নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এম ই জাভেদ

প্রত্যেক মানুষই প্রতিভা নিয়ে জন্মায়, কিন্তু অধিকাংশ মানুষ তা ধরে রাখতে পারেনা

এম ই জাভেদ

গুণীজনেরা বলেন, ব্লগ লেখা মানে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। আমার অনেক মোষ তাড়ানোর ইচ্ছা আছে। সমাজের অসঙ্গতি দেখলে মনটা বিদ্রোহ করতে চায়। উপায় না দেখে তখন মোষ তাড়ানোর চেষ্টা করি। দেখা যাক কতদূর কি করা যায়। কারন , ব্যস্ততা আমাকে দেয়না অবসর। ব্যস্ততার ফাঁকে চেষ্টা থাকবে ব্লগে সচল থাকার।

এম ই জাভেদ › বিস্তারিত পোস্টঃ

একটা পিস্তল না কিনলেই নয়

১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৩







অনেক দিন পর এবার ঈদে গ্রামের বাড়ি বেড়াতে গেলাম। পরিবর্তনের ছোঁয়ায় নিজের গ্রামকে কেন যেন খুব অচেনা লেগেছে। কিছুটা উন্নয়নের ছোঁয়া লেগে হারিয়ে গেছে গ্রামের আগেকার সেই শান্ত স্নিগ্ধ রূপ।



সময়ের পরিক্রমায় গ্রামের চেহারা যেমন পাল্টেছে , তেমনি পাল্টেছে গ্রামের মানুষ গুলো। নিজেদের স্বার্থসিদ্ধি আর লোভের কাছে পারস্পরিক সৌহার্দ্য , ভ্রাতৃত্ববোধ , মানবিকতা তথা পারিবারিক বন্ধন আজ চরম উপেক্ষিত। জীবনে এই প্রথম গ্রামে গিয়ে নিজের নিরাপত্তা হীনতার বিষয়টি চরমভাবে অনুভূত হল।



পিস্তলের একটা লাইসেন্স নেয়া হয়েছিল বেশ ক বছর আগে। এতদিন আগ্নেয়াস্ত্র কেনার প্রয়োজন পড়েনি । কিন্তু এখন আত্মরক্ষার জন্য হলেও অন্তত একটা পিস্তল কেনা অত্যাবশ্যক হয়ে পড়েছে।



আমি জার্মানির ওয়ালথার পিস্তল কিনতে আগ্রহী । হতে পারে পয়েন্ট ২২ অথবা ৩২ বোরের। বিক্রয়ে কেউ আগ্রহী হলে জানাতে পারেন। পল্টনে কিছু বন্দুকের দোকান আছে। এদের কাছে ভাল পিস্তল পাওয়া যাবে কিনা, দাম দর কত বা এরা কতটা বিশ্বাস যোগ্য কারো জানা শোনা থাকলে শেয়ারের অনুরোধ থাকল। আইডিয়া পেলে আমার সিদ্ধান্ত গ্রহন সহজ হবে।

মন্তব্য ৫৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪২

নিঃশব্দ শিশির! বলেছেন: ভাই পিস্তল দিয়া কি করবেন,? আত্নরক্ষা মানে কারও গুলি করে নিজে বাঁচবেন?? এর চেয়ে বরং কিছু পিয়াজ কিনুন ভালো ব্যবসা হবে, মানুষেরও উপকার হবে,,,,,!!!

১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৩

এম ই জাভেদ বলেছেন: ভাই নিঃশব্দ শিশির বর্তমান দিনকাল যা পড়েছে তাতে আমার এই উপলব্দি কি খুব বেশি অযৌক্তিক ? খালি হাতে মার খাবার চেয়ে নিজেকে রক্ষার চেষ্টা কি হাস্যকর মনে হয় আপ্নার কাছে? ব্যবসা এত ভাল বুঝেন যখন , আদা রসুন পিয়াজের ব্যবসাটা না হয় আপনারই থাক।

২| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪২

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: লাইসেন্স কিভাবে পেলেন, জানবেন, কত খরচ পরবে?
আর ওয়ালথার পিপি কত পড়বে??

১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৮

এম ই জাভেদ বলেছেন: আজকাল পিস্তলের লাইসেন্স পাওয়া অত কঠিন নয়। সরকারি চাকুরীজীবীদের জন্য আরও সহজ। জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করতে হয় নির্ধারিত ফরমে। সাথে ছবি, বিগত ৫ বছরের আয়কর সনদ, প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ ইত্যাদি জমা দিতে হয়। ডি সি অফিস থেকে আবেদন পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়, অনুমোদিত হলে ডি সি অফিসের জে এম শাখা থেকে লাইসেন্স ইস্যু হয়। লেটেস্ট ফি" র ব্যাপারে ধারনা নাই। দশ হাজার টাকার মত হতে পারে।

আর ওয়ালথারের দাম বাইরে ৫০০-৮০০ ডলারের মধ্যে পাবেন। দেশে দাম কত সেটাই আমার জিজ্ঞাস্য ।

৩| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৪

হেডস্যার বলেছেন:
আগে গ্রামের মানুষকে সাধারন আর সহজ সরল মনে হত, কিন্তু গত কয়েক বছরে তাদের সম্পর্কে আমার ধারনা পাল্টেছে।
যত হাড় বদমাশ আর স্বার্থপর মানুষ আছে সব মনে হয় গ্রামে বাস করে !!

এদের কাজ কর্ম না থাকলে একজন আরেক জনের পিছনে সব সময় লেগে থাকবে।

আপনে তো পিস্তল কিনতে চাইছেন, আমার তো মাঝে মধ্যে মনে হয় কামান আর বুল্ডোজার দিয়ে সব ছারখার করে দেই। X((

১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০১

এম ই জাভেদ বলেছেন: এক্কেবারে মনের কথাটা ধরে ফেলেছেন হেড স্যার।

আপনার নিক সত্যি সার্থক। হেড স্যারের মতই হয়েছে মন্তব্য খানা ।

৪| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৬

মেনন আহমেদ বলেছেন: @হেডস্যার সত্যি ঠিক বলেছেন।

১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৩

এম ই জাভেদ বলেছেন: এক মত

৫| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :-& :-&

১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৫

এম ই জাভেদ বলেছেন: :D :D

৬| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৪

ঢাকাবাসী বলেছেন: যা দিনকাল পড়েছে পিস্তলে কুলোবেনা, হেভি মেশিনগান লাগবে!

১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৭

এম ই জাভেদ বলেছেন: ঠিক বলেছেন, নামে আগে পিস্তলটা নিই। বাকিসব বেনামে কেনা যায় কিনা ভেবে দেখি। ভাই ওসব কি জিঞ্জিরায় পাওয়া যায়। আপ্নে কত দিয়ে কিনলেন? :P :P

৭| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২১

ডাসট ইন দা উইনড বলেছেন: পল্টনের হোসেন আর্মস এ দেখতে পারেন......

পল্টনের যেকোন আর্মস এর দোকান ই বিশ্বাসযোগ্য, সরকার ডাল চালের মত যে কোন কাউকে আর্মস নিয়ে ব্যবসা করতে দেয় না....

ওয়ালথারের কোন মডেল ই এখন বাংলাদেশে আসেনা, .২২ পেলেও দাম পড়বে ৩ লাখের মত

টরাস দেখতে পারেন, ব্রাজিলিয়ান জিনিস, .৩২ ক্যালিবার মোটামুটি মানের

আর দেখতে পারেন টিসাস এর ফাটিহ-১৩ মডেল, এটাও .৩২ বোর.....

গুলির দাম পড়বে ৮০০/১২০০ টাকা/পিস

১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১০

এম ই জাভেদ বলেছেন: এতক্ষণ পর কেউ ঝেড়ে কাশল । ধন্যবাদ ভাই। দেখি খোঁজ করে পাই কিনা।

টিসাস ফাতিহ -১৩ এর দাম কত পড়বে?

৮| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩২

ডাসট ইন দা উইনড বলেছেন: আমি নিজে এটা ইউজ করছি......ভালোই জিনিস

Tisas Fatih-13 Black Chrome 7.65 mm

১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১১

এম ই জাভেদ বলেছেন: খাইছে , ভাইজানের পরিচয়? আমার কেমুন জানি ডর করতাছে

|-) |-)

৯| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১২

মদন বলেছেন: একমত @ হেডস্যার

@ লেখক

ছোট মানুষ, জীবন থেকে নেয়া একটি ছোট গল্প বলি।

সম্ভবত ৮৯ সাল হবে। আমার বাবা এলাকার জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। আমাদের গ্রামের এক দফাদার চাচা আছেন। এসে বাবাকে বললেন- ভাই এবার একটা পিস্তল লাইসেন্স করে নেন।
বাবা বললেন- না রে, চাকুওয়ালার শত্রু চাকুওয়ালা হয়, পিস্তলওয়ালার শত্রু পিস্তলওয়ালাই হয়। আমি সাধারনই থাকতে চাই।

যতটুকু সম্ভব জীবনকে সাধারনই রাখুন। বিপদ কমই হবে ইনশাআল্লাহ।

১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

এম ই জাভেদ বলেছেন: জীবন তো সাধারন। কিন্তু শত্রু যদি সেটাকে অসাধারন বানাতে বাধ্য করে তবে তার দায় কার ?

১০| ১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

ডাসট ইন দা উইনড বলেছেন: একটা ব্যাপার মনে রাখা উচিত, গাড়ির মতই ফায়ার আর্মস এ রাজস্ব মানে ট্যাক্স প্রায় ৩২৬%, মানে রিয়েল দাম ১০০ টাকা হলে দোকানে পড়বে প্রায় ৪৫০ টাকারো বেশী.....

আমার টা পড়েছিলো ৭৫,০০০ টাকা+ট্যাক্স

বুলেট ২৫০ টাকা/পিস+ট্যাক্স

১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

এম ই জাভেদ বলেছেন: হু , কিছুদিন আগে ট্যাক্স মুক্ত অস্ত্র আমদানির সুযোগ এসেছিল। সেটা হাতছাড়া হয়েছে। এখন তো আক্কেল সেলামি দিতেই হবে।

১১| ১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

প্রভাষ প্রদৌত বলেছেন: ভাইয়া লাইসেন্স কিভাবে নিয়েছেন ? নিয়ম টা কি বলা যাবে ( যদি কোনো সমস্যা না থাকে ) ?





১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

এম ই জাভেদ বলেছেন: কিছুটা আমি বলেছি। বাকিটা বাতাসের ধুলিকনা ভাই বলে দিয়েছেন।

১২| ১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

ডাসট ইন দা উইনড বলেছেন: লাইসেন্স এর বিস্তারিত লেখক নিজেই দিয়েছেন:
লেখক বলেছেন: আজকাল পিস্তলের লাইসেন্স পাওয়া অত কঠিন নয়। সরকারি চাকুরীজীবীদের জন্য আরও সহজ। জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করতে হয় নির্ধারিত ফরমে। সাথে ছবি, বিগত ৫ বছরের আয়কর সনদ, প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ ইত্যাদি জমা দিতে হয়। ডি সি অফিস থেকে আবেদন পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়, অনুমোদিত হলে ডি সি অফিসের জে এম শাখা থেকে লাইসেন্স ইস্যু হয়। লেটেস্ট ফি" র ব্যাপারে ধারনা নাই। দশ হাজার টাকার মত হতে পারে।


তবে সরকারী অফিসার হলে বয়স কমপক্ষে ৩২ এবং পদবী ডেপুটি সেক্রেটারী সমতুল্য হতে হবে, সামরিক অফিসারদের ক্ষেত্রে মেজর/লে: কমান্ডার/স্কোয়াড্রন লীডার হতে হবে

বেসামরিক/ বেসরকারি/ ব্যবসায়ীদের জন্য নিয়ম হলো আবেদন করতে হলে বছরে মিনিমাম সাড়ে তিন লাখ টাকা আয়কর প্রদানের সনদপত্র থাকতে হবে...

