![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একলা রাতে জেগে থাকা
আমি এক পহরী
জেগে আছি এককী
পুর ফাকা এ শহরী ।
আমি এখন সব কিছুর মালিক
মাঝে মাঝে কিছু সব্দ পাই
মনে হয় ডাক দিচ্ছে কিছু শালিক ।
নাই সাথে কোন সঙ্গী সাথী
মনে চায় একবার এক ফাকে
তোমায় দেখে আছি
সেদিন থেকে মনতা শধু তোমার কথা ভাবে
যে দিন থেকে বলেছ তোমায় ভালবাসি ।
প্রিয়তমা ভাল বাস তুমি আমাকে
বলেছিলে আমায়
আমিও ভালবাসি তোমাকে
বলছি তোমায়।
১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২০
কালের সময় বলেছেন: অসংখক ধন্যবাদ সেলিম ভাই মন্তব্যের জন্য ।
তেমন কিছু লেখতে পারি না ভুলত্রুটি হলে ক্ষমা কর দিবেন নিজ গুনে ছোট ভাই মনে করে ।
২| ১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৫
মামুন ইসলাম বলেছেন: বাহা কবিতো আস্তে আস্তে প্রেম কবি হয় উঠছেন ।
সেলিম আনোয়ার ভাই বলেছেন ভালবাসা আর প্রতীক্ষার কবিতা । :`>
ভাল কবোট
১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৫
কালের সময় বলেছেন: মামুন ইসলাম ভাই ধন্যবাদ মন্তব্যের জন্য ।
তেমন আর কি লেখলাম ভাই সবে মাত্র লেখা শিখতেছি ।
৩| ১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪০
এমএম মিন্টু বলেছেন: সুন্দর লেখনী +++
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: ভালবাসা আর প্রতীক্ষার কবিতা । :!>