন: তারমানে এটা A separation এর আগের মুভি। দেখতে হবে। যাক একজন ইরানি মুভির ভক্তকে পাইলাম। রিভিউ ভাল হইছে। ছাই পাশ না।