ইনিশিয়াল লাইসেন্স ইস্যু ফি ৪০০০ টাকা, নবায়ন ফি ২০০০/বছর

সরকারি/সামরিক অফিসারদের কোন ইস্যু/নবায়ন ফি নেই (ফি মুক্ত)

১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

এম ই জাভেদ বলেছেন: হুম । কিছুদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারি চাকুরীজীবীদের জন্য কিছু শর্ত শিথিল করেছেন সম্ভবত। খোঁজ নিয়ে দেখা যেতে পারে। আর অন্যান্যদের জন্য শর্ত আগের মতই বহাল আছে।

১৩| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৬

মেংগো পিপোল বলেছেন: ভাই আমি একটু অন্যভাবে বলি। গ্রামের মানুষ গুলোকে হাড় বদমাশ আর স্বার্থপর (আপনার ভাষ্য মতে ও হেড স্যারও এরকমই বলেছে।) কে করছে এটা একটু খতিয়ে দেখা দরকার। নাহলে বুলডোজার, কামনা মেশিনগান, সাবমেশিন গান দিয়েও কাজ হবেনা। এমন প্যাচ দিবে যে গ্রামেই যাওয়া বন্ধ হয়ে যাবে। চলুন একটু "বিহাইন্ড দা সিন" দেখি। আজ থেকে কিছু বছর আগেও গ্রামের মানুষের এমন আচারন ছিলোনা। কারো বাড়ীতে গেলে ডাব পেরে খাওয়াতো গাছে থেকে। এখন এদের কথায় ও কাটা আর সার্থ পরতা। কিন্তু কেন? কারন টিভি সিরিয়াল। ইন্ডিয়ান স্টার জলসা, ই টিভি বংলা, জি টিভি বাংলা এমন ভাবে দৈন্যতা অথবা কৃমিনালী মানুষের মাথার ভেতরে ভরে দিচ্ছে যে মানুষ গুলো দিন দিন সে গুলো গ্রহন করছে। আপনি খেয়াল করলে দেখবেন প্রত্যন্ত গ্রামে ও এখন এইসব চ্যানেল চলে। নগরের মানুষ তাও টিভিতে কিছু দেখার পর গ্রহন করার ক্ষেত্রে ভেবে চিন্তে গ্রহন করে। অথচ যেখানে মানে গ্রমে টিভি মানেই ফ্যান্টাশি সেখানে এই সব কুটনামির টিভি সিরিয়ারল কিভেব পলুয়েটেড করছে গ্রামিন সমাজ কে এক বার ভেবে দেখুন। বন্দুক একটা কিনে হয়তো জীবন বাচাতে পারবেন গ্রামে। কিন্তু গ্রামিন জীবন বা সংসারের যে অধঃ পতন হচ্ছে তার হাত থেকে কিভাবে বাচাবেন সমাজ কে?!!

View this link

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৪

এম ই জাভেদ বলেছেন: আপনার বিশ্লেষণ দারুন। আমিও মাঝে মাঝে অবাক হয়ে ভাবি- এত পড়ালেখা করে যা আমার কল্পনায় কখনও আসেনা; সে সকল কূটচাল গ্রামের অশিক্ষিত, স্বল্প শিক্ষিত মানুষের অনুর্বর মস্তিষ্কে আসে ক্যাম্নে। আর দিন দিন ফ্যামেলি বন্ডেজ ও ফিকে হতে বসেছে। আপনার যুক্তির সাথে দ্বিমত পোষণের কোন উপায় নেই। ইন্ডিয়ান সিরিয়াল আমার দুই চোখের বিষ। যথা সাধ্য নিজের পরিবারকে এ সব থেকে দূরে রাখার চেষ্টা করি। কিন্তু গ্রামে গঞ্জে আজকাল টি ভি আর ডিশ না থাকলে চায়ের দোকান ও চলেনা। এর একটা বিহিত করা দরকার। ইন্ডিয়ায় বাংলাদেশি চ্যানেল চালু না করলে আমাদের ও উচিত তাদের চ্যানেল বয়কট করা। কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাধবে কে ?

