নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা ধূমপান নিবারন করি

আমাকে একটি কথা দাও যা আকাশের মতো সহজ মহৎ বিশাল ও গভীর............

ইশতিয়াক চয়ন

ভার্চুয়াল মৃত্যুশয্যায়

ইশতিয়াক চয়ন › বিস্তারিত পোস্টঃ

বুফে রিভিউ: চয়নের অভিজ্ঞতায় পাঁচ তারকাসহ ঢাকার বুফে

০৪ ঠা অক্টোবর, ২০১২ বিকাল ৪:২৪



নানা দেশের মজাদার খাবারের স্বাদ ঢাকায় বসেও এখন নেওয়া সম্ভব। তালিকায় আছে ভারতীয়, মেক্সিকান, ভিয়েতনামি, ইতালিয়ান, ইউরোপিয়ান, থাই, চায়নিজ, স্প্যানিশসহ আরও অন্য দেশি বাহারি খাবার। প্রতিদিনের নগর জীবন, ছুটির দিন, বছর শুরুর দিন, ঈদ-পূজা-উৎসব কিংবা বিশেষ দিবসে এসব রেস্টুরেন্টের খাবার ভোজনপ্রিয় নাগরিকদের উদরপূর্তিতে যোগ করছে নতুন স্বাদ।



অবশ্য খাবার নিয়ে বাঙালির নানা সংশয় আছে। লেবুর শরবত না পথচলতি পানীয়, চিনি, গুড় না মধু, পাউরুটি না হাতে গড়া রুটি, সিদ্ধ না কাঁচা ডিম, সংশয়ের এমন নানা গল্পও চালু আছে। তবে খাবারপ্রিয় জাতি হিসেবে বাঙালির খ্যাতিও দীর্ঘদিনের। বাঙালির ঐতিহ্যের খাবারের তালিকাও অনেক দীর্ঘ।



নিজস্ব খাবারের সঙ্গে এখন যোগ হচ্ছে বিদেশি খাবার। ঢাকার নানা এলাকায় দেশি-বিদেশি নামে গড়ে উঠছে এসব খাবারের রেস্টুরেন্ট।এদের মধ্যে অনেক রেস্টুরেন্টেই বুফে পাওয়া যায়।তবে গুলশান ও বনানীতে বুফে রেস্টুরেন্ট বেশি।ধানমন্ডিতে হাতে গোনা কয়েকটি বুফে রেস্টুরেন্ট আছে।আমার অভিজ্ঞতায় কিছু বুফে রেস্টুরেন্টের কথা উল্লেখ করলাম।







Flambe Restaurant



"Continental Cuisine, Sizzling Steak, Succulent Seafood, and Delicious Deserts"



একে আমি বলব সব মিলিয়ে ঢাকার সবথেকে সেরা বুফে।কারনটা সেখানে না গেলে টের পাবেন না।ইন্টারন্যাশনাল মানের মেনু এত কম দামে আর কোথাও আমি পাইনি।এদের খাবার গুলোও যথেষ্ট মজাদার। তবে কয়েক মাস পূর্বে দাম কিছুটা বাড়ালেও টাকা উসুল হবে নিশ্চিৎ! দুপুরে ৯০০ এবং রাতে ১২০০ টাকার মাঝে বুফে খাওয়া যায়।



Address :

House No-6, Road No-50, Gulshan-2, Dhaka-1213

Time : 10:30 am - 11:30 pm

Phone : 8853835







BATON ROUGE



110 Buffet Items!



দাম ও খাবারের দিক থেকে এটি ভাল মানের রেস্টুরেন্ট।তবে দুপুরে গেলে ১ টার দিকে আর রাতে গেলে ৮টার আগেই যাবেন , নইলে মজা করে খেতে পারবেন না।।দুপুরে ৮০০ এবং রাতে ১১০০ টাকার মাঝেই বুফে খাওয়া যায়।



Address :

Plot 15, Block CEN, Road 103, Pink City (7th floor), Gulshan 2, Dhaka-1212

Time : 24 hrs

Phone : 8852451

Mobile : 01724125457







SPITFIRE



The Hottest Restaurant In Town!!



