![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে কিছু একটা করে খেতে হবে, এমন চিন্তাভাবনা নিম্নবিত্ত ঘরের ছেলেদের বেশ আগেই করে নিতে হয় । কিশোর বয়স থেকে তাই যখন যে কাজ করে পয়সাকড়ি পাওয়া গেছে সেই কাজই আমিন করেছে । হোটেলের বেয়ারাগিরি থেকে শুরু করে সিটি কর্পোরেশনের ক্লিনার হিসেবেও কাজ সে করেছে । এমনি চলছিল, কিন্তু একদিন একটু অন্যরকম ঘটা আরম্ভ করল ।
সেবার আমিন একটি মাঝারি মানের হোটেলের বেয়ারার কাজ করছিল । একদিন সে হোটেলে স্থানীয় এক প্রভাবশালী যুবনেতার আগমন ঘটল । ফুটফরমাস খাটার কাজে আমিনের চটপটে ভাব দেখে নেতা খুশি হলেন ।
“নাম কি?”
“আমিন । ”
“শুধু আমিন? পুরা নাম বল!”
“মোহাম্মদ আল-আমিন ।”
বাহ! ভাল নাম । তা ওয়েটারি করে দিন কেমন চলে?
কোনমতে চলে যায় ভাইজান ।
“বাড়তি কামাইয়ের ইচ্ছা আছে?”
“আছে ।” আস্তে করে বলল আমিন ।
“আচ্ছা এই নাম্বারটা রাখ । আগামী সোমবার ফোন দিয়া আমায়র সাথে দেখা করবি । আর সবাই আমাকে বড়ভাই ডাকে, তুইও তাই ডাকিস । ”
যথাসময়ে ফোন দিয়ে বড়ভাইয়ের সাথে দেখা করতে গেল আমিন । বড়ভাই তার হাতে বেশ কিছু টাকা দিয়ে একটা জায়গায় পাঠালেন । সেখান থকে একটা বক্স তাকে দেয়া হল । নির্দেশমত প্যাকেট নিয়ে বড়ভাইয়ের কাছে পৌঁছে দেয়ার পর তাকে কটা কড়কড়ে বড় নোট দেয়া হল-
“এই নে! পাঁচশ টাকা । বৃহস্পতিবার দিন আবার দেখা করবি । ”
আমিনের বেশ আনন্দ হচ্ছে । সামান্য আসা যাওয়া করে মাসে কয়েক হাজার টাকা আমদানি তো মন্দ না । নতুন কাজটা বেশ মনে ধরল আমিনের । এভাবে তিনদিন পরপর গিয়ে ভালই আয় হতে লাগল আমিনের । খাইখরচার পরও কিছু টাকা বেঁচে যেতে লাগল তার ।
এভাবে টানা কয়েকমাস যাওয়ার পর কেমন যেন খটকামত লাগল আমিনের । ইদানীং ডেলিভারি নিতে যাবার সময় পরিচিত অপরিচিত অনেক লোক তাকে কেমন যেন একটা বাড়তি সমীহ দেখায় । একবার তো প্যাকেট সমেত এক দশাসই চেহারার পুলিশের কাছে ধরা পড়েছিল । দু-চারটা প্রশ্ন করতেই নেতার নাম চলে আসায় আমিন নিশ্চিত হাজতবাস থেকে রক্ষা পেল ।
আমিন বোকা নয়, এতদিনে সে বুঝে গেছে তার সাধের সাইড ইনকামের কাজটা আর যাই হোক, সাধুলোকের নয় । নিজের পেট চালানোর ধান্দায় নেশাখোরের পাল্লায় পড়ে গেছে সে । নিজেকে অনেক বুঝিয়েছে আমিন, কিন্তু শক্তভাবে কাজটা ছেড়ে দেবার সিদ্ধান্তটা নিতে পারছে না সে । ভাবল, কিছু জিনিস এদিক ওদিক করে একটু কামিয়ে নিলে ক্ষতি কি, আমি তো আর করছি না । এমন করেই কাটতে লাগল আমিনের দিন ।
একদিন রাতে বস্তিতে শুয়ে আমিন আকাশ পাতাল ভাবছে । সেদিন কেন জানি তার মৃত বাবার কথা মনে পড়ছে । আচমকা ছোটবেলায় বাবার বলা কিছু কথা মনে পড়ল তার ।
“তোর নাম কি ক দেহি।?”
“মোঃ আল আমিন ।”
“এই নাম অনেক ইজ্জতদার নাম । বুঝছস? জীবনে এমন কিছু করবি না যাতে এই নামের অপমান হয় । বুঝছস আমার কথা?”
“জ্বী, আব্বা ।“
এ কথা মনে হতেই চোখে পানি চলে এল আমিনের । যা হয় হোক, সে এই কাজ থেকে সে ফিরে আসবেই । হোটেলের চাকরিটাও ছেড়ে দিবে ভাবল । হয়ত এই ঝুপড়ি ঘরটাও যাবে, রাস্তায় রাস্তায় হয়ত কাটাতে হবে রাত । ভাবল সে, কিন্তু সে সিদ্ধান্ত পালটাবে না ।
দুমাস পরের কথা । একটি এটিএম বুথে সিকিউরিটি গার্ডের চাকরি পেয়েছে আমিন । যা কামাই হয় তা আগের প্রায় অর্ধেক, তার ওপর মায়ের কাছে টাকা পাঠিয়ে হাতে যা থাকে তা দিয়ে কোনমতে খাওয়ার খরচ হয়, বাকি যা থাকে তা দিয়ে রেললাইনের ধারের ঝুপড়িতেও থাক যাবে না । ডিউটি শেষে এখন আমিন হয় রাস্তায়, নাহলে পার্কের বেঞ্চে ঘুমিয়ে যায় । শীতের জন্য অনেক কষ্ট করে টাকা জমিয়ে একটা কমদামী ব্লেজার কিনেছে আমিন । নাইট ডিউটি না থাকলে রংচটা ব্লেজার পরিহিত আমিন রাস্তার পাশেই ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়তে সে যে তৃপ্তি পায় তার মূল্য টাকাতে হয় না । (বিশেষ কৃতজ্ঞতাঃ ব্লগার জাহাজী পোলা ভাই )
২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৪
আহমাদ জাদীদ বলেছেন: ধন্যবাদ
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক দিন পর আপনাকে ব্লগে পেলাম। আশা করি ভালো আছেন।
লেখাটা ভালো লেগেছে।
২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০২
আহমাদ জাদীদ বলেছেন: ভালোই আছি আলহামদুলিল্লাহ
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২২
মামুন রশিদ বলেছেন: তবু এটা সম্মানের জীবন, আনন্দের জীবন ।
২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৩
আহমাদ জাদীদ বলেছেন: ঠিক তাই।
৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৫
তানজীব তন্ময় বলেছেন: আমাদের সমাজে কত আল আমিন এভাবে অন্ধকার জগতে হারিয়ে যায় । ফিরে আসতে পারে না । আর এভাবে ধীরে ধীরে তৈরি হয় সন্ত্রাসী , গডফাদার ।
দারুন একটা লেখা । ভাল লগলো । শুভেচ্ছা রইলো ।
২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৬
আহমাদ জাদীদ বলেছেন: অনেক ধন্যবাদ । ভালো থাকুন ।
৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৮
সুমন কর বলেছেন: (বিশেষ কৃতজ্ঞতাঃ ব্লগার জাহাজী পোলা ভাই) কেন?
এসব অাল অামিনদের জন্য শুভেচ্ছা রইলো ।
২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৯
আহমাদ জাদীদ বলেছেন: ওনার কাছে এরকম একজনের কথা জেনে তার ওপর ভিত্তি করে গল্পটা লেখা , তাই ।
৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৪
ভারসাম্য বলেছেন: অনেক দিন পর!
ডাক্তারী পড়া শ্যাষ, নাকি ডাক্তার হইবার আগেই ব্লগার ফিরিয়া আসিল?
শুভ পুনরাগমন!
২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১২
আহমাদ জাদীদ বলেছেন: ডাক্তার হওয়ার আগেই আসলাম । ম্যারাথন পরীক্ষার মাঝে পার হইছিল অনেক দিন
৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৬
আরমিন বলেছেন: বাহ! ভাল লাগলো!
২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪
আহমাদ জাদীদ বলেছেন: অনেক ধন্যবাদ ।
৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৮
মহাকাল333 বলেছেন: ভ।ল লাগলো
৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৩
আহমাদ জাদীদ বলেছেন: ধন্যবাদ ।
৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫২
হাসান মাহবুব বলেছেন: অনেকদিন পর ফিরলেন। নিয়মিত হন ব্লগে। শুভেচ্ছা।
৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৪
আহমাদ জাদীদ বলেছেন: চেষ্টা থাকবে । দেখা যাক ।
১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪২
বর্ণহীণ বলেছেন: লেখাটা পড়ে মন খারাপ হয়ে গেল।
ভালো মনের মানুষেরা ভালো থাকুক।
০৩ রা জুলাই, ২০১৫ সকাল ১১:৫৮
আহমাদ জাদীদ বলেছেন:
১১| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:০০
আরজু পনি বলেছেন:
জাদীদ, লেখাটা পড়ে আর মন্তব্য করা হয়নি, আজ তাই আবার পড়তে হলো...।
কবে জবাব দিবেন জানিনা।
আপনাকে আর পটলকে একই দিনে দেখে ভালো লাগছে...আশা করি এবার নিয়মিত হবেন ।
০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৭
আহমাদ জাদীদ বলেছেন: লেখালেখির অভ্যাসটা নেই অনেকদিন, লেখব লেখব করেও কিছুতেই আর লেখা হয়ে ওঠে না । নিয়মিত হবার চেষ্টা থাকবে । ভালো থাকুন ।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
খেলাঘর বলেছেন:
কোন রকম