নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সবসময় যুক্তির পক্ষে

কর্পোরেট পাপী

কর্পোরেট পাপী › বিস্তারিত পোস্টঃ

কি অপরাধ ছিল তসলিমার?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৪

কি অপরাধ ছিল তসলিমার? কেন
তাঁকে আজ বিশ বছর ধরে দেশের
বাইরে বাইরে নির্বাসন জীবন
কাটাতে হচ্ছে?
সেই কি স্বাধীন দেশে জিয়ার
মতো গনহত্যা করেছিল?
মোশতাকের
মতো বিশ্বাসঘাতকা করেছিল?
গনতন্ত্রকে গনধর্ষন করে এরশাদের
মতো রাষ্টধর্ম ইসলাম বানিয়ে ছিল?
সেই কি খালেদা জিয়ার
মতো দেশদ্রোহী রাজাকারের
সাথে ঘাটছড়া বেধেছিল?
আন্দোলনের নামে পেট্রোল বোমায়
শতাধিক মানুষ মেরেছে?
কাউকে গ্রেনেড হামলা করেছিল?
সেই কি শেখ হাসিনার মতো জামাতের
সাথে আঁতাত করেছিল?
যুদ্ধাপরাধীদের বিচারের নাম
করে জনগনকে ধোকা দিয়েছে?
সেই কি কাউকে হত্যা করার জন্য
প্ররোচিত করেছিল?
সেই কি কোনো নির্লজ্জ পুরুষের
মতো কাউকে ধর্ষন করেছিল?
সেই কি খালেদা হাসিনার
মতো ইসলামের সাথে ভন্ডামী করেছিল?
সেই কি কারো রক্তাক্ত লাশ চেয়েছিল?
সেই কি সরকারী আমলা-প্রশাসনের
মতো দুর্নীতি করেছিল?
সেই
কি কাউকে গুলি করে বা চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করতে চেয়েছিল?
সেই
কি কারো সাথে প্রতারণা করেছিল?
সেই কি প্রকাশ্যে জনসভায়
মৌলবাদীদের মাথার দাম
ঘোষনা করেছিল?
না, এসব তসলিমা নাসরিন কিছুই
করেননি।
তসলিমার অপরাধ ছিল, সেই সত্য বলত।
তসলিমার অপরাধ ছিল , সেই নারীর
স্বাধীনতা চেয়েছিল
তসলিমার অপরাধ ছিল , সেই সংখ্যালঘুর
উপর নির্যাতনের প্রতিবাদ
জানিয়ে লজ্জা লিখেছিল
তসলিমার অপরাধ ছিল , সেই
নারীকে সচেতন ও স্বাবলম্বী হবার
দীক্ষা দিয়েছিল
তসলিমার অপরাধ ছিল , সেই
পুরুষতন্ত্রের কড়া সমালোচনা করেছিল
তসলিমার অপরাধ ছিল, সেই রাষ্টের
অব্যবস্থাপনাকে আঙ্গুল
দিয়ে দেখিয়ে দিয়েছিল
তসলিমার অপরাধ ছিল, সেই
ধর্মব্যবসায়ী পীরদের মুখোশ দিয়েছিল
তসলিমার অপরাধ ছিল, সেই ধর্মের
কুসংস্কার, মৌল্লাদের অনৈতিক ফতোয়ার
বিরূদ্ধে ক্লান্তিহীন লিখেছিল
তসলিমার অপরাধ ছিল, সেই একজন
মেয়ে হয়ে পুরুষ লেখকদের
মতো ধাপিয়ে লিখেছিল
কিন্তু এদেশের অসভ্য মানুষদের তা সহ্য
হয়নি। তাই মুর্খ
রাষ্টচালকরা তাঁকে দেশ ত্যাগে বাধ্য
করে নির্বাসন দণ্ড দিয়েছিল।
আমি একজন সুস্থ স্বাভাবিক মানুষ
হয়ে তসলিমার এতোগুলা বছর নির্বাসন
দন্ড মেনে নিতে পারছিনা। আমার
বিবেক কোনো ভাবেই তা সায়
দিচ্ছেনা। এটা তসলিমার উপর চরম
অন্যায় করা হয়েছে! আমি তাঁর
প্রত্যাবর্তন চাই। আমি তাঁর
স্বদেশে জীবন যাপন করার অধিকার
চাই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪২

তানভীরএফওয়ান বলেছেন: tor eto koshto ,to Tui o ter shathe theke varot jeye boshobas kor.
Toslima koyta beye koreche ?? four and one suicid. B:-) :-B B:-)

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৩

কর্পোরেট পাপী বলেছেন: mr. তানভীরএফওয়া muhammad koyta bia krcilo??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.