১৪| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩১

দি সুফি বলেছেন: নিঃসন্দেহে ডেজার্ট ঈগল হল সবচেয়ে ভালো পিস্তল। তবে আমার মনে হয়না এটা কেনার দরকার আছে। যুদ্ধের ময়দানেই এটার দরকারিতা বেশি।

ব্রাজিলিয়ান টাউরাস (রেইজিং বুল) কিনতে পারেন। আমার খুবই পছন্দের একটা জিনিস, কাজেও ভালো। Model 444 টা ভালো হবে। এটা একটা ডাবল অ্যাকশন রিভলভার! দাম পরবে প্রায় ৮০০ ডলারের মত। .৪৪ (.44) ম্যাগনাম কার্টিজ।

কোল্ট পাইথনও ভালো জিনিস। এটাও ডাবল অ্যাকশন রিভলভার। .৩৫৭ ম্যাগনাম কার্টিজ। দাম পরবে প্রায় ১৫০০ ডলারের উপরে।

কোল্ট এম১৯১১ পিস্তল - এইটা আমাদের র‌্যাবও ব্যবহার করে ;) কমার্শিয়াল ভার্সনের দাম পরবে প্রায় ১২০০ ডলারের উপরের। কার্টিজ .৪৫ এসিপি। র‌্যাবের ব্যাবহৃতগুলো দাম ৪০০০ ডলারের উপরে।

ব্রেট্টা এম৯ (M9) ও নিতে পারেন। হালকার উপর একদম খারাপ না। ইফেক্টিভ রেইঞ্জ অবশ্য কম! দামও কম।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৭

এম ই জাভেদ বলেছেন: অনেক তথ্য পেলাম দি সুফি আপনার কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার লাইসেন্স পিস্তলের। রিভলভারের জন্য মনে হয় আলাদা লাইসেন্স নিতে হয়।

কোল্ট এম এর দাম যদি ১২০০ ডলার হয় , দেশে দাম পড়বে তিন লাখের উপরে ! লস প্রজেক্ট। আমি দুই লাখের উপরে যেতে রাজি নই।

১৫| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২০

ডাসট ইন দা উইনড বলেছেন: আমাদের দেশে যেকোন মডেল বা ক্যালিবার ইচ্ছা করলেই কেনা যাবে এই ধারনা ভূল......

বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয় ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রে সর্বোচ্চ .৩২ বোর (৭.৬৫ মি মি) পর্যন্ত অনুমতি দিবে, .৪৪ বা .৪৫ অথবা ৯ মি মি এর ধারে কাছেও যেতে পারবেন না

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩২

এম ই জাভেদ বলেছেন: ইয়াপ , এ জন্যই এদের বলা হয় এন পি বি অর্থাৎ নন প্রহিবিটেড বোর । সে রকম হইলে তো একে ৪৭ কিন্না ফালাইতাম !!!!!!!!! ভাল থাকবেন।

১৬| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৪

নিঃশব্দ শিশির! বলেছেন: আমি ব্যবসা ভালো বুঝি না ভাই....!!! আপনি পিস্তল কিনবেন, কারণ কেউ আপনাকে মারতে আসবে,,,,!! তার হাত থেকে বাচার জন্য আপনি তাকে মারবেন!!!! আমি ঠিক বুঝি না, হয়তো আমার বুদ্ধি কম...কাউকে কিছু না বললে, কারও কোন ক্ষতি না করলে আপনাকে কেন মারতে আসবে.,,,,!!!! আপনি পিস্তল কিনে এলাকায় একটা বিশাল ভাব নিবেন, মাঝে মাঝে বের করে সুন্দর রুমাল দিয়ে সবার সামনে পরিস্কার করবেন, আপনার একটা আলাদা কদর হবে,এই তো....!!! কোন ভালো মানুষকে কেউ যেনে শুনে মারতে আসবে এটা আমার বিশ্বাস হয় না, ইতিহাস, পরিসংখ্যান ও তা বলে না...!!! আপনাকে আমি খারাপ বলছি না, তবে গ্রামের মানুষকে আপনি খারাপ বলছেন, তাদের থেকে বাচার জন্যই আপনার পিন্তল দরকার,,,,,!!!

