নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এম ই জাভেদ

প্রত্যেক মানুষই প্রতিভা নিয়ে জন্মায়, কিন্তু অধিকাংশ মানুষ তা ধরে রাখতে পারেনা

এম ই জাভেদ

গুণীজনেরা বলেন, ব্লগ লেখা মানে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। আমার অনেক মোষ তাড়ানোর ইচ্ছা আছে। সমাজের অসঙ্গতি দেখলে মনটা বিদ্রোহ করতে চায়। উপায় না দেখে তখন মোষ তাড়ানোর চেষ্টা করি। দেখা যাক কতদূর কি করা যায়। কারন , ব্যস্ততা আমাকে দেয়না অবসর। ব্যস্ততার ফাঁকে চেষ্টা থাকবে ব্লগে সচল থাকার।

এম ই জাভেদ › বিস্তারিত পোস্টঃ

পিসি ব্যবহারের সময় নিজের চোখের যত্ন নিন; যারা একটানা দীর্ঘ সময় ধরে ল্যাপটপ বা পিসি স্ক্রিনে তাকিয়ে থাকেন তাদের জন্য অতি গুরুত্ব পূর্ণ ২০-২০-২০ টিপস:D

০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৮





চোখ আমাদের কত গুরুত্ব পূর্ণ আর অমূল্য সম্পদ তা আর বলার অপেক্ষা রাখেনা। চোখ দিয়ে বিশ্ব জগত তথা প্রকৃতির অপার সৌন্দর্য অবলোকন কিংবা প্রিয়জনের মুখ পানে চেয়ে দেখার অনুভূতির সাথে আর অন্য কিছুর তুলনা চলেনা। এক সেকেন্ডের জন্য চক্ষু বিহীন পৃথিবীর কথা কল্পনা করুন, তীব্র আতংকে আঁতকে উঠবেন আপনি। তাই আসুন, চোখের অবহেলা না করে সময় থাকতে জেনে নিন কিভাবে দীর্ঘ সময় পিসি ব্যবহার জনিত ক্ষয় ক্ষতির হাত থেকে আপনার এ মহা মূল্যবান অঙ্গটিকে রক্ষা করবেন।



২০-২০-২০ নামের এ পদ্বতিটি চোখ ব্যতিত অন্যান্য শারীরিক অসুস্থতা থেকেও আপনাকে নিরাপদে রাখবে। এর ধাপ হচ্ছে তিনটি।





প্রথম ধাপঃ



প্রতি বিশ মিনিট পিসির স্ক্রিনে তাকানোর পর ঘাড় ঘুরিয়ে ২০ ফুট দূরের যে কোন বস্তুর দিকে তাকিয়ে থাকুন কিছুক্ষণ। অবসন্ন চোখের ফোকাল লেংথ বাড়াতে এটা একটা অবশ্যকরনীয় টিপস।





দ্বিতীয় ধাপঃ



মাঝে মাঝে বিরতি দিয়ে ২০ বার চোখ টিপুন, এতে চোখ ফিরে পাবে তার স্বাভাবিক আদ্রর্তা। ( খবরদার, ভুলেও কোন নারী কিংবা পুরুষের দিকে তাকিয়ে অবশ্যই নয়, তাহলে ইভ কিংবা এডাম টিজিং এর মামলায় পড়ে যেতে পারেন ) ।:P





তৃতীয় ধাপঃ





এক টানা একই পজিশনে ডেস্কে বসে না থেকে ২০ মিনিট পর পর ২০ কদম হাঁটুন, বসার posture মাঝে মাঝে পরিবর্তন করুন। এতে সারা শরীরে সঠিক ভাবে রক্ত সঞ্চালিত হবে।





উপরে উল্লেখিত পদ্বতি নিয়মিত অনুশীলন করে আপনার চোখের পাশাপাশি নিজেকে ও সুস্থ রাখুন। যারা অনলাইনে বা ব্লগিংয়ে বেশি বেশি সময় ব্যয় করেন এ ব্যাপারে তাদের সচেতন হওয়া অতীব জরুরি। চোখ বুঝিলে দুনিয়া আঁধার। তাই আঁধার জীবন কিছুতেই কাম্য নয়। বিষয়টি সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবার জন্য থাকল শুভ কামনা। হ্যাপি ব্লগিং। :D

মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০২

১১স্টার বলেছেন: ভালো লাগলো। একজন চোখের ডাক্তার ও এই কথাগুলো আমাকে বলেছে।

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩

এম ই জাভেদ বলেছেন: অনেক সময় জানা থাকলেও আমরা চর্চা করতে ভুলে যাই। তাই জীবনের অমূল্য সম্পদ টি রক্ষায় আরও সচেতনতা থাকা দরকার। আমি নিজেও ল্যাপটপ নিয়ে বসলে ভুলে যাই স্থান , কাল , পাত্র । সবাইকে মনে করিয়ে দিতেই আমার এ ক্ষুদ্র প্রয়াস । ভাল থাকবেন

২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৮

আয়মানভষ্কি বলেছেন: thNx

০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২

এম ই জাভেদ বলেছেন: আপ্নাকেও ধনিয়া পাতা

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৩

স্বপ্ন চারিণী বলেছেন: আজ থেকেই প্রাক্টিস শুরু করলাম!

০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

এম ই জাভেদ বলেছেন: করেন , বেশি বেশি প্র্যাকটিস করেন। এ ভাইটাল অরগানের যত্ন না নিলে স্বপ্ন চারিণীর রঙিন স্বপন সাদা কালো হয়ে যেতে পারে। অত এব সময় থাকতে সাবধান হউন।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪

অপর্না হালদার বলেছেন: অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ন পোষ্ট দেবার জন্য । এখন থেকে আরও বেশি গুরুত্ব দিয়ে বিষয়টি অনুশিলন করবো ।

শুভ কামনা রইল ।

০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০

এম ই জাভেদ বলেছেন: আপনাদের কাজে লাগলেই আমার পোস্ট সার্থকতা খুঁজে পাবে।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০

সাহিদ০৬ বলেছেন: f.lux সফটওয়ার ব্যাবহার করতে পারেন ।

০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

এম ই জাভেদ বলেছেন: সফট ওয়্যার দিয়ে চোখের প্রতিরক্ষা ! কিভাবে ভাই ? বিস্তারিত বলেন।

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ধন্যবাদ।

০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

এম ই জাভেদ বলেছেন: আপ্নাকেও

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

লিন্‌কিন পার্ক বলেছেন:
আমারও মনে হয় চোখের সমস্যা হইসে :(( :((

০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

এম ই জাভেদ বলেছেন: কাইন্দেন না। ভাল ডাক্তার দেখান। আর চোখের যত্ন নেন।

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

অন্য আলোক বলেছেন: খুবি গুরুত্বপূর্ন একটি পোষ্ট। অনেক কিছু জানলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৫

এম ই জাভেদ বলেছেন: ভাল লেগেছে মশাই বিষয়টির তাৎপর্য অনুধাবন করতে পেরেছেন বলে। চর্চা জারি রাখতে হবে কিন্তু।

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

অন্য জগৎ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা ভালো পোষ্টের জন্য। :D

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭

এম ই জাভেদ বলেছেন: আপ্নাকেও শুভেচ্ছা।

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: 20-20-20 Thanks :)

++

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৯

এম ই জাভেদ বলেছেন: এখন তো ২০-২০ ক্রিকেটের যুগ। আমার ফর্মুলা তাই ট্রিপল টুয়েন্টির।

১১| ০৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:২১

েবনিটগ বলেছেন: =+

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১৩

এম ই জাভেদ বলেছেন: ধন্যবাদ নিন, দেরি করে হলেও পড়ার জন্য।

১২| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৩

রোকসানা লেইস বলেছেন: খুব জরুরী অথচ করা হয় না। :|

১৩| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৩

এম ই জাভেদ বলেছেন: আসলেই আমরা দৈনন্দিন জীবনে অনেক ক্ষুদ্র অথচ দরকারি বিষয় এড়িয়ে যাই। একটু সচেতন হলেই কিন্তু আমাদের জীবন হয়ে উঠ তে পারে অনেক সুন্দর , সুস্থ, মধুর আর নির্ঝঞ্ঝাট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.