নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এম ই জাভেদ

প্রত্যেক মানুষই প্রতিভা নিয়ে জন্মায়, কিন্তু অধিকাংশ মানুষ তা ধরে রাখতে পারেনা

এম ই জাভেদ

গুণীজনেরা বলেন, ব্লগ লেখা মানে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। আমার অনেক মোষ তাড়ানোর ইচ্ছা আছে। সমাজের অসঙ্গতি দেখলে মনটা বিদ্রোহ করতে চায়। উপায় না দেখে তখন মোষ তাড়ানোর চেষ্টা করি। দেখা যাক কতদূর কি করা যায়। কারন , ব্যস্ততা আমাকে দেয়না অবসর। ব্যস্ততার ফাঁকে চেষ্টা থাকবে ব্লগে সচল থাকার।

এম ই জাভেদ › বিস্তারিত পোস্টঃ

দেখা হয় নাই চক্ষু মেলিয়া- বৈচিত্র্যময় আইভরিকোস্ট( পর্ব-২):B-)

১০ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৩২





(১) আমঃ





অতি পরিচিত একটি ফল, কিন্তু বৈচিত্র্য খুঁজে পাওয়া গেল এর রঙে। দেখে মনে হল আলতা মেখে গাঁয়ের নব বধুর সাজ সেজেছে যেন থোকায় থোকায় আম। এরকম লালচে- নীলাভ আমের দেখা ইতোপূর্বে মিলেনি কোথাও। বিচিত্র কারণে আইভরিয়ানরা আম পছন্দ করেনা তেমন একটা।





কত্ত আম যে গাছ তলায় পড়ে থেকে পচে যেতে দেখেছি তার কোন ইয়ত্তা নেই। বিশেষ করে গাছতলায় পড়ে থাকা পাকা আম এরা ধরেও দেখেনা ‘ লাসা ফিভার’ এর ভয়ে। ইঁদুর – বাদুড়ের সংস্পর্শে আসা ফল ফলাদির মাধ্যমে এ রোগের ভাইরাস মানব দেহে ছড়ায়।লাসা ফিভার হলে মানুষের মৃত্যু অবধারিত। সাংঘাতিক এ সংক্রামক রোগে আক্রান্ত কারো মৃত্যু হলে হয় মৃত দেহ আগুনে পুড়িয়ে ফেলা হয়, না হয় পুঁতে ফেলা হয় মাটির নিচে অনেক গভীরে।



(২) কমলা লেবুঃ









এ দেশ কমলা লেবুর জন্য বিখ্যাত নয়। কিন্তু রাস্তার আশে পাশে গাছে এরকম হলুদ কমলা লেবুর দেখা পেলাম। এ ফলটিও এ দেশ বাসির কাছে অবহেলিত। গাছ তলায় পড়ে থাকে পাকা পাকা কমলা লেবু।





(৩) স্টোন হিলঃ



আইভরিকোস্টের পার্বত্য এলাকা ‘মান’; এখানকার পাহাড় ঘেরা প্রকৃতির অনাবিল সৌন্দর্যে জুড়িয়ে যায় মন প্রান। মানে আসলে এরকম অসংখ্য পাথুরে হিলের দেখা পাওয়া যাবে। পাহাড়ি এলাকা বিধায় এ অঞ্চল ‘ তংকপি রিজিয়ন’ নামে পরিচিত।





শীতকালে ভোরবেলায় পাহাড়, মেঘ আর ঘন কুয়াশার ত্রিমুখী মিতালীর দৃশ্য নীল গিরির চেয়ে কোন অংশে কম নয়।



এখানে একটা সুন্দর জলপ্রপাত আছে। এর আগে কোন এক পোস্টে মান জল প্রপাতের ছবি দিয়েছি; তাই এখন আর দিলাম না।

(৪) সাসান্দ্রা লেকঃ





দালোয়া থেকে দুয়েকুয়ে আসার পথে দেখতে পাবেন স্বচ্ছ জলের এ সুন্দর লেকটি। উপরের ছবিটি এক সহকর্মীর ক্যামেরায় তোলা।