১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪০

এম ই জাভেদ বলেছেন: ভাই , আপনার অনুমান আমার ক্ষেত্রে ঠিক নয়। আমার কাছে পিস্তল থাকলে এটা কাক পক্ষীকেও জানতে দেবনা। শুধুমাত্র দেয়ালে পীঠ ঠেকে গেলে ওটার ব্যবহার হতে পারে। অন্যান্য সব অপশন কার্যকারিতা হারালে আর শুধুমাত্র আক্রান্ত হলেই প্রতিরক্ষার খাতিরে অস্ত্রটি ব্যবহার করা হবে।

আমার ভাব দেখানোর জন্য পিস্তলের দরকার পড়েনা। কারো সম্পর্কে না জেনে অনুমান নির্ভর মন্তব্য কাম্য নয়।

১৭| ১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

ঢাকাবাসী বলেছেন: ৬ নম্বরে আপনি একটা প্রশ্ন করেছিলেন, কানে কানে বলছি, যা আছে তা দিয়ে ..। আর উপরে আপনি বললেন 'আমার কাছে পিস্তল থাকলে এটা কাক পক্ষীকেও জানতে দেবনা'। না ভাই এটা ভুল স্ট্রাটেজী মনে হয়। এটা বাংলাদেশ্ । যখন ক্রমিনাল / বিরোধীরা জানবে আপনি আরমড তখনই তারা হিসেব করে চলবে বলবে। একবার কনফ্রনটেশনে গেলে.. গুলি বেরিয়ে গেলে পুলিশী ঝামেলা বড়ই ব্যায়বহুল.. বিরক্তিকর। আপনার অভিজ্ঞতা আছে তা বুঝছি, তবু বললুম। আমি এবিষয়ে ....। ধন্যবাদ আপনাকে।

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১৯

এম ই জাভেদ বলেছেন: মহাশয় , বেঁচে থাকার চেয়ে পুলিশি ঝামেলা বড় নয়। অফেন্সিভের চেয়ে ডিফেন্সিভ স্ট্রাটেজি কার্যকরী। এতে পুলিশি ঝামেলার ও ভয় কম।

আপনার কথার পিঠে বললাম। আমার সে রকম প্রত্যক্ষ শত্রু এখনও তৈরি হয়নি। তবে ভবিষ্যতে তৈরি হবার গ্রাউন্ড প্রস্তুত হচ্ছে ধীরে ধীরে।

১৮| ১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

ধানের চাষী বলেছেন: গ্রামের যে অবস্থা বলেছেন তা হয়তো অনেক ক্ষেত্রেই সত্যি।

আমার মনে হয় অনেকেই চিন্তা করছেন যে লেখকের সাথে কেউ লাগতে আসলেই পকেট থেকে পিস্তলখানা বের করে দুম করে গুলি করে দেবেন তিনি =p~

আমাদের বাড়িওয়ালার একটা লাইসেন্স করা বন্দুক ছিল, পাড়ার যে সব মাস্তানরা কাউকে পরোয়া করতো না তারাও ভয়ে বাড়ির ধারে ঘেঁষতো না। কোন বাড়িতে বন্দুক/পিস্তল আত্মরক্ষার জন্য রাখা হয়েছে এটা জানতে পারলে অনেক ক্ষেত্রেই অনেক বিপদ এড়ানো সম্ভব।

নিজে ভালো থাকলে জগত ভালো এই কথাটা এখনকার যামানায় পুরোই অচল ।

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৮

এম ই জাভেদ বলেছেন: ধন্যবাদ ধানের চাষি, আপনি আমার মনের কথাটা ধরতে পেরেছেন। লোকজন মনে হয় ওয়েস্টার্ন থ্রিলার পড়ে পড়ে বাংলাদেশকে সে রকম কল্পনা করছে!!! আজব!!!!

