নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন দলিল বা রেফারেন্স চাইতে শিখি

ইসলামের আলো বিডি

আগ্রহঃ বিজ্ঞান, ধর্ম, দর্শন

ইসলামের আলো বিডি › বিস্তারিত পোস্টঃ

পর্দার আয়াত নাজিলের পর মহিলা সাহাবীদের পর্দা কেমন ছিল?

১০ ই জুলাই, ২০২০ রাত ৯:২৯


আলোচনাঃ পর্দার আয়াত নাজিলের পর মহিলা সাহাবীদের পর্দা কেমন ছিল? এ থেকে এটাও বুঝা যায় যে জিলবাব কেমন পোশাক। জিলবাব কেমন পোশাক তা হাদিস থেকে শিক্ষা গ্রহন করাই কি ভালো না? এত অকাট্য হাদিস থাকার পরও যদি আপনি না মানেন তাহলে আপনি হাদিস অস্বীকার করলেন।
========================
প্রথমে একটি হাদিস পড়ুনঃ
উম্মে আতিয়্যাহ (রাঃ) হতে বর্ণিত, নাবি (সঃ) মহিলাদেরকে নির্দেশ দিয়েছেন যে, তারা যেন ঈদের সালাতে বের হয়, উম্মে আতিয়্যাহ (রাঃ) বলেনঃ আমাদের কারো কারো জিলবাব নেই। নাবি (সঃ) বললেনঃ তার বোন তাকে জিলবাব পড়াবে।
-সহিহ মুসলিম :: খন্ড ২ :: হাদিস ১৯২৯
(ইসলামিক ফাউন্ডেশন)
===========================
লক্ষণীয়ঃ
১। মহিলাদের ঈদের সলাতে যাওয়ার নির্দেশ দিচ্ছেন রাসুলুল্লাহ(সঃ)
২। এর আগে মহিলারা এমন নির্দেশ পান নাই যার কারনে তারা জানতে চাইল তারা কিভাবে ঈদের সলাতে যাবে? তাদের অনেকের জিলবাব নেই।
৩। তারা জিলবাব ফরজ তা জানে অর্থাৎ ঈদের সলাতে যাওয়ার নির্দেশের এই হাদিস পর্দার আয়াত নাজিলের পরের ঘটনা। তারা জিলবাব ফরজ এই আয়াত অলরেডি পেয়ে গেছে।
======================
এবার আরেকটি হাদিস পড়ুনঃ
এতে বুঝবেন মহিলা সাহাবীদের জিলবাব বা পর্দা কেমন ছিল। তারা কেমন জিলবাব পড়ে ঈদের সালাতে যেত দেখুন।
------
জাবির বিন আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ঈদের দিবসে রাসুলুল্লাহ (সঃ)-এর সাথে সালাতে উপস্থিত ছিলাম। তিনি খুৎবার পূর্বে আযান, ইকামত ব্যতীত সালাত আদায় করলেন।। অতপর বিলালের উপর ভর করে দাড়ালেন,লোকদেরকে আল্লাহর ভীতি,তার আনুগত্যের উৎসাহ ও উপদেশ নসীহত করলেন,অতপর মহিলাদের নিকটে নিকট এসে ওয়াজ নসিহত করে বললেনঃ তোমরা সাদাকাহ করো কেননা তোমাদের অধিকাংশই জাহান্নামের জালানি হবে। একজন মহিলা নারীদের মাঝে বলছিল।তার দু’গাল লালচে কালো দাগ মিশ্রিত ছিল। সে বললঃ কেন হে রাসুলুল্লাহ; রাসুল (সঃ) বললেনঃ তোমরা অধিক অনুযোগ কর ও স্বামীর অবাধ্য হয়ে থাকো।রাবী বলেনঃ ফলে মহিলাগন তাদের অলংকার হতে দান করতে লাগল।তারা বিলালের চাদরে কানের দুল ও আংটি ফেলতে লাগল।
-সহিহ মুসলিম :: খন্ড ২ :: হাদিস ১৯২১
(ইসলামিক ফাউন্ডেশন)
======================
১। তার দু’গাল লালচে কালো দাগ মিশ্রিত ছিল এই কথার দ্বারা এটাই প্রমাণিত হয় যে তারা মুখ খোলা রেখেই জিলবাব পরত। অর্থাৎ মহিলা সাহাবিরা মুখ খোলা রেখেই পর্দা করত।
২। মহিলা সাহাবী মুখ খোলা রেখে জিলবাব পরেছেন বা পর্দা করেছেন। এ থেকে এটা প্রমান হয় যে মুখ সতরের অংশ নয়। মুখ খোলা একেবারেই বৈধ।
৩। রাসুলুল্লাহ (সঃ) সামনে থেকেও এটা বারন করেন নাই। মহিলা সাহাবীর সাথে কথা বলেছেন অথচ মুখ ঢাকতে বলেন নাই। এটা রাসুলের সম্মতি বিধায় মুখ খোলা রাখা নারীর জন্য ১০০% হালাল পরিপূর্ণ পর্দা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.