এখানে দাম একটু বেশি।কিন্তু স্টেক এর জন্য আমি একে বেস্ট বলব।রাতে ১৬০০ টাকার মধ্যে এখানে বুফে খেতে পারবেন শুধু বৃহস্পতি এবং শুক্রবারে।তবে যাদের স্টেক পছন্দ নয় তারা এখানে মজা পাবেন না।



Address :

NWF-8, Gulshan North Avenue, Gulshan-2, Dhaka-1212.

Time : 10:30 am - 10:30 pm

Phone : 8851930

Mobile : 01715-881180, 0192-668846, 01819-470677





Aristocrat



আমার মনে হয় আ্যরিস্টোক্রেট চিনেন না এমন খুব কম মানুষই আছেন যারা ভোজনরসিক।দুপুরে ৬০০ এবং রাতে ৯০০ এর মধ্যে বুফে খেতে পারবেন।



Address:

House-16, Road-15, Gulshan SOuth Avenue,Gulshan-1, Dhaka

Everyday 12pm - 3pm; 7pm - 11pm

Phone: +88-02-8814852, 8832765, 8832767







STEAK HOUSE



Dhaka's Best Steaks



স্টেক হাউসে বুফে খাবার থেকে মেনু ধরে খাওয়াটকেই বেশি প্রেফার করছি।দাম আমার কাছে অনেক বেশি মনে হয়েছে।তবে যেতে চাইলে ফোন দিয়ে জেনে যাবেন।পেটপুরে খেতে চাইলে প্রতিজন কম করে হলেও ২০০০ টাকা নিয়ে যাবেন।(শুধুমাত্র বৃহস্পতি এবং শুক্রবার)



Address:

road : 53 House z: 8 Gulshan 2 , 1212 Dhaka, Bangladesh

Time : 03:00 pm - 11:00 pm

Phone : 8861604, 8853012

Mobile : 01196095365







EFES



Incredible Buffets at Affordable Prices!!



খাওয়া আমার কাছে মোটামোটি মানের মনে হয়েছে।তবে দাম কম।খাবার পর দাম নিয়ে আফসোস থাকবে না।দুপুরে ৬০০ এবং রাতে ৯০০ এর মধ্যে বুফে খেতে পারবেন।



Address :

South Avenue, Gulshan-1, Dhaka-1212.

Time : 12:00 pm - 12:00 am

Phone : 9899720, 9894964







TOPKAPI



From Turkey to India



প্রথম টপকাপিতে খেয়েছিলাম তখন ভাল লেগেছিল অনেক।কিন্তু এখন আর আগের মত নেই।খাবার দাম অন্যগুলো থেকে কম পাবেন।।দুপুরে ৫৫০ এবং রাতে ৮৫০ এর মধ্যে বুফে খেতে পারবেন।



Address :

134-Gulshan Avenue, Gulshan-2, Dhaka-1212

Time : 11:00 am - 11:30 pm

Phone : 8810886, 8812646

Mobile : 01819229045







Dish and Desert



কম দামে ভাল খাবার জন্য এটি ভাল।চাইনিজ আইটেম গুলো ভাল লেগেছিল।।দুপুরে ৭০০ এবং রাতে ৯০০ এর মধ্যে বুফে খেতে পারবেন।



Address: House 108, Road 8, Block C, Banani, Dhaka 1213, Bangladesh

Time : 12:30 pm - 10:00 pm

Phone : 8821117

Mobile : 01714086161, 01913851267, 01715020333







Bangla Spice Restaurant



বুফেতে বাংলা খাবার খাওয়ার তেমন সুযোগ নেই।এখানে গেলে মজার মজার বাংলা খাবার খেতে পারবেন।দাম হাতের নাগালেই।৫০০-১০০০ টাকার মধ্যেই দুপুর কিংবা রাতে পেট পুরে খেতে পারবেন।



Address:

Road 131 , Gulshan 1 , Dhaka-1212

Time: 12:00 pm -03:30 pm and 07:00 pm-10:30 pm







BITHIKA RESTAURANT



শেরাটন হোটেলের মানে বর্তমান রূপসী বাংলার বিথীকাতে খেয়ে অন্যরকম কিছু মনে হয় নি।ডেজার্ড আইটেমগুলো মজা লেগেছিল শুধু।খাবার দাম অনেক।।দুপুরে ২০০০ এবং রাতে ২৬০০ টাকার মধ্যে বুফে খেতে পারবেন।



Address:

Ruposhi Bangla Hotel

1 Minto Road,

G.P.O. Box 504,

Dhaka - 1000,

Bangladesh.

Phone: (8802) 8330001







Cafe Bazar



হোটেল সোনারগার এই রেস্টুরেন্টে খেয়ে ভালই লেগেছিল।তবে যাবার আগে খোজ নিয়ে যাবেন।প্রতিদিন খাবার মেনু চেন্জ হয়।দুপুরে ১৮০০ এবং রাতে ২৫০০ টাকার মধ্যে বুফে খেতে পারবেন।



Address:

Pan Pacific Sonargaon Dhaka hotel

107 Kazi Nazrul Islam Avenue

Dhaka 1215, Bangladesh

Operating Hours:

Breakfast, Lunch and Dinner : Daily 6:00 am until late

Telephone:

(880) 2811 1005







Grandiose



অনেক সুন্দর এনভাইরনমেন্ট।গেলেই মনটা ফ্রেশ হয়ে যাবে।খাবারও আমার কাছে অনেক মজা লেগেছিল।দুপুরে ১৭০০ টাকা এবং রাতে ২১০০ টাকার মধ্যে খেতে পারবেন।



Address:

DHAKA REGENCY HOTEL & RESORT

AIRPORT ROAD, NIKUNJA 2

DHAKA 1229

PHONE: +88-02-8913912







The Westin Dhaka



ওয়েস্টিনের সিজনাল টেস্টের বুফে আমার কাছে সবথেকে ভালো লেগেছিলো। ওদের খাবার ভ্যারাইটি অনেক বেশি। পেট ভরে গেলে আফসোস করতে থাকবেন। সেজন্য স্যুপ আইটেমটি বাদ দিতে পারেন। খাবার কম কম নিয়ে চেখে দেখে পরে মজাদার আইটেম বেশি করে খেতে পারেন। এখানকার ডেজার্ট ঢাকার বেস্ট মনে হয়েছে। ডেজার্টের জন্য অর্ধেক পেট খালি রাখবেন কিন্তু। তবে সমস্যা হলো এখহানে খাবারের দাম অনেক বেশি। দুপুরে ২৮০০ এবং রাতে ৩৪০০ টাকা পকেটে নিয়ে ঢুকবেন। মজার ব্যাপার হলো লবিতে স্ন্যাকসের পাশাপাশি নানা স্বাদের ওয়াইন পাওয়া যায়। তবে পার পেগ ১০০০ টাকার নিচে নেই কিন্তু!



Address:

Main Gulshan Avenue,Plot-01, Road 45, Gulshan-2,Dhaka

Phone: (880)(2) 9891988







Atrium Restaurant



An elegant dining experience!



ওয়াটার গার্ডেন রেস্টুরেন্ট।অনেক সুন্দর ইন্টেরিওর।গিয়ে ছবি না তুললে মিস।খাবার দাম হাতের নাগালের মধ্যেই।৭০০ টাকার মধ্যেই লাঞ্চ করতে পারবেন। সম্প্রতি ডিনারে বুফে হচ্ছে না জানতে পেরেছি।



Address:

50 & 52 Progoti Sharani,

Block J, Baridhara,

Dhaka - 1212.

Opening Hours: 12.30 p.m. - 11.00 p.m.

Tel: 8810692, 01712444422







Radisson Blu Water Garden Hotel



র‌্যাডিসনের ব্রাজেরিতে পেটপুরে খেতে পারবেন দুপুর কিংবা রাতে। খাবারের মান খুবই ভালো, আইটেমও মজাদার। দাম ওয়াস্টিনের থেকে কম। দুপুরে ২০০০ এবং রাতে ২৪০০ টাকার মাঝে একজনের হয়ে যাবে।



Address:

Airport Road

Dhaka Cantonment

Dhaka, Bangladesh.

Tel: (88-02) 875-4555







Maxi-Ind Restaurent



ধানমন্ডিতে এই বুফে ভালোই বলা চলে। কড়াই গোস্তের বুফে কোন জাতেই পড়ে না। সে হিসেবে এখানে খেয়ে খারাপ লাগবে না। দাম খুবই কম সে হিসেবে। দুপুরে ৬০০ এবং রাতে ৮০০ টাকার মাঝেই পেটপুরে খেতে পারবেন।



Address:

Road#27,concord Tower,Dhanmondhi,Dhaka, Bangladesh

Tel: 017337404480



বি: দ্র: এছাড়া আরও অনেক রেস্টুরেন্ট আছে এবং নতুন নতুন আরও হচ্ছে।চাইলে সেগুলোতেও ট্রাই করতে পারেন।আমি দাম কিছু বাড়িয়ে লিখেছি।কারণ ড্রিংকস বেশি খেলে দামও বেড়ে যায়। তাছাড়া অনেক সময়ই পকেটে টান পড়েছিল। আরও ভালো কিছু বুফে রেস্টুরেন্টের সম্পর্কে জানতে এখানে ক্লিক করতে পারেন।

মন্তব্য ৭৮ টি রেটিং +৪৩/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১২ বিকাল ৪:৩৬

লিন্‌কিন পার্ক বলেছেন:
ভোজনরসিক !! ;)

০৪ ঠা অক্টোবর, ২০১২ বিকাল ৪:৩৯

ইশতিয়াক চয়ন বলেছেন: এটা অনেক আগের পোস্ট, এডিট করে নতুন কিছু এড করে দিলাম :)

২| ০৪ ঠা অক্টোবর, ২০১২ বিকাল ৪:৪০

শিশির সিন্ধু বলেছেন: সোজা প্রিয়তে

০৪ ঠা অক্টোবর, ২০১২ বিকাল ৪:৪৩

ইশতিয়াক চয়ন বলেছেন: বস আপনার খাওয়া দাওয়া কেমন চলে ;)

অনেক অনেক ধন্যবাদ :)

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১২ বিকাল ৪:৪০

িফেরাজ আহেমদ ভুইয়া বলেছেন: ওয়াও! আপনি কি সবগুলাতে খাইচেন না খালি পিকচার মাইরা দিচেন?

০৪ ঠা অক্টোবর, ২০১২ বিকাল ৪:৪২

ইশতিয়াক চয়ন বলেছেন: এইখানে যা আছে সবগুলাতেই খাইছি, আর কয়েকটাতে রেগুলারই খাওয়া হয় :)

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১২ বিকাল ৪:৫৫

জাতির নানা বলেছেন: সোকেইসে হান্দাইয়া রাখলাম :-B :-B :-B

০৪ ঠা অক্টোবর, ২০১২ বিকাল ৫:০৭

ইশতিয়াক চয়ন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নানা :):)

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১২ বিকাল ৫:১৯

লিন্‌কিন পার্ক বলেছেন:

হম পোস্ট পড়ে মনে হইল এইটা আগেও পড়ছি !!

০৪ ঠা অক্টোবর, ২০১২ বিকাল ৫:৪০

ইশতিয়াক চয়ন বলেছেন: হুম, আমার ১ম দিকের একটি পোস্ট ছিলো যেটা প্রায় ১০০০ ব্লগারের প্রিয়তে ছিলো :(

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১২ বিকাল ৫:১৯

কালা মনের ধলা মানুষ বলেছেন: চয়ন দ্যা গ্রেট ইজ ব্যাক উইথ বুম !!!