কাল পল্টনে কিছু দোকান ঘুরে দেখেছি। সস্তার মধ্যে টরাস পিস্তল পছন্দ হয়েছে। তবে পিস্তলটা হাতে নিয়ে দেখলাম একটু রাফ। আউটার ফিনিশিং ততটা ভাল নয়।

ওয়ালথারের দাম অনেক বেশি। আরও খুঁজে দেখতে হবে।

টিসাস ফাতিহ পাওয়া গেল না



১৯| ২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

ডাসট ইন দা উইনড বলেছেন: আসিফ ভাইয়ের সাথে যোগাযোগ করে দেখতে পারেন..........

০১৭১১৫৩১২১৩

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৯

এম ই জাভেদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই আপনাকে। টরাসের দাম চাচ্ছে ২ লাখ। এটি কেমন হবে ঠিক বুঝে উঠতে পারছি না। ব্রাজিলিয়ান জিনিষ। শখের জিনিষ কিনে ঠকলে অনেক মন খারাপ হবে।

আসিফ ভাইকে ফোন দিয়ে দেখব। উনার দোকানের নাম কি ?

২০| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৭

ড. জেকিল বলেছেন: খাইছে!!!! আমি তো প্রথমে মনে করেছিলাম, ফাজলামি করতেছেন, মন্তব্য পড়ে দেখি ব্যাপার সিরিয়াস। যাই হোক সাবধানে থাকবেন, ভালো থাকবেন।

গ্রামে কিন্তু এখনো অনেক ভালো মানুষ আছে :D

২১| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:২৬

এম ই জাভেদ বলেছেন: ভাই জেকিল, ফাজলামির দিন শেষ। যা দিনকাল পড়ছে নিজের নিরাপত্তা বিধান নিজেকেই করতে হবে।
অবশ্য আশা করছি আমাকে পিস্তলের ব্যবহার করতে হবে না কখনও। প্রয়োজনের সময় একটু ডেটারেন্স ক্রিয়েট করা হবে অনেকটা মার্শাল আর্টের ইয়েলের মত।

গ্রামে সব খারাপ মানুষ - এ কথা আমি বলিনি।

আমাকে সাবধান করার জন্য ধন্যবাদ।

২২| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০২

ডাসট ইন দা উইনড বলেছেন: আসিফ ভাই হচ্ছেন কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শূটার আসিফ, এ দেশে ওয়ালথার, টিসাস ফাতিহ এর বৈধ এজেন্ট, উনার দোকান গুলশান ১ এ.....ফোন করে চলে যেতে পারেন....

আমি উনাকে দিয়ে ফাতিহ-১৩ ইমপোর্ট করিয়েছিলাম

ধন্যবাদ

২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৮

এম ই জাভেদ বলেছেন: সূটার আসিফ ভাই এখন শুটিং ছেড়ে অস্ত্রের ব্যবসায় নেমেছেন !!!

তাহলে তো যোগাযোগ করতেই হয়, আপনারটার দাম কত নিল ?

