![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুণীজনেরা বলেন, ব্লগ লেখা মানে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। আমার অনেক মোষ তাড়ানোর ইচ্ছা আছে। সমাজের অসঙ্গতি দেখলে মনটা বিদ্রোহ করতে চায়। উপায় না দেখে তখন মোষ তাড়ানোর চেষ্টা করি। দেখা যাক কতদূর কি করা যায়। কারন , ব্যস্ততা আমাকে দেয়না অবসর। ব্যস্ততার ফাঁকে চেষ্টা থাকবে ব্লগে সচল থাকার।
আফ্রিকা মহাদেশটায় রয়েছে অনেক বৈচিত্র্যের সমাহার। এ মহাদেশের সবুজ শ্যামলিমা আর কোলাহল মুক্ত জীবনের পাশাপাশি প্রান ভরে বিশুদ্ধ অক্সিজেন নিতে পারাটাই আমার কাছে বিরাট এক উপভোগ্য বিষয় মনে হয়। বেশ কিছুদিন ধরে আইভরিকোস্ট থাকার সুবাদে এ দেশের কিছু উল্লেখযোগ্য বৈচিত্র্যময় ফসল, ফল- ফলাদি, পাহাড়, লেক আর অরণ্য প্রকৃতির সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দেব।
(১) কাসাভাঃ
এটা এক ধরনের আলু বা টিউবার জাতীয় সব্জি। আইভরিকোস্ট বাসীর খাদ্য তালিকায় এ সব্জিটি গুরুত্ব পূর্ণ স্থান দখল করে আছে। মাটির নিচে গাছের মূল থেকেই উৎপাদিত হয় এর ফলন। তরকারি হিসাবে ব্যবহার ছাড়াও এর আরও বহুবিধ ব্যবহার রয়েছে।
যেমন এটিকে থেতলিয়ে পাউডার এবং মণ্ড তৈরি করে তা দিয়ে রুটি, সুজি, হালুয়া, এমন কি চিপস ও তৈরি করা যায়। তবে এতে বিসাক্ত সায়ানাইড থাকায় প্রসেসিং না করে র খেতে গেলে শরীর বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানকার লোকজন জানে কিভাবে কাসাভা কে বিষ মুক্ত করতে হয়। মনে ইচ্ছে জাগলেও আমি অবশ্য এটা চেখে দেখার সাহস করিনি।
কাসাভা গাছ
(২) ইয়ামঃ
এটা মিষ্টি আলু জাতীয় সবজি। লম্বায় এটি ৪.৯ ফুট, ওজন ৭০ কেজি এবং উচ্চতায় ৩-৬ ইঞ্চি পর্যন্ত হতে পারে। ইহা নাইজেরিয়ার Lgbo গোত্রের লোকদের প্রধান খাদ্য। তারা একে বলে Ji। প্রতি বছর তারা ইয়াম ফেস্টিভ্যাল পালন করে থাকে যার নাম – Iri Ji, এ লতানো আলু গাছের বাগান আইভরিকোস্টের বিভিন্ন এলাকায় অনেক দেখেছি।
(৩) কোকোঃ
চকলেট , কেক তৈরির অত্যাবশ্যকীয় উপাদান কোকো উৎপাদনে আইভরিকোস্ট বিশ্বে প্রথম। এই ফল টেস্ট করে দেখেছি। খেতে মন্দ নয়। এ দেশের প্রথম প্রেসিডেন্ট হুফে বাউনি নিজেই নাকি এক জন কোকো চাষি ছিলেন । এ কারনেই হয়ত তিনি এর উপর অনেক জোর দিয়ে কোকো উৎপাদনে নিজের দেশকে নিয়ে গেছেন বিশ্বের শীর্ষে।
(৪) কফিঃ
এ দেশে কফির ফলন ও বেশ ভাল হয়। তবে কফি ফলের চেয়ে এর ফুলের মন মাতানো মৌ মৌ সুবাসই আমার বেশি ভাল লাগে। পানীয় হিসাবে আমার কাছে কফির স্থান চায়ের নিচে।
(৫) রাবারঃ
এ দেশের অনেক স্থানে রাবারের বাগান চোখে পড়েছে। এর আগে আমি কখনো রাবারের বাগান দেখিনি।
(৬) ক্যারোসলঃ
ফলটি দেখতে খুব বৈচিত্র্যময়। বাহিরের আবরণ কাঁঠালের চেয়ে বড় বড় কণ্টকে আবৃত। টক- মিষ্টি স্বাদের এ ফলটি খেতে অনেকটা দেশি ডেউয়া ফলের মত।
(৭) কোলা নাটঃ