প্রিয় তে।

০৪ ঠা অক্টোবর, ২০১২ বিকাল ৫:৪৪

ইশতিয়াক চয়ন বলেছেন: হুম, কিন্তু আমি অভিশপ্ত একজন। মন্তব্য করতে পারি না, নিজের ব্লগে করলেও সেটা সাম্প্রতিক মন্তব্যে যায় না। পাপটা কি করেছিলাম সেটাই এন্টেনায় ধরা দেয় না :(

অনেক ধন্যবাদ ভাই

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:১৪

তন্ময় ফেরদৌস বলেছেন: ঝাকাস পোস্ট।

ওয়েলকাম ব্যাক বন্ধু।

০৪ ঠা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৩৪

ইশতিয়াক চয়ন বলেছেন: থ্যাংকস দোস্ত, প্রিয় সবাইকে ছেড়ে যাবার কোথাও নেই।

শুভকামনা নিস :)

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৪১

শামিল কায়সার বলেছেন: সিরাম পুস্ট ডাক্তার।
নগদে পিলাস।

০৪ ঠা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৪৮

ইশতিয়াক চয়ন বলেছেন: অনেক ধন্যবাদ শামিল ব্রো :)

৯| ০৪ ঠা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৪২

আশিকুর রহমান অমিত বলেছেন: ওরে ভাই কি পোষ্ট দিলেন, নেক্সট টাইম পকেটে টাকা থাকার সাপেক্ষে ঢাকা গেলে নিশ্চিত আপনার এই পোষ্টের ঠিকানা গুলাব টুকে নিয়ে যাবো :D :D

০৪ ঠা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৪৬

ইশতিয়াক চয়ন বলেছেন: অবশ্যই অমিত ভাই, আপনার জন্য অগ্রিম শুভকামনা রইলো :)

১০| ০৪ ঠা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৫২

রোমান সৈনিক বলেছেন: ওয়াইন পাওয়া যায়। তবে পার পেগ ১০০০ টাকার নিচে নেই কিন্তু!

কয় কি?

যাক ভালোই হলো কাজে লাগবে দেশে গেলে ;)

০৪ ঠা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৪৭

ইশতিয়াক চয়ন বলেছেন: স্টার হোটেলগুলোতে মোটামুটি এলকোহল এভেইলএবল কিন্তু ওয়স্টিনে দামটা তুলনামূলকভাবে বেশিই :)

১১| ০৪ ঠা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:০৬

অপূর্ণ রায়হান বলেছেন: রেস্টুরেন্ট লইয়া আমি একখান পোস্ট দিমু কইরা মনে মনে পজিশন লইছিলাম ! আপ্নে দিয়া দিলেন X( X( X( X( :((



পোষ্টে +++ আর হলুদ তারা ।

আগের নিকটা রিমুভ কইরা দিসেন ? :| :| :|


ভালো থাকবেন :)

০৪ ঠা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৫০

ইশতিয়াক চয়ন বলেছেন: আপনিও লিখেন ভাই, এই পোস্ট টি আমার সবথেকে পঠিত এবং প্রিয়তে নেয়া একটি পোস্ট ছিলো। আগের নিক ব্যান করা হয়েছে তাই ভাবছি এই নিকে পোস্টগুলো আবার এডিট করে ফিরিয়ে আনবো। অবশ্য এই নিকও মন্তব্য করা যায় না। শুভকামনা রইলো আপনার জন্য :)

১২| ০৪ ঠা অক্টোবর, ২০১২ রাত ৯:০৩

কালীদাস বলেছেন: চোরাই পোস্ট লেইখা রিপোর্ট করতে নিছিলাম, পরে ভাল কইরা চাইয়া দেখি আমাগর ডাকতড় সাব :)

কাহিনী কি? আগের নিক ফকফকা কেন? এইটা খুলছেন কেন? নতুন সিন্ডিকেট বানাইতাছেন নাকি? ;)