(৫) ক্যাপ্টেন ফিসঃ





সাসান্দ্রা লেকের পাড়ে ব্রিজের গোড়ায় নিয়মিত বসে মাছের বাজার। লেকের হরেক রকম তরতাজা মাছের পসরা বসে এ বাজারে। এখানকার সব চেয়ে দামি মাছের নাম ক্যাপ্টেন ফিস। বিক্রেতা এ মাছটির দাম হেঁকেছিল ৪০ ডলার।





(৬) বিশেষ আকর্ষণ-



বাহারি ডিজাইনের বৈচিত্র্যময় শো পিচ আর ফার্নিচারঃ





কাঠের তৈরি নজর কাড়া এসব শো পিচ আর ফার্নিচার দেখলে কেনার লোভ সামলানো বড় দায়। ডিজাইনে উঠে এসেছে এদেশের ঐতিহ্য, কৃষ্টি আর সংস্কৃতি।















(৭) সর্বশেষ আকর্ষণঃ দেখুন এ দেশের ট্র্যাডিশনাল পোশাক। এটি ইস্টার সানডে উদযাপনের র‍্যালি।







সবাইকে পোস্ট দেখার জন্য ধন্যবাদ। :D



মন্তব্য ৪২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩০

সমানুপাতিক বলেছেন: ভাল লাগলো ।

১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

এম ই জাভেদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৫

সুখ নাইরে পাগল বলেছেন:
আমের কালার দেইখা টাশকি খাইছি

১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

এম ই জাভেদ বলেছেন: এ আম দেখে মনে হয় ড্রয়িং রুমে সাজিয়ে রাখি শো পিচ হিসাবে । খেতে ইচ্ছে হয়না।

৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৫

আশিক মাসুম বলেছেন: আইভরিকোস্ট চোখ মেইলা কেন্মে দেখবাম??? হেডাকি ঢাকাত??? যে ৬ নম্বর বাস করি চলি যাবাম। ;) B-)


পোস্ট- -এ ++++

১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

এম ই জাভেদ বলেছেন: হেল্লাইগাই তো দেখনের ব্যবস্থা করছি। আফনের আহনের কোন কাম নাইক্কা । ধন্যবাদ।

৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২১

এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে।

১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

এম ই জাভেদ বলেছেন: ধন্যবাদ ।

৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৬

অচিন.... বলেছেন: valo legeche

১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

এম ই জাভেদ বলেছেন: আমার ও ভাল লাগছে। ধন্যবাদ।

৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৭

কাউসার রুশো বলেছেন:
খুব ভালো লাগলো। আপনার এই সিরিজটা নিয়মিত ফলো করবো

১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

এম ই জাভেদ বলেছেন: জেনে অনেক আনন্দিত হলাম। সিরিজ দ্যাখবেন ক্যাম্নে? সিরিজ তো শেষের পথে। তার পর ও সাথে থাকুন। ভিন্ন কিছু পেলেও পেতে পারেন।

৭| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৪

শের শায়রী বলেছেন: বেশ ভাল লাগল ভাই

১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

এম ই জাভেদ বলেছেন: ধন্যবাদ শের শায়রি , আপনার লেখা নিয়মিত পড়ি।

৮| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৬

ভিটামিন সি বলেছেন: ভালো লাগল রে পাগল। হুনছি ওই দেশে গেলে নাকি মানুষ ধইরা খায়া ফালায়? কথা কি সইত্য? কেমনে যাইতে হয়? আমি আম আর কমলা খাইতে যামু।

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০১

এম ই জাভেদ বলেছেন: এ রকম ঘটনা কঙ্গোতে ঘটে শুনেছি। এখানে মানুষ খাইতে শুনি নাই। তবে জ্যান্ত মানুষ হাত পা বেঁধে পুড়িয়ে ফেলার ঘটনা ঘটে মাঝে মাঝে।

৯| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৯

মনে নাই বলেছেন: পোষ্ট ভালো লেগেছে।

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০২

এম ই জাভেদ বলেছেন: ধন্যবাদ

১০| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭

শেরজা তপন বলেছেন: আইভরিকোষ্টের অনেক গল্প শুনেছি- ওরা যে আম খায়না এটা শুনে বিস্মিত হয়েছিলাম। কিন্তু এই রোগের ভয়ে যে খায়না এটা এই প্রথম জানলাম। কিন্তু কমলা না খাওয়অর কারনটা বুঝলাম না?
কাঠের শো-পিসগুলো আসলেই দৃষ্টি কাড়ে। ধন্যবাদ ছবি ও তথ্যের জন্য।

