![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশকে নিয়ে আমি আর স্বপ্ন
দেখিনা।অভিজিত রায়ের মৃত্যু সব
স্বপ্নই ধুলিস্যাত করে দিয়েছে।
এদেশের রাজনৈতিক ও সামরিক সব
সরকারের আমলে মৌলবাদকে লালন
করা হয়েছে সযত্নে।এই গোষ্ঠিকে তুষ্ট
রাখতে সব সম্রাটেরাই ছিলেন
অতি উগ্রীব।৭১ এর মহান মুক্তিযুদ্ধের
মধ্যে দিয়ে ইসলামিক স্টেট অফ
পাকিস্তানের নাগপাশ ছিন্ন
করে যে পিপলস রিপাব্লিক অফ
বাংলাদেশের জন্ম হয়েছিল তা আজ
পরিণত হয়েছে বাঙলাস্তানে।
বাংলা হবে আফগান
শ্লোগানধারীরা আজ বড়
বেশী উৎফুল্ল।আর প্রগতিশীল
মুক্তমনা মানুষগুলো বড়
বেশী অসহায়,বড় বেশী আতংকিত।
চলতি পথে প্রতি মুহুর্তে আশংকা জাগে কখন
পেছন
থেকে ঘাড়ে এসে পড়ে ধারালো চাপাতির
আঘাত।
মৌলবাদের হুংকারের
কাছে রাষ্ট্রযন্ত্র হার
মেনে নিয়েছে বহু আগেই।দাউদ
হায়দার,তসলিমা নাসরীনরা দেশ
ছাড়তে বাধ্য হয়েছেন ।হুমায়ুন আজাদ
হলেন রক্তাক্ত।মৃত্যু
র সাথে লড়াই করে বেঁচে গেছেন
আসিফ মহিউদ্দিন।খোলা রাস্তায় জবাই
করে হত্যা করা হলো রাজীব
হায়দারকে।সর্বশে ষ হারিয়ে গেলেন
অভিজিত দা।তাঁর
স্ত্রী বন্যা আহমেদ পাঞ্জা লড়ছেন
মৃত্যুর সাথে।
পৃথিবীর কোন সভ্য
দেশে প্রতিক্রিয়াশীল ধর্মান্ধ
মৌলবাদীদের এভাবে আশ্রয় প্রশ্রয়
দেয়া হয় কিনা তা আমার
জানা নেই।আমাদের অসম্প্রদায়িক
প্রগতিশীলতার
সাইনবোর্ডধারী সরকার ও
নতি মেনে নিয়েছে বহু আগেই।
ঘোষণা দিয়েছেন মদিনা সনদ
অনুসারে দেশ পরিচালনার কথা।
ক্ষমতার মসনদ পরিপক্ক
করতে হলে এই বিশাল সংগঠিত
খুনী বাহিনীকে চটানো টা যে বুদ্ধিমানের
কাজ নয় তা আমাদের শাসকেরা ভালোই
বুঝে গেছেন।
জামাত বা হেফাজত ছাড়াও হিজবুত
তাহেরী,জেএমবি,জ ামাতুল
মুজাহেদীন,শাহাত আল
হিকমা,আল্লাহর দল,লিবারেটেড
ইউথ সহ কত অসংখ্য বাহারি নামের
ছড়াছড়ি।আনসারউল্ লাহ বাংলা টিম
নামের একটি গ্রুপ ইতিমধ্যেই
টুইটারে স্বীকার করে নিয়েছে হত্যার
সব দায় দায়িত্ব।এদের হুমকীর মুখেই
বন্ধ করে দেয়া হল রোদেলা প্রকাশনীর
স্টল।প্রত্যাহার
করে নেয়া হল তসলিমা নাসরীনের বই।
মাত্র গতকালই কুখ্যাত হিযবুত
এক্টিভিষ্ট দস্তার রাজদরবার
অনলাইনে মৃত্যু
ফতোয়া দিয়েছে "কালকেউটের সুখ"
উপন্যাসের লেখক স্বকৃত
নোমানকে।তথাপি সবাই নির্বিকার।
মুক্তমনারা কলমযোদ্ধা।চাপাত
ি তারা ধরতে জানেন না।গরু ছাগলের
মত মানুষের গলায় ছুরি চালানোর
ট্রেনিং তাদের নেই।সংখ্যায় ও
তারা অতি নগণ্য।দুষ্ট গণতন্ত্রের নষ্ট
সংস্কৃতিতে তারা তাই অচল।
সেকারণে রাষ্ট্র ও তাদের
নিরাপত্তার ব্যাপারে উদাসীন।হুমায়ুন
আজাদ আর ব্লগার রাজীবের উপর
হামলার মামলায় বিচারের বাণী তাই
নীরবে কেঁদেছে।তাই
এদেশকে নিয়ে আমি আর স্বপ্ন দেখিনা।
এ মৃত্যুউপত্যকা, এ বাংলাস্হান
আমার স্বপ্নের স্বদেশ নয়............. ...
©somewhere in net ltd.