![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভার্সিটির বাসে করে আসার সময় ভাবি দুই পিস মুভি নিয়া লিখব, কিন্তু আর হয় নাহ, আজকে কিছু আটকাতে পারবে নাহ।
পাজল মিলাতে পছন্দ করেন? কিনবা একটা মুভি দেখা শেষ হয়ে যাবার পর ও সারাদিন সারারাত এমনকি নাওয়া খাওয়ার সময় ও "কি দেখলাম কি দেখলাম" ব্যাপার টা এঞ্জয় করেন? ব্রেইন টারে খাটাতে চান ?
আপনার জন্য দুই খান মুভি সাজেস্ট করব। দুই টারে একী সাথে বলার কারন এদের কাহিনীর মধ্যে আকাশ পাতাল ব্যবধান থাক্লেও মেজর এক দিকে মিল আছে সেটা হল এই দুই টার কাহিনী নন লিনিয়ার ন্যারেটিভ।
থিওরি না কপচায়া সোজা সুজি বলি মুভি দুইটা সুস্থ স্বাভাবিক মুভি না। মুভি দুইটারে দুই পেইজে লিখে পেইজ দুইটারে কয়েক টুকরা কইরা কাইটা আউলাইয়া রাখলে যেমন হবে সেইটাই হইসে। বুঝতেই পারতেসেন একবারে দেইখা কচু ও বুঝা সম্ভব না। মজা টাই এইখানে।
মিমিন্টোর ক্ষেত্রে মজা টা হইলো মুভিটা দুইটা আলাদা সিকোয়েন্স এ ভাগ করা হইসে একটা কালারফুল আরেকটা সাদা কালো। ব্লাক এন্ড হোয়াইট সিকোয়েন্স ক্রোনোলজিক্যালি মানে ঠিক থাক মতন ই দেখায় কিন্তু ঘাপলা হইলো কালারফুল টায় । পুরা রিভার্সে যায় । আর এইসব ব্লেন্ড হইয়া যখন আপনার চখের সামনে প্লে হইবে, কিমুন তামশা ডা হইবে ভাবেন ?
এরপর আসি এনিমি তে। শেষ সিন দেইখা আপনার কান্না পাইতে পারে কিনবা মুখ থেইকা হিন্দি চুল বাইর হইতে পারে। ভাই ! খুব ই লজিক্যাল , আমার ও বাইর হইছিলো , কিন্তু মজার ব্যাপার জানেন ? মুভি টা একটা মেটাফোরিক্যাল মুভি । যা দেখতেসেন তার থেকেও অনেক ডিপ এন্ড ডিপার মিনিং আছে এইটার। সিকোয়েন্সের তাল ঠিক নাই। বহু মাথা খাটাইয়া আপনাকে বাইর করতে হইবে কোনটা আসলে ফার্স্ট সিন।
সো , বলি কি দেইখাই ফেলেন। এইসব মুভি না দেখলে পাপ হয় বুঝছেন? পাপ হয়
Movie name: Memento
IMDB rating:8.5?10
Initial release: September 5, 2000 (Venice)
Director: Christopher Nolan
Adapted from: Memento Mori
Adaptations: Ghajini (2008), Ghajini (2005)ng: 8.5/10
Movie Name: Enemy
IMDB rating:6.8/10
Initial release: February 7, 2014 (United Kingdom)
Director: Denis Villeneuve
Adapted from: The Double
©somewhere in net ltd.