নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সবসময় যুক্তির পক্ষে

কর্পোরেট পাপী

কর্পোরেট পাপী › বিস্তারিত পোস্টঃ

একটু মাথা খাটান

০৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:০৮

মুহাম্মদের বাবা আব্দুল্লাহ কোন
ধর্মের মানুষ ছিলো? তার মা আমিনা?
তারা তো কেউ মুসলিম ছিলো না!
মুহাম্মদ যেখানে জন্ম নিয়েছিলো
সেটা তো মূর্তিপূজকদের বংশ ছিলো।
এটা তো কেউ অস্বীকার করতে পারবেন
না, তাই না?
আব্দুল্লাহ, আমিনা তাদের ছেলের নাম
রেখেছিলো মুহাম্মদ। আপনার কি
ধারনা মুহাম্মদ ইসলামিক নাম দেখেই
তারা মুহাম্মদ নাম রেখেছিলো তাদের
ছেলের? নাকি আব্দুল্লাহ, আমিনা
এগুলাও মুসলিম নাম!!!!
কমন সেন্স লাগান। কূপের মধ্যে বসে
থেকে শুধু বলবেন আব্দুল গাফফারের
কল্লা চাই, তিনি কি বলতে চেয়েছেন
সেটা মাথায় ঢুকান নি। মুহাম্মদ,
আব্দুল্লাহ, আমিনা এসব ই মূর্তিপূজকদের
নাম। "আল্লাহ" নামটাও তাদের এক
দেবতার নাম ছিলো। ক্বাবা ঘরে যে
৩৬০ টা মুর্তি ছিলো তার মধ্যে আল্লাহ
নামেও এক দেবতা ছিলো। তার যে
বাকি নামগুলো দেয়া হয়েছে তাও এরকম
ই কাফির, পৌত্তলিকদের ই। এই সত্যটা
আপনারা উপেক্ষা করতে পারবেন
চাপাতির জোরে? একজন জ্ঞানি লোককে
আপনারা গালাগালি করছেন অথচ
জানেন ই না সত্যটা কি!!!
অথচ এই সত্য কথাগুলো বলার জন্য আব্দুল
গাফফার চৌধুরিকে কত গালাগালি,
হত্যার হুমকি দিচ্ছেন। তার লেখা গান
"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে
ফেব্রুআরি " ছারা আমরা আমাদের
মাতৃভাষা দিবসটা চিন্তাও করতে
পারি না, বাঙলা ভাষাটার প্রতি
ভালোবাসা বাড়াতে যেই গানের
ভূমিকা ব্যাপক। সেই লোকটাকে আপনি
গালিগালাজ করছেন কারনটা আপনার
মূর্খতা, আপনার ধর্ম আপনাকে অন্ধ করে
দিয়েছে তাই। সত্যকথাগুলো আপনার
ধর্মবিরোধী বলেই কেউ সত্য বলবে না?
আব্দুল গাফফার চৌধুরি সাহস করে
বলেছেন, লতিফ সিদ্দিকী সাহস করে
বলেছেন, লেখক, ব্লগার, বিজ্ঞানমনস্ক,
মুক্তমনারাও বলছেন ; সত্য বলার লোক
দিন দিন বাড়তেই থাকবে, এ জন্য কারো
অনুভুতির দিকে তাকিয়ে থাকলে চলবে
না। কারন আপনার ধর্মের সাথে সত্যের
দূরত্ব আকাশ-পাতাল, তাই সকাল বিকাল
অনুভুতিতে আঘাত লাগবেই। এ নিয়ে
বাড়াবাড়ি করলে দেশ পাকিস্তান,
আফগানিস্তান, ইরাক, ইয়েমেন, মিশর,
লিবিয়া, তিউনিসিয়া, মরক্কো এসব
দেশের মত ধ্বংস ই হবে। আমরা নিশ্চয়
চাইবো না আপনার ধর্মটা অন্য
দেশগুলোর মত আমাদের সোনার
বাঙলাটাকেও ধ্বংস করে দেক!!!
অনেক হইছে, একটু ক্ষান্ত দেন। আপনার
খোদা আপনার মাথায় কমবেশি কিছু ঘিলু
নিশ্চয় দিয়ে পাঠাইছে! ঐটা কাজে
লাগান।।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৪

