নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এম ই জাভেদ

প্রত্যেক মানুষই প্রতিভা নিয়ে জন্মায়, কিন্তু অধিকাংশ মানুষ তা ধরে রাখতে পারেনা

এম ই জাভেদ

গুণীজনেরা বলেন, ব্লগ লেখা মানে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। আমার অনেক মোষ তাড়ানোর ইচ্ছা আছে। সমাজের অসঙ্গতি দেখলে মনটা বিদ্রোহ করতে চায়। উপায় না দেখে তখন মোষ তাড়ানোর চেষ্টা করি। দেখা যাক কতদূর কি করা যায়। কারন , ব্যস্ততা আমাকে দেয়না অবসর। ব্যস্ততার ফাঁকে চেষ্টা থাকবে ব্লগে সচল থাকার।

এম ই জাভেদ › বিস্তারিত পোস্টঃ

একটু টেঁকি সাহায্য দরকার, মুরোদ থাকলে কেউ হেল্পান

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

আমার ল্যাপটপ ( তোশিবা- স্যাটেলাইট প্র সি ৬৪০, কোর আই ৩ ) শাট ডাউন করে যদি মনিটর ভাঁজ করে ফেলি, তাহলে পুনরায় উহা অন করলে স্ক্রিন তিন ভাগ হয়ে যায়। এ থেকে উত্তরণের উপায় কি?

সমস্যাটা নিয়ে বড়ই যন্ত্রণায় আছি।

মন্তব্য ৩২ টি রেটিং +০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

ধুম্রজ্বাল বলেছেন: মনিটর কাপরের মত ভাঁজ করা যায়?
স্ক্রিন তিন ভাগ হয় ?
ওরে বাপ !! সেই রকম ল্যাপটপ ;)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

এম ই জাভেদ বলেছেন: হুম , ধুম্র জাল। ল্যাপটপ ভাঁজ করে পকেটে নিয়ে ঘুরার দিন ঘনিয়ে আসছে।

মজা না নিয়ে জানা থাকলে উপায় বাতলে দ্যান। নইলে একটানে সব ধুম্র ফুসফুসে নিয়া জামু গা।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

হেডস্যার বলেছেন:
সমাধান একটাই।
মনিটর ভাজ না করা। B-)

আমার দৌড় এই পর্যন্তই। :#)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০১

এম ই জাভেদ বলেছেন: এই তরিকাতেই চলতেসি এখন। কিন্তু বহন করতে হলে ভাঁজ না করে উপায় আছে। আমার ল্যাপটপ ডিমশন পেয়ে এখন ডেক্সটপ হয়ে গেছে। |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-)

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৩

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: কুপাইয়া ভাঁজ কইরা ফালাইছেন, তাও আবার তিন তিনডা?? B-)) B-))

ওরে কোনে কেঠা আছিস, আম্রে ধর ! =p~ =p~

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

এম ই জাভেদ বলেছেন: আরে ভুত ভাই, ভাঁজ করা বলতে মনিটর ফোল্ড করাকে বুঝিয়েছি। বুঝলেন্না? মানে ল্যাপটপ বন্ধ করে কি বোর্ডের পার্ট আর মনিটর একটার সাথে আরেকটা রেখে ল্যাপটপ ব্যাগে ঢুকিয়েছি।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৫

উড়োজাহাজ বলেছেন: দুই ভাগ দান করে ফেলেন। সহজ সমাধান। এর চাইতে ভাল বুদ্ধি জানা নাই। মাফ চাই।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫০

এম ই জাভেদ বলেছেন: উড়োজাহাজের কাছ থেকে উরাধুরা সমাধান আসবে এটাই স্বাভাবিক। :-< :-<

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০২

দি সুফি বলেছেন: তাহলে পুনরায় উহা অন করলে স্ক্রিন তিন ভাগ হয়ে যায়। এ থেকে উত্তরণের উপায় কি? বুঝাইয়া বলেন! কিরকম তিন ভাগ হয়? পরে ঠিক করেন কিভাবে? বিস্তারিত বললে সুবিধা হয়!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০১

এম ই জাভেদ বলেছেন: ভাই আপ্নেও বুঝলেন্না ? এখন তো আমার বাঘ আর শিয়াল মামার গল্প অভিনয় করে দেখাতে হবে। বাঘ খাঁচার ভেতর ছিল সেটা শিয়ালকে অভিনয় করে দেখাতে গিয়ে কিভাবে আবার খাঁচা বন্ধী হয়ে গেসিল সেই গল্পের কথা বলছি।

এখন শুনেন-
আমার ল্যাপটপে স্ক্রিন সেভার হিসাবে আমার ছবি সেট করা আছে। এখন ল্যাপটপ বন্ধ করে পুনরায় অন করলে আমার ছবি টা তিন ভাগ হয়ে দেখা যায়। এই ধরেন চোখ একটা স্ক্রিনের বাম পাশে , তার পাশে আরেকটা চোখ , তারপরে ডানপাশে শরীরের কিছু অংশ। এরপর ওই অবস্থায় ধরেন একটা পেজ ওপেন করলাম সেটাও তিনভাগে ভাগ হয়ে দেখায়। দুই তিনবার রিস্টার্ট কিংবা মাঝে মাঝে ফোর্স শাট ডাউন করলে ঠিক হয়। অনেকসময় বার বার রিস্টার্ট করেও ঠিক হয়না। পুরোটাই ল্যাপটপের মর্জির উপর চলতে হয়।
কিন্তু শাট ডাউন করে মনিটর বন্ধ না করলে সমস্যা হয়না।( কিন্তু এভাবে তো ল্যাপটপ ক্যারি করা যায়না )

আশা করি বুঝাতে পেরেছি।

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৮

পলাশমিঞা বলেছেন: মাথা তো আউলাইয়া গেল।
বিষয় কিতা খুইল্লা কন তো হুনি।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৩

এম ই জাভেদ বলেছেন: ভাই
বিষয়টা সহজভাবে চিন্তা করেন। আপনাদের কথা শুইনা তো আমিও আউলিয়া জাইতাছি !!!!!!

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১১

কালোপরী বলেছেন: আমার মুরোদ নাই

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২০

এম ই জাভেদ বলেছেন: আহারে ........ কি দুর্ভাগ্য আমার। কালো পরী, একটু ব্ল্যাক ম্যাজিক দেখিয়ে কিছু একটা করন যায় না ?

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৪

পলাশমিঞা বলেছেন: দয়া করে রাগ করবেন না।

ল্যাপটপটা কি বেশি পুরাতন?
হ্যাঁ জলে কিছু বলার নেই। ফয়তার সময় ঘনিয়ে এসেছে হয়তো। আমার একটা ছোট ভাইকে দিয়েছিলাম, সে ৬ মাস পরে কয় ভাইজান কী একটা দিলেন ২০০ ডিগরি কাইত করে কিছু দেখা যায় না। থাপ্পড় দিলে কিছু দেখা যায় লগে আমার মাথা গরম হয়ে যায়। :(

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৪

এম ই জাভেদ বলেছেন: ল্যাপটপের বয়স দুই বছর, দেখতে একেবারে নতুনের মত। বিক্রয় ডট কমের ওই ব্যাটা কিনতে পারলে খুশিতে কোমর দুলানিতে রুপবান মিলাকে ছাড়িয়ে যাবে :-P :-P :-P :-P

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৭

হাসান রাজু বলেছেন: বদলায়া ফালান । আরেকটা প্রশ্ন মনে ফাল পারতাছে, ভাঁজ করা অবস্থায় অন কইরা সাঠার উটাইলে কি মনিটর তিনগুন বড় হয় ?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৫

এম ই জাভেদ বলেছেন: অ মর জ্বালা !! ভাঁজ করা অবস্থায় ল্যাপটপ অন করুম ক্যামতে ?

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩২

মেহেদী_বিএনসিসি বলেছেন: সমস্যটা ইন্টেরেষ্টিং...........তা কবে থেকে সমস্যাটা.........? সে অনুযায়ী রিয়েষ্টোর করে দেখতে পারেন।
আর এক ল্যাপী ২বছর ধইরা সার্ভিস দিতাছে........আবার তার বিরুদ্ধে অভিযোগ করেন সবার কাছে X(( X(( আমার ৮মাস আগের ৮০০ডলারের লেনেভো আমার পিচ্চির বদৌলতে চালু অবস্থায় পানিতে ডুবে মারা গেছে। অখন আবার আরেকখান কিননের ধান্ধায় আছি :P

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪১

এম ই জাভেদ বলেছেন: সর্বনাশ!!! একেবারে সলিল সমাধি :( :( তা চেহ্লাম কবে ভাই?

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩২

পলাশমিঞা বলেছেন: তাইলে শিরনি মান্নাত করেন। ইয়া মাবুদ!!!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

এম ই জাভেদ বলেছেন: মানত করে মানুষ বাচ্চা কাচ্চা না হইলে। আমার ল্যাপটপের সেই রকম কোন সমস্যা নেই। ইহা থেকে অনেক পোস্ট ফয়দা হয়।

১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫০

দি সুফি বলেছেন: কি রকম তিন ভাগ বলতে বোঝাতে চাচ্ছিলাম ভাগটা কোন দিকে হচ্ছে? হরিজন্টাল? না ভার্টিকাল? নাকি একেকবার একেকদিকে?

খুব সম্ভবত রিবন ক্যাবল লুজ হয়ে গেছে, অথবা রিবনের কিছুটা অংশ আলগা হয়ে গেছে, নাড়াচাড়ার কারনে সমস্যাটা হতে পারে।
ডাক্তারের কাছে নিয়ে যান।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০১

এম ই জাভেদ বলেছেন: ভাই এই ত ধরতে পেরেছেন। ভারটিকাল ৩ ভাগ হয়। ডাক্তারের কাছে নেয়ার টাইম পাছছিনা। রিবন ক্যাবল কি জিনিষ ? ল্যাপটপের কব্জা ?

১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫১

পলাশমিঞা বলেছেন: তাইলে ঠিকাছে। বিপদ হের গলা ঝুলিয়ে দিয়ে বলবেন, যাও বাবা মনের মুরাদ পুরা হবেনে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০২

এম ই জাভেদ বলেছেন: :-B B:-/ B:-/ B:-/ B:-/

১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১০

দি সুফি বলেছেন: রিবনের সাহায্যে মাদারবোর্ডের সাথে মনিটরের কানেকশন দেয়া হয়। রিবনের সাথে বেশ কিছু ক্যাবলও থাকে।
ডাক্তার দেখানো ছাড়া ঠিক করার কোন অপশন নাই।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

এম ই জাভেদ বলেছেন: হুম, মনে ধরেছে আপনার ব্যাখ্যা। তাহলে তো আই ডি বি তে একবার নিতেই হয়।

সুফি ভাই কে ধন্যবাদ।

১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৮

হাসান রাজু বলেছেন: ভাই সময় থাকতে কাইটা পরেন। বেশি দিন বাকি নাই । আরও কয়টা মন্তব্য পড়লে পাগল হইয়া যাইবেন। সুফি মানুষই একমাত্র ঠিক রাস্তায় হাঠতেছেন, বাকিরা (আমি সহ) পাগল কইরা ছাড়ব।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

এম ই জাভেদ বলেছেন: পাগল বানানো অত সোজা কাম না মিয়া ভাই।

ব্লগারদের মাথার চামড়া অনেক মোটা আর

আউলা ঝাউলা জিনিষ ফিল্টার হয়ে ঢুকে । অতএব নো টেনশন।

১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৫২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: মুরোদ নাই ;)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

এম ই জাভেদ বলেছেন: মুরোদ না থাকলে ক্যাম্নে হবে ? এটলিস্ট সমবেদনা জানান। নাকি সেই মুরোদ ও আজকাল বিক্রি হয়ে যায় বিক্রয় ডট কমে :!> :!>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.