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৮

এম ই জাভেদ বলেছেন: ধন্যবাদ তপন দা, আমি ঠিক বুঝি না এরা কেন দারুন এসব ফল খায়না। এ দেশে অনেক আনারস আর কলা ও হয়। আনারস খেতে প্রচণ্ড মিষ্টি! না খেলে বোঝা যাবেনা। মনে হয় ভেতরে মধু দেওয়া। ঘানা বর্ডারের কাছা কাছি আস্বিনি নামক স্থানে মাঠের পর মাঠ জুড়ে রয়েছে আনারসের বাগান। আনারস দামেও অনেক সস্তা এখানে।

১১| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩

লাবনী আক্তার বলেছেন: ভালো লাগল। :)

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৯

এম ই জাভেদ বলেছেন: ধন্যবাদ আপু। :D :D

১২| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৩

কালা মনের ধলা মানুষ বলেছেন: চমৎকার পোস্ট। অনেক কিছু জানলাম, দেখলাম।

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১০

এম ই জাভেদ বলেছেন: আপনাকে ও অনেক ধন্যবাদ ।

১৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনাকেও ধন্যবাদ আমাদের আইভরি কোস্ট দেখানোর জন্য... :)

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১১

এম ই জাভেদ বলেছেন: সাথে থাকু ন।

১৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১

পূরান পাগল বলেছেন: আইভরিকোষ্ট এর গল্প শুনতে ভালো লাগে।কোকো ফল সম্পর্কে কিছু লিখলেন না?একজনকে জিজ্ঞেস করেছিলাম তোমরা কয় ভাইবোন? উত্তরে বলল তা সঠিক জানিনা তবে কমপক্ষে ৪০-৪৫ তো হবেই #:-S #:-S #:- শুনে আমি তো পুরাই টাস্কিত।জিজ্ঞেস করলাম তোমার বাবার কয় বিয়ে? বলে একটিও না :P :P :P :P তয় গার্লফ্রেন্ড অনেক। ;) ;) ;)

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৩

এম ই জাভেদ বলেছেন: কোকো ফল নিয়ে আগের পর্বে লিখেছি।

ঘটনা সত্য। :-P

১৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮

ৎঁৎঁৎঁ বলেছেন: দারুন! পোস্টে ++++++


বেড়াইতে মুঞ্চাই!!!

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৫

এম ই জাভেদ বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমার ও অনেক বেড়াই তে মঞ্ছায়।

১৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১

সুখী চোর বলেছেন: সুন্দর পোস্ট ++++

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৬

এম ই জাভেদ বলেছেন: সুখি চোরকে ধ্ননবাদ , আজ কার বাসায় সিঁধ কাটলেন ?

১৭| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩

সোহানী বলেছেন: খুব ভালো লেগেছে।

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৭

এম ই জাভেদ বলেছেন: আমার ও খুব আনন্দ হচ্ছে। ধন্যবাদ।

১৮| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ভালো লাগা রইল+++

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

এম ই জাভেদ বলেছেন: ভাল লাগা গৃহীত হইল।

১৯| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭

গিলটি মিয়া বলেছেন: বচ, আর এন্ড আরে গিয়েচিলেন বুজি???

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২

এম ই জাভেদ বলেছেন: হেই ডা আবার কোথায় ? এই নামে তো কোন জাগা চিনিনা ?

২০| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৫

চ।ন্দু বলেছেন: এসব ফলগুলো নষ্ট না করে কেন ওরা আফ্রিকায় পাঠিয়ে দিচ্ছে না যেখানে খাদ্যের বড় অভাব?

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

এম ই জাভেদ বলেছেন: এসব ফলগুলো নষ্ট না করে কেন ওরা আফ্রিকায় পাঠিয়ে দিচ্ছে না যেখানে খাদ্যের বড় অভাব

কি যে কন আপ্নে ! আইভরিকোস্ট কি আম্রিকায় নাকি ?

২১| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

শান্তা273 বলেছেন: আসলেই অনেক বৈচিত্রময় !!!
ভাল লাগলো।

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

এম ই জাভেদ বলেছেন: থাক্কু আপু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.