![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি পাকিস্তানীদের ঘৃণা করেন, জাত
শত্রু বলেন, জন্ম শত্রু বলেন । তাদের
নাম শুনলে একদলা থুঃ ফেলান । ঘৃণায়
আপনার ভুরু কুচকে যায়, রাগে আপনার
রক্ত গরম হয়ে যায় । আপনার
চোখে ভেসে ওঠে সেই বিভত্ষ দৃশ্যগুলো,
২লাখ মা বোনের ধর্ষিতা মুখ, ৩০ লাখ
শহীদের রক্ত নদী । আমি জানি।
আমারো এমনটাই হয়।
মনে রাখবেন পাহাড়ী ভূমিতে জন্ম
নেয়া আজকের শিশু একদিন আপনার
দিকে আঙ্গুল তুলে বাঙ্গালী বলবে ।
তাদের কাছে বাঙ্গালী হবে "খানকির
পোলা"র সমার্থক ।
তারা বলবে বাঙ্গালীরা ধর্ষক
তারা খুনী । বাঙ্গালী নাম
নিয়ে তারাও একদিন
থুঃ ফেলবে বা এখনও ফেলে।
কেমন লাগবে আপনার ? বা আপনার এখন
কেমন লাগছে বাঙ্গালীরা ?
অনুভুতি কি ? আমার লজ্জ্বা হচ্ছে । স্রেফ
লজ্জ্বায় নুয়ে গেছে আমার মাথা।
এটা তো আমার সেই সোনার বাংলা না !!
থেকে যাওয়া শ্বাপদ আর তাদের
শাবকদের থাবায় আজ আবার
বাংলা আবার ক্ষত বিক্ষত ।
২| ১৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি কিসের সাথে কিসের তুলনা দিলেন!!!
আপনাকেই তো থু দিতে ইচ্ছা করছে!!!!
তারা কারা?
তারা ৭১এ পাকিদের সমর্থন দিয়েছিল! ভুলে গেছেন?
তাদের রাজার বাবা রাজাকিরর পুরস্কার নিয়ে পাকিস্তানের মন্ত্রী দূত হয়ে ওখানেই মরেছে। লাশ আনতে চাইলেও বীর বাঙালীর প্রতিবাদে তা দেশৈ আনতে পারে নি!!!
তারা কি সেই অকৃতজ্ঞ বাংলা মায়ের সন্তান নয় যারা কোটি সুবিধায় তাদের চেয়ে যোগ্যদের পিছে ফেলে দেশের সবচে বেশী সুযোগ সুবিধা নিয়ে আজ দেশের বিরুদ্ধেই দাড়াতে চাইছে!!!!!!
সকলেই দাবী দাওয়া থাকে- তাই বলে সবাই যদি সন্ত্রাসী সন্ত্তুর মতো অস্ত্র হাতে নেয় তবে কি দেশটা টিকবে????
তারপরও তাদের সাথে শান্তি চুক্তির নামে -দেশের ১৬ কোটির মানুষের সাংবিধানিক অধিকার ক্ষুন্ন করেও তাদের শান্তির পথে আনার চেষ্টা সরকার করেছে!!!
কিন্তু তাদের চাহিদার যেন শেষ নেই!!!
আর সেই দেশদ্রোহী কুলাঙ্গারদের প্রতি আবেগ দেখাতে গিয়ে আপনি বাঙালী জাতিকে কানকির পোলা বললেন!!!! ধিক আপনাকে!!!
১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪৩
কর্পোরেট পাপী বলেছেন: দাদা একটি কুকুর যদি আপনাকে কামর দেয় তাহলে আপনিও কি সেই কুকুর টিকে লামর দিবেন? তারা আমাদের বিরুদ্ধে ছিলো তাই বলে কি আমরা তাদের ধর্ষণ করব? তাদের বাড়িঘড় থেকে উচ্ছেদ করব? তাদের মিছিলে গুলি করব?
আর আমি মোটেও বাঙালিকে খানকির পুত বলিনি। আদিবাসী রা জে আমাদের গালি দেয় সেটি বুঝাতে চেয়েছি
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩০
ইয়াশফিশামসইকবাল বলেছেন: ঘটনাটা খুলে বলেন তো।