![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঙালি জাতির মনীষার এক আশ্চর্য প্রকাশ হোলো কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর । বহুমুখী বিচিত্র সাহিত্য-প্রতিভার জন্য শুধু নয়, তার ভাব,,ভাষা এবং বিষয় বস্তুর গভীরতার জন্য তিনি সকলের কাছে অনন্য । সত্য,,সুন্দর,,এবং কল্যান এই তিন মীলে বিশ্বজননীর বোধের উপর তার সকল সৃষ্টিকর্ম প্রতিষ্ঠিত ও পরিচালনা । বাংলা সাহিত্যের এমন কোন শাখা নেই যেখানে তিনি তার জাদুকারী স্পর্শ
লাগেনী । সুদীর্ঘ জীবনের অনেকতা সময় তিনি সাহিত্য সাধনার পাশাপাশি সমাজকর্ম ও জমিদারি কাজে নিয়োজিত ছিলেন ।
কবি হোলেও তিনি সর্ব সময় সকল মানুষকে সৎ কাজের জন্য অনুপ্রাণিত করেছেন ।বাংলা সাহিত্যে তিনিই এক মাত্র নোবেল বিজয়ী পুরুষ কবি ।
রবীন্দ্রনাথ ঠাকুরের জম্ম ও পরিবারিক ঐতিহ্যঃ
রবীন্দ্রনাথ ঠাকুরের জম্ম হয় ২৫ শে বৈশাখ ১২৬৮ বাংলা সাল ,, ১৮৬১ খ্রিষ্টাব্দে কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে ।তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী । রবীন্দ্রনাথ ছিলেন পিতামাতার চতুর্দশ সন্তান ।
পারিবারিক রীতি অনুযায়ী চার পাচ বছর বয়সে গৃহশিক্ষকের কাছেই রবীন্দ্রনাথ ঠাকুরের পড়াশুনা শুরু হয় । বাংলা,ইংরেজি,,সংস্কৃত,,বিজ্ঞান,,অস্থিবিদ্যা ইত্যাদি বিষয়ে তিনি শৈশবে পাঠ গ্রহন করেছেন । ছয় বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর ওরিয়েন্টাল সেমিনারিতে ভর্তি হন ।বাঙালি জাতির মনীষার এক আশ্চর্য প্রকাশ হোলো কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর । বহুমুখী বিচিত্র সাহিত্য-প্রতিভার জন্য শুধু নয়, তার ভাব,,ভাষা এবং বিষয় বস্তুর গভীরতার জন্য তিনি সকলের কাছে অনন্য । সত্য,,সুন্দর,,এবং কল্যান এই তিন মীলে বিশ্বজননীর বোধের উপর তার সকল সৃষ্টিকর্ম প্রতিষ্ঠিত ও পরিচালনা । বাংলা সাহিত্যের এমন কোন শাখা নেই যেখানে তিনি তার জাদুকারী স্পর্শ
লাগেনী । সুদীর্ঘ জীবনের অনেকতা সময় তিনি সাহিত্য সাধনার পাশাপাশি সমাজকর্ম ও জমিদারি কাজে নিয়োজিত ছিলেন ।
কবি হোলেও তিনি সর্ব সময় সকল মানুষকে সৎ কাজের জন্য অনুপ্রাণিত করেছেন ।বাংলা সাহিত্যে তিনিই এক মাত্র নোবেল বিজয়ী পুরুষ কবি ।
রবীন্দ্রনাথ ঠাকুরের জম্ম ও পরিবারিক ঐতিহ্যঃ
রবীন্দ্রনাথ ঠাকুরের জম্ম হয় ২৫ শে বৈশাখ ১২৬৮ বাংলা সাল ,, ১৮৬১ খ্রিষ্টাব্দে কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে ।তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী । রবীন্দ্রনাথ ছিলেন পিতামাতার চতুর্দশ সন্তান ।
পারিবারিক রীতি অনুযায়ী চার পাচ বছর বয়সে গৃহশিক্ষকের কাছেই রবীন্দ্রনাথ ঠাকুরের পড়াশুনা শুরু হয় । বাংলা,ইংরেজি,,সংস্কৃত,,বিজ্ঞান,,অস্থিবিদ্যা ইত্যাদি বিষয়ে তিনি শৈশবে পাঠ গ্রহন করেছেন । ছয় বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর ওরিয়েন্টাল সেমিনারিতে ভর্তি হন ।
তার বছর খানেক পর রবীন্দ্রনাথ নর্মাল স্কুলে,,তার পরে বেঙ্গল একাডেমিতে পড়া লেখা করেন । কলকাতায় বিখ্যাত সেন্ট জেভিয়ার্স স্কুলেও তিনি কিছুদিন পড়া লেখা করেন । একই স্কুলে অনেক দিন পড়া,, লেখা করতে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর পষন্দ করতেন না । পরে রবীন্দ্রনাথ ঠাকুরের অভিভাবকেরা অনেক চিন্তিত হয়ে পরলেন তাকে নিয়ে এক সময় তাকে ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে যেতে হয় । প্রথমে ব্রাইটনে পরে লন্ডন বিশ্ববিদ্যালয়ে দের বছর পড়াশুনার পরে তিনি দেশে ফিরে আসেন।
ইতোমধ্যে তার সাহিত্য প্রতিভার উম্মেষ ঘটে এবং বিভিন্ন পত্রিকায় তার লেখা প্রকাশিত হয় ।
জোড়াসাঁকোর রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সর্ব কালের সাহিত্যের অনুকূল হওয়া বইতি। দাদার ভালবাসা ও অনুপ্রেনায় চৌদ্দ বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর বনফুল নামের একটি কাব্য রