![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুণীজনেরা বলেন, ব্লগ লেখা মানে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। আমার অনেক মোষ তাড়ানোর ইচ্ছা আছে। সমাজের অসঙ্গতি দেখলে মনটা বিদ্রোহ করতে চায়। উপায় না দেখে তখন মোষ তাড়ানোর চেষ্টা করি। দেখা যাক কতদূর কি করা যায়। কারন , ব্যস্ততা আমাকে দেয়না অবসর। ব্যস্ততার ফাঁকে চেষ্টা থাকবে ব্লগে সচল থাকার।
কবি বলেছেন-
দেখা হয়নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শীষের উপর
একটি শিশির বিন্দু।
কবিদের পংত্তিগুলো মানুষের জীবনের লব্দ অভিজ্ঞতা উদ্ভূত বলেই কোন কোন ক্ষেত্রে তা বাস্তবের সাথে মিলে যায় একেবারে অক্ষরে অক্ষরে। উপরে বর্ণিত কবিতার চরণ চারটি সেরকম এক অমোঘ বানী বলেই মনে হয় আমার কাছে। দেশের অনেক সুন্দর সুন্দর জায়গা আমার এখনো দেখার বাকি। এর মধ্যে অন্যতম বান্দরবানের নীলগিরি। ইচ্ছে থাকলেও নীলগিরিতে এখনো যাওয়া হয়ে উঠেনি। কিন্তু আইভরিকোস্টের ‘ মান’ শহরে আমার নীলগিরি না দেখার সাধ মিটেছে অনেকটা দুধের সাধ ঘোলে মেটানোর মতই।
পাহাড় পর্বতে ঘেরা আইভরিকোষ্টের বিভাগীয় শহর ‘ মান’; এ শহরে নীলগিরির থ্রিল পাওয়ার মত একটা স্পট আছে- কথাটা লোকমুখে শুনে আসছিলাম বেশ কিছুদিন ধরে। কিন্তু এ স্পট ভ্রমণের জন্য শীতকাল হল আদর্শ সময়। বর্ষাকালে বিপদজনক চড়াই উৎরাই ও বাঁক পেরিয়ে গাড়ি চালিয়ে ওখানে যাওয়া বেশ কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ। একদল টুরিস্ট কিছুদিন আগে সেখানে অভিযান চালাতে গিয়ে অর্ধেক রাস্তা পর্যন্ত পৌঁছে ফিরে আসতে বাধ্য হয়। কারন রাস্তার উপর বিশাল একটা গাছ পড়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এ সব গল্প শুনে আমি দিন গুনতে থাকি কবে আসবে আমাদের আফ্রিকান নীলগিরি ভ্রমণের সেই কাংখিত শুভক্ষণ। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটে শীতের এক সকালে। সদলবলে আমরা বের হয়ে পড়ি পশ্চিম আফ্রিকার নীলগিরি অভিমুখে। উঁচু পাহাড়ের চুড়ায় উঠার অভিজ্ঞতা কম থাকায় আমার মধ্যে রোমাঞ্চের মাত্রাটা একটু বেশিই ছিল।
আঁকা বাঁকা পাহাড়ি পথ বেয়ে আমাদের গাড়ি এগিয়ে চলছে তংপি চূড়া অভিমুখে।
এ দেশে বড় বড় পাহাড় - পর্বতকে বলা হয় তংপি। তংপি চুড়ায় এদেশের টেলিফোন ও মোবাইল অপারেটরগন টাওয়ার বসিয়েছে নেটওয়ার্ক কাভারেজ বাড়ানোর জন্য। নীলগিরির আমেজ পেতে চুড়ায় পৌঁছে ওই টাওয়ারেই উঠতে হবে আমাদের। কারন নীলগিরির মত এখানে সেরকম কোন রিসোর্ট বা স্থাপনা নেই। এ কারনে আমার এ ভ্রমণকে তুলনা করেছি দুধের স্বাদ ঘোলে মেটানোর সাথে।
উঁচু নিচু পাহাড়ের দুই পাশের ঘন জঙ্গল ফুঁড়ে একেবেকে চলা সরু রাস্তা ধরে গাড়ি চালিয়ে এক সময় আমরা পৌঁছে গেলাম কাংখিত গন্তব্যে।
পথিমধ্যে বাঁশঝাড়সহ নাম নাজানা অনেক বুনো গাছের তোরণ আর বৃক্ষরাজির বৃক্ষ বন্ধন ( মানব বন্ধনের অনুরূপ রাস্তার দুই পাশে সারি সারি গাছের মেল বন্ধন) দেখে মুগ্ধ না হয়ে কোন উপায় ছিল না।
আমাদের দেশে স্কুলের বাচ্চারা যেভাবে হাতে হাত ধরে রাস্তার পাশে দাঁড়িয়ে ভিআইপিদেরকে অভিবাদন জানায়, পাহাড়ি গাছগুলি যেন একইভাবে অভ্যর্থনা জানাচ্ছিল আমাদের।
তংপি চুড়ায় উঠে খানিক বিশ্রাম সেরে নিলাম।
এর পর একে একে অসংখ্য সিঁড়ি বেয়ে উঠে গেলাম একেবারে টাওয়ারের চূড়ায়। এতগুলি সিঁড়ি ভাঙতে গিয়ে কেউ কেউ হাঁপিয়ে উঠল। কিন্তু টাওয়ার চূড়ায় উঠে আশেপাশের দৃশ্য দেখে দারুণ রোমাঞ্চকর আর অভূতপূর্ব অনুভূতিতে সব কষ্ট মিলিয়ে গেল নিমিষে। পেঁজা তুলোর মত মেঘ আমাদের আশে পাশেই উড়ে যাচ্ছিল। পাহাড়, ঘন অরণ্য আর মেঘ মিলে যেন তৈরি করেছে শিল্পীর পটে আঁকা দারুণ সব চিত্রকর্ম। চলুন এক পলকে দেখে নেওয়া যাক আফ্রিকার নীলগিরির কিছু ছবি।
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৫
এম ই জাভেদ বলেছেন: থ্যাংক্স ব্র
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩১
গারো হিল বলেছেন: আপনি কি শান্তিরক্ষা মিশনে আছেন ?
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৯
এম ই জাভেদ বলেছেন: নাহ, আমি দুধের সাধ ঘোলে মিটাতে ওখানে গিয়েছি।
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৪
বিষন্ন একা বলেছেন: i am also an unlucky who yet not visit the Bandarban.....anyway u r lucky enough than me.... thank you for sharing that experience & also given a chance to known a word "TANGPI"
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৬
এম ই জাভেদ বলেছেন: থ্যাংক ইউ সো মাছ। হোপ ইউ উইল ম্যানেজ সাম টাইম টু ভিজিট নীলগিরি। আই থিংক আওয়ার নীলগিরি ইজ বেটার দ্যান দিস ওয়ান। বেস্ট অফ লাক।
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৬
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার !
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৬
এম ই জাভেদ বলেছেন:
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪২
ধুম্রজ্বাল বলেছেন: লেখা ভালো হয়েছে।
"কো ডি ভুয়া" অধরাই থেকে গেল।
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৮
এম ই জাভেদ বলেছেন: লাইবেরিয়া টু কু ডি ভুয়া - দূরত্ব কত ?
৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দারুন!
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৯
এম ই জাভেদ বলেছেন: কি দারুন? নীলগিরি আফ্রিকা না বাংলাদেশ?
৭| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৯
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভ্রমন পোস্টে সর্বদাই প্লাস ++++
২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৮
এম ই জাভেদ বলেছেন: পোস্টে মন্তব্যের জন্য নেন ধন্যবাদ ++++
৮| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৩
অথৈ সাগর বলেছেন: ভাল লাগল ।
২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩১
এম ই জাভেদ বলেছেন: শুভেচ্ছা রইল আপনার জন্য। সাথে থাকুন।
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩০
ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস !