![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রায় ৪৫০ কোটি বছর
আগে যখন পৃথিবী সৃষ্টি হয়, তখন
আবহাওয়া ছিল ভয়ঙ্কর। এর পর প্রখম
৫০-৬০
কোটি বছর
ধরে চলেছে নানা ভাঙা গড়ার
প্রক্রিয়া।
চলেছে নানা মহাজাগতিক ক্রিয়া
বিক্রিয়া। ৪০০ কোটি বছর আগে শুরু হয়
প্রাণ সৃষ্টির প্রক্রিয়া।
মূলত চার
ধাপে পৃথিবীতে সৃষ্টি হয়েছে প্রাণ।
প্রথম ধাপে উল্কা আর ধুমকেতু পৃথিবীতে
নিয়ে আসে প্রাণ সৃষ্টির প্রাথমিক
উপাদান এবং জল। লক্ষ লক্ষ
বছর ধরে ধূমকেতু আর
উল্কার নিয়ে আসা উপাদান
গুলি নিয়ে তৈরি হয় জটিল
যৌগ। সেই
যৌগ গুলি নিজেদের
সাজিয়ে তৈরি করে আরও
জটিল যৌগ। তৈরি হয় আরএনএ প্রোটিন।
আরএনএ থেকে রাসায়নিক
বিক্রিয়ায় তৈরি হয় ডিএনএ। তৈরি হয়
কোষ। এভাবেই পৃথিবীর প্রানের উদ্ভব
হয়।
গ্রিনল্যান্ড, অষ্ট্রেলিয়া আর
দক্ষিণ আফ্রিকাতেই সন্ধান
মিলেছে পৃথিবীর প্রাচীন জীবাশ্মের।
মিলেছে এমনকিছু পাথর
যা এসেছে পৃথিবীর বাইরে থেকে।
উল্কা বা ধূমকেতুর আঘাতে সমুদ্রের
গভীরে তৈরি হওয়া গর্তগুলিই
প্রান তৈরির রান্না ঘরের কাজ
করেছে। সেগুলিই আদিম প্রানের উৎস।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬
ইমরান আশফাক বলেছেন: এটা ঠিক যে প্রান তৈরীর উপাদান গুলি পৃথিবীর বাইরে থেকে এসেছে। এমনকি লোহার মত গুরুত্বপূর্ন ধাতুও পৃথিবীতে তৈরী হয়নি, অন্য কোনভাবে আমাদের এখানে এসেছে।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৬
শেখ মফিজ বলেছেন: আরেকটু বিস্তারিত হলে মন্দ হতো কি ?
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৪
সরদার হারুন বলেছেন: এ রূপ অসমাপ্ত লেখা কোন বই থেকে তুলেছেন ?