আমার আবার একটু তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে। লাইসেন্সের মেয়াদ ৫ বছর পূর্তি হতে চলল। জানেন তো লাইসেন্স নেয়ার ৫ বছরের মধ্যে অস্ত্র না কিনলে ওটা বাতিল হয়ে যায়।

২৩| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০৩

আমি ব্লগার হইছি! বলেছেন: tisas এর .32 আর .38 এর দাম কেমন হবে আপনি জানতে পারলে আমাকে বলবেন।টিসাস টার্কিশ মেড মনে হয় ভালোই হবে। আমার কাছে কম দামে গুলি পাওয়ার একটা ব্যাবস্থা আছে। তবে ৩২ হলে ভালো হয়। ৩৮ গুলি বেশী দাম।

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৪

এম ই জাভেদ বলেছেন: টিসাস এর দাম ১ লাখ ৯০ থেকে ২ লাখের মত। তবে একই দামে টরাস পাবেন। টরাস নাকি টিসাসের চেয়ে ভাল ব্র্যান্ড, ব্যবসায়ীরা বলেছেন।

২৪| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৩

আমি ব্লগার হইছি! বলেছেন: কম দামের মধ্যে ২২ বোরের কিছু কি দেখেছেন? 22LR

২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৩২

এম ই জাভেদ বলেছেন: আমি টু টু এর প্রতি তেমন ইন্টেরেস্টেড নই। তবে টু টু এর দাম সামান্য কম হবে।

২৫| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ২:১০

লিন্‌কিন পার্ক বলেছেন:
শহরের চেয়ে গ্রামে কুটচাল অনেক বেশি । সাবধানে থাকবেন ভাই । আর বেশি হইলে দিবেন ফুটায়া ! ;)


আগে নিজের জান এরপর অন্য কিছু !!

২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৩৫

এম ই জাভেদ বলেছেন: গ্রামে যাওয়া হয় কম, তাই এলাকায় পাতি মাস্তানরা মাথা চাড়া দিয়ে উঠেছে। এদের শায়েস্তা করতে এরপর যথাযথ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েই গ্রামে যেতে হবে।

২৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৫

আমি ব্লগার হইছি! বলেছেন: ভাই আপনি কি কিনছেন ?

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৮

এম ই জাভেদ বলেছেন: টরাস পিস্তল পছন্দ করে রেখেছি। যে কোন সময় কিনে ফেলতে পারি। কেনার পাঁচদিনের মধ্যে আবার ডি সি অফিসে গিয়ে লাইসেন্সে অস্ত্রের মডেল , ক্যালিবার এসব লিপিবদ্ধ করার চক্কর আছে। একটু সময় নিচ্ছি। আরও একটা কারন আছে সেটা বলা যাবে না।

২৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৫

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: বড় হইলে কিনব। পোস্ট পড়ে জ্ঞান অর্জন হলো।

তবে, হলে থাকার সুবাদে আর্মস দেখার অভিজ্ঞতা হয়েছে, যদিও ঐটা আসলে কি মডেলের তাও জানি না। অবশ্য ছবি তুলে রেখেছি :#)

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০১

এম ই জাভেদ বলেছেন: হা হা একটা এড এর কথা মনে করিয়ে দিলেন।

আপনি দোকানে গিয়ে বলছেনঃ আংকেল আপনাদের কাছে ভাল পিস্তল হবে?

হবে

এটা দিয়ে সব রকমের মানুষ খুন করা যায় ?
হ্যাঁ , নিবে ?

একটু বড় হলেই কিনব ..........।

২৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৯

ঘুমন্ত আমি বলেছেন: ভাই ওয়ালথারের ডামি পাওয়া যায় না তাইলে একটা কিইনা গালফ্রেন্ডের লগে টিসুম টিসুম খেলতাম !:P

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৩

এম ই জাভেদ বলেছেন: আবার জিগায় ...........

২৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫০

আমি ব্লগার হইছি! বলেছেন: সরকারের কাছ থেকে জীবনের ঝুকি দেখিয়ে অনুদানের অস্ত্র পাওয়ার চেষ্টা করে দেখতে পারেন। ব্লাক মর্কেট থেকে কিনে ঐটাই আপনার লাইসেন্সের এগেইনেষ্টে ঘুষ টুষ দিয়ে এনলিষ্টেড করা যায় কিনা খোজ নেন ডিসি অফিসে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪

এম ই জাভেদ বলেছেন: হুম , ব্ল্যাক মার্কেট থেকে কেনার মত ব্ল্যাক মানি নেই যে!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.