ক্যাফেইন যুক্ত এ ফলটি রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রনে অনেক কার্যকরী। স্থানীয়রা একে বলে ‘ পেতি কোলা’; পেতি কোলার উত্তেজক গুণাগুণ সম্পর্কে অনেক মিথ এখানে শোণা যায়। একদিন এর একটা দানা টেস্ট করে দেখেছি। স্বাদ কিছুটা তেতো। এ দেশের নব বিবাহিতদের এ ফল দিয়ে আপ্যায়নের কথা শুনেছি স্থানীয়দের কাছে। আজ এ পর্যন্তই , বাকি টা দেখাব পরের পর্বে।
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২
এম ই জাভেদ বলেছেন: আপনার জন্য কোলা নাট নিয়া আইতাছি।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৯
আজমান আন্দালিব বলেছেন: ধন্যবাদ বৈচিত্রময় পোস্টের জন্য।
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪
এম ই জাভেদ বলেছেন: ধন্যবাদ আপনাকেও। সাথে থাকুন।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০
মেঠোপথ বলেছেন: মজাদার পোস্ট, আপডেটের অপেক্ষায়...........
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৭
এম ই জাভেদ বলেছেন: অপেক্ষা করুন, সঙ্গে থাকুন। আপডেট আসবেই।
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮
শান্তা273 বলেছেন: আসলেই অনেক বৈচিত্রময় !!!
ভালো লাগলো।
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯
এম ই জাভেদ বলেছেন: ধন্যবাদ, ভাল লাগলে পোস্ট আরও আসবে। সঙ্গে থাকুন।
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ++++
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২
এম ই জাভেদ বলেছেন: ++++
৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪০
কাউসার রুশো বলেছেন: চমৎকার লাগলো
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১
এম ই জাভেদ বলেছেন: থাঙ্কু
৭| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১২
ভিটামিন সি বলেছেন: এটা ও ভালো হয়েছে। মচতকার থুক্কু চমতকার পোষ্টইছেন বেরাদার।
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫২
এম ই জাভেদ বলেছেন: আম্নেরে অনেক দইন্না পাতা
৮| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২
ইয়ার শরীফ বলেছেন: আসলেই অনেক বৈচিত্রময় !!!
ভালো লাগলো। কোলা নাট খেতে ইচ্ছে করছে
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩
এম ই জাভেদ বলেছেন: লাগ্লে আওয়াজ দেন
৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯
শোভন শামস বলেছেন: চমৎকার পোষ্ট।
১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪
এম ই জাভেদ বলেছেন: আপনাদের কমপ্লিমেন্টস পোস্টে অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ আপনাকে।
১০| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৬
ইয়ার শরীফ বলেছেন: কেমনে আওয়াজ দিমু ভাই???
১১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫২
এম ই জাভেদ বলেছেন: নাম ঠিকানা দ্যান। ডি এইচ এল এ পাঠিয়ে দেব।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৫
গ্রাম্যবালিকা বলেছেন: চমৎকার পোষ্ট। ++++
ক্যারোসল খেতে ইচ্ছে করছে। আর কফি ফুলের গন্ধ নিতে ইচ্ছে করছে