০৪ ঠা অক্টোবর, ২০১২ রাত ১০:৩২

ইশতিয়াক চয়ন বলেছেন: মেসেঞ্জারে আসেন

১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১২ রাত ৯:১৮

কালীদাস বলেছেন: আমি আছি এজইউজাল/দৌড়ের উপ্রে :( মাঝে ইয়াহুতে নক কর্ছিলাম আপনেরে গত মাসে মনে হয়:|

এই নিক কি জেনারেল হইছে? আগেরটা কি ব্যান খাইছেন্নাকি? সুলেমানি ব্যান করলে, মডুরা নর্মালি অন্তত মাসদুয়েক ব্লগাররে ব্লগে দেখতে চায় না, এরপর নতুন নিক খুলে দেয় (আগের দেখায় তাই মনে হৈছে)। মেইল দিছেন?

১৬ ই অক্টোবর, ২০১২ রাত ১০:১৩

ইশতিয়াক চয়ন বলেছেন: আমার নাম শুনলেই সুলেমানি দেয়া হয়। কিছুই বলার নাই :)

১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১২ রাত ৯:২১

নোবিতা রিফু বলেছেন: একদম উচিত সময়ে পোস্টটা চোখে পড়ছে ভাই। বাচাইলেন... :)

১৬ ই অক্টোবর, ২০১২ রাত ১০:১৪

ইশতিয়াক চয়ন বলেছেন: ধন্যবাদ ভাই :)

১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১২ রাত ৯:৪৩

মাক্স বলেছেন: অনেকদিন পরে লিখলেন। কেমন আছেন?
অফ টপিকঃ পোস্টে প্লাসB-)B-)B-)

১৬ ই অক্টোবর, ২০১২ রাত ১০:১৫

ইশতিয়াক চয়ন বলেছেন: ভালো নেই। আপনি ভালো আছেন আশা করি :)

ধন্যবাদ!

১৬| ০৪ ঠা অক্টোবর, ২০১২ রাত ১১:৫২

সিলেটি জামান বলেছেন: কি দেখাইলেন চয়ন ভাই :| :| খাইতে মুন্চায় কিন্তু পকেটে টাকা নাই :(( :((

১৬ ই অক্টোবর, ২০১২ রাত ১০:১৬

ইশতিয়াক চয়ন বলেছেন: হা হা, মিয়া টাকা জমান ;)

১৭| ০৫ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৩৪

নক্ষত্রচারী বলেছেন: দেখলাম আর ঢোক গিললাম ।

এছাড়া আর উপায় কি বলুন?

পোষ্টে প্লাস ।

১৬ ই অক্টোবর, ২০১২ রাত ১০:১৭

ইশতিয়াক চয়ন বলেছেন: উপায় আছে, টাকা জমিয়ে চলে যান :!>

১৮| ০৬ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:৫৩

হাসান মাহবুব বলেছেন: Welcome back!

১৬ ই অক্টোবর, ২০১২ রাত ১০:১৮

ইশতিয়াক চয়ন বলেছেন: ধন্যবাদ হামা ভাই

১৯| ০৬ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:৪৪

যাযাবর৮১ বলেছেন: খাওন দায়োন ভালা পাইগো :-B ..........পোস্টে *+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+


সোজা প্রিয়তে.. B-)

পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।:)



ফটু তুলছে গো যাযু কবি B-)
কবিতার সাথে দিছি ছবি :-B
পাবেন যে আপনি টেস্টু :D
না আসলে পাবো যে কেস্টু /:)



০৩ রা নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫২

ইশতিয়াক চয়ন বলেছেন: শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।

২০| ০৬ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:৪৪

যাযাবর৮১ বলেছেন:


ফটু তুলছে গো যাযু কবি B-)
কবিতার সাথে দিছি ছবি :-B
পাবেন যে আপনি টেস্টু :D
না আসলে পাবো যে কেস্টু /:)