ঢাকাবাসী বলেছেন: জনসংখ্যার অর্ধেক অশিক্ষিতের দেশে যুক্তি ব্রেন অচল।

২| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ১১:০৬

কাশিফ বলেছেন: হে মহান জ্ঞানী ব্যক্তি!!! আমরা সত্যিই বুঝি নাই গাফফার সাহেবের কথা, আপনার কথা।
হে মহান গাধা প্রজাতির প্রাণী, কাবা তে মুর্তি ছিল এবং সেই সব মুর্তিদের নাম ও ছিল। সেই সব নামের কিছু নাম আল্লাহর নামের সাথে মিলে যায় কারণ আল্লাহ পূর্বে যেই সব কিতাব (কোরানের আগে আরোও ১০৩ খানা ছোট বড় কিতাব নাজিল হইছে) নাজিল করেছেন সেই সব কিতাবেও আল্লাহর বিভিন্ন নামের উল্লেখ ছিল। আল্লাহর সেই সব নামের সাথে নাম মিলিয়ে তারা মুর্তির নাম রেখেছিল এবং মানুষকে বুঝানোর চেষ্টা করত যে মুর্তিটাই খোদা কেননা নাম এক।
হে বিশিষ্ট মানুষ নামধারী কুলাঙ্গার, সৃষ্টিকর্তার এত ঠেকা পড়ে নাই যে সৃষ্টির সৃষ্ট থেকে নাম ধার করবে। বরং তার সৃষ্টিই তার নাজিলকৃত গ্রন্থ থেকে নাম নিয়ে বিভিন্ন মুর্তির নাম রাখত মানুষকে বিভ্রান্ত করার জন্য।
যদি মাথায় কিছু থাকে তো মাথা খাটান। নতুবা আবার আপনাদের কিছু মহান বাণী দেন।

৩| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪৭

আরণ্যক রাখাল বলেছেন: আবার সেই ধর্ম আর ধর্মানুভুতি! কাহিনী!

৪| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ১:৪৫

হানিফঢাকা বলেছেন: "আল্লাহ" নামটাও তাদের এক
দেবতার নাম ছিলো। ক্বাবা ঘরে যে
৩৬০ টা মুর্তি ছিলো তার মধ্যে আল্লাহ
নামেও এক দেবতা ছিলো- Where did find such valuable info? Can you show us any reference of it, not what your wishful mind desires to say.

Since you have vast knowledge regarding the name of Allah, please do a little study of the word "Allah" and what is its root and derivatives and where does it comes from. Is this only an Arabic word? Then how can we get this name in Hebrew bible?

Do you want to say, before Quran, Allah did not send any revelation to anywhere.

Even today our people name their children what is reserved for Allah. For example, Rahim, Rahman etc (Though its not right to name a child on Allah's name without making prefix or suffix)

Since you use the example that the name of Allah is taken from kafir, On the same breath, since my uncle's name is Rahman, can I say Allah steal/take this name from my uncle?

And also to support your view give us some Kafir's name called Rahim, Rahman on that time.

And please try to understand when did the Islam start on earth.

৫| ০৮ ই জুলাই, ২০১৫ ভোর ৬:২৭

গোধুলী রঙ বলেছেন: মুহাম্মদ (সঃ) মুর্তির নাম দিয়া আল্লাহকে ডিফাইন করেন নাই বরং মুর্তিপূজারীরাই তাদের মুর্তির নাম রেখেছে আল্লাহর নামে। এই সিম্পল লজিক যদি মাথায় কারোর না ঢোকে তবে তার মাথায় যে ব্রেইন ছাড়া গোবর নাই তাইবা কে বলবে?

৬| ২১ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৪৪

কর্পোরেট পাপী বলেছেন: হে মহান ঞ্জানী আপনি অনেক ঞ্জানী এতোই ঞ্জানী যে কী লিখলাম তা না বুঝেই মন্তব্য করলেন।

৭| ২১ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৪৫

কর্পোরেট পাপী বলেছেন: হে মহান ঞ্জানী আপনি অনেক ঞ্জানী এতোই ঞ্জানী যে কী লিখলাম তা না বুঝেই মন্তব্য করলেন।

৮| ২১ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৪৮

কর্পোরেট পাপী বলেছেন: মুর্তিপুজারীরা আগে তাদের মুর্তির কথা প্রচার করেছিলো? নাকি মুহাম্মদ আগে আল্লাহর কথা প্রচার করেছিলো?? নিজের মাথায় কতটুকু গোবর আছে আগে তার হিসাব করেন।

৯| ২১ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৫১

কর্পোরেট পাপী বলেছেন: হায়রে ঞ্জানী কি লিখা তা না বুঝেই মন্তব্য করে ঞ্জানি সাজে।

১০| ২১ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৫৬

কর্পোরেট পাপী বলেছেন: ক্বাব কে বায়্তুল্লাহ কেন বলা হতো যানেন? মুহাম্মদের পুর্বে যারা মুর্তিপুজা করতো তাদের সবচেয়ে উপরের দেবতার নাম ছিলো আল্লাহ। আর সেই আল্লাহ কে তারা ক্বাবায় রেখেছিল বলেই ক্বাবার নাম হয় বায়তুল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.