০৩ রা নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫২

ইশতিয়াক চয়ন বলেছেন: শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।

২১| ০৬ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:৪৪

যাযাবর৮১ বলেছেন:

ফটু তুলছে গো যাযু কবি B-)
কবিতার সাথে দিছি ছবি :-B
পাবেন যে আপনি টেস্টু :D
না আসলে পাবো যে কেস্টু /:)

০৩ রা নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫৩

ইশতিয়াক চয়ন বলেছেন: শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।

২২| ০৬ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:০৫

এসএসনাসরীন বলেছেন: অনেক দরকারি পোস্ট

০৩ রা নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫৩

ইশতিয়াক চয়ন বলেছেন: অনেক ধন্যবাদ

২৩| ০৬ ই অক্টোবর, ২০১২ রাত ৮:১৮

চিরতার রস বলেছেন: কামের পোস্ট। টেরাই মারতে হইবে।

০৩ রা নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫৩

ইশতিয়াক চয়ন বলেছেন: ধন্যবাদ ট্রাই মারতে পারেন :)

২৪| ০৬ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৫৬

নীরব দর্শক বলেছেন: বুফে আমার জন্য লস। এমনেই কম খাই তারপরে শারীরিক সমস্যার কারনে ডাক্তার বেশির ভাগ খাবার রেস্ট্রিকশন করে রাখছে। :(

০৩ রা নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫৪

ইশতিয়াক চয়ন বলেছেন: আহারে, আপনার জন্য শুভকামনাই রইলো ভাই :(

২৫| ০৭ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৫২

ধূসরধ্রুব বলেছেন: এক জিনিস কয়বার দেন :| :| ভাবছিলাম নতুন পোস্ট

০৩ রা নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫৫

ইশতিয়াক চয়ন বলেছেন: কয়বার দেয়নি কিংবা রিপোস্টও করিনি, পোস্ট নতুন এডিট করে দিয়েছি।

শুভকামনা :)

২৬| ০৮ ই অক্টোবর, ২০১২ রাত ৯:১৫

আরজু পনি বলেছেন:

প্রথম দিনই ভালো লাগা দিতে গিয়ে ভেজালে পড়ে আর মন্তব্যই করা হয় নি! :|

ভালো হলো পোস্টটা দিয়ে। পুরনো পোস্ট হলেও এর কদর কমবে না কখনোই।

০৩ রা নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫৫

ইশতিয়াক চয়ন বলেছেন: অসংখ্য ধন্যবাদ পনিপু :)

২৭| ০৯ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:৩৭

জেরী বলেছেন: পোস্ট +++........খানাপিনার পোস্ট বরাবরই লাইক করি :)

০৩ রা নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫৬

ইশতিয়াক চয়ন বলেছেন: অনেক ধন্যবাদ আপু :)

২৮| ১০ ই অক্টোবর, ২০১২ সকাল ৭:৩১

ভয়ংকর বোকা বলেছেন: কাজের পোস্ট। +

০৩ রা নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫৭

ইশতিয়াক চয়ন বলেছেন: ধন্যবাদ

২৯| ১৬ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:০৫

নীলপথিক বলেছেন: সুন্দর পোস্ট। কাজের পোস্ট।
ভালো লাগলো।

০৩ রা নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫৭

ইশতিয়াক চয়ন বলেছেন: ধন্যবাদ :)

৩০| ১৯ শে অক্টোবর, ২০১২ রাত ১:০৬

সমস্যাটা কী? বলেছেন: জাতির নানা বলেছেন: সোকেইসে হান্দাইয়া রাখলাম
আমিও রাখলাম সযতনে !!!

০৩ রা নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫৭

ইশতিয়াক চয়ন বলেছেন: ধন্যবাদ :)

৩১| ২৩ শে অক্টোবর, ২০১২ রাত ১১:০০

নিশি কথক বলেছেন: আফনের তো অনেক টাহা!!!! আমার টেহা অইলে আমিও কাইবাম

০৩ রা নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫৮

ইশতিয়াক চয়ন বলেছেন: টাকা নাই ভাই, বেশিরভাগই মাগনা খাওয়া :!>

৩২| ২৭ শে অক্টোবর, ২০১২ রাত ৮:৫০

ৈহমনতী বলেছেন: খানাপিনা :#) :#)

০৩ রা নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫৮

ইশতিয়াক চয়ন বলেছেন: :)

৩৩| ০৪ ঠা নভেম্বর, ২০১২ রাত ১০:৪৪

তাসজিদ বলেছেন: টপ কাপিতে খেয়েছি। তবে ফ্লাম্বি তে খাইনি। একদিন যেতে হবে

পোস্টে+++++++++++++++++++++++

২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:১৯

ইশতিয়াক চয়ন বলেছেন: ধন্যবাদ

৩৪| ১৭ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৩৫

শেখ আমিনুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ :)

২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:২০

ইশতিয়াক চয়ন বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৩৫| ১৯ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৪

মন যন্ত্র বলেছেন: বস ইজ ব্যাক ইন ব্ল্যাক,ওয়েলকাম ব্যাক চয়ন ভাই। :)

বাই দ্যা ওয়ে,আমি থাকি ঢাকার আরেক মাথায়(গেন্ডারিয়া),গুলশান বারিধারায় ডিনার করতে গেলে রাত কাবার হয়ে যাবে,কেউ যদি মাঝামাঝি যায়গায়,যেমন ধানমন্ডিতে বুফের খোজ দিতে পারতেন তাইলে সিরাম হইতো।

আর মেক্সি-ইন্ড আর সান্তুর এর মধ্যে কোনটা ভাল হবে কেউ বলতে পারেন?

২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:২২

ইশতিয়াক চয়ন বলেছেন: ধানমন্ডিতে বুফে আছে মেক্সিন্ডে, ওটা পারসোনার অপজিটে দোতলায়, দাম রাতে ৫৫০++ দিনে ৪০০++, খাবার ভালো। আরেকটা আছে কড়াই-গোস্ত- আমি এটা রিকমেন্ড করবো না, খাবার ভালো না। আরেকটা আছে লাঞ্চন-সানরাইজ প্লাজাতে-এটাও বেশি ভালো না। সান্তুর এর খাবারের সাথে মেক্সিন্ডের কম্পেয়ার হবে না কারণ ভিন্নতা। তবে দুটোই ভালো :)

শুভকামনা রইলো!!

৩৬| ৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১:৩৪

মনের গহীনে... বলেছেন: প্রিয়তে নিলাম।।
:)

২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:২৩

ইশতিয়াক চয়ন বলেছেন: ধন্যবাদ

৩৭| ১১ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৪১

সালমাহ্যাপী বলেছেন: বাহ বাহ বাহ অনেক কাজের পোস্ট।

প্রিয়তে রাখলাম :)

২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:২৩

ইশতিয়াক চয়ন বলেছেন: ধন্যবাদ :)

৩৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩১

অনিরূদ্ধ বলেছেন: চয়ন ভাই, কোম্পানী থেকে একটা ইভেন্ট অর্গানাইজ করছিলাম তো, বিজয়ী দলের ২০ জনকে ভালো একটা রেস্টুরেন্টে বুফে কুপন দেয়ার প্ল্যান, এজন্যেই লিংক টা চেয়েছিলাম। অনেক উপকার হলো ভাই :) ধন্যবাদ

৩৯| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৫

ফজলুল করিম বলেছেন:
উত্তরায় কি আছে? তারাতারি জানান দেন/

এক ভারতীয় দোস্তরে খাওয়াতে হবে।

৪০| ২৯ শে জুন, ২০১৪ সকাল ১১:৫৭

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: রিভিউ ভাল্লাগছে!
দেরীতে হইলেও সিন্ধুকে হালনাগাদ করিলাম ;) ;)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৬

ইশতিয়াক চয়ন বলেছেন: :(

৪১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬

আরজু পনি বলেছেন:
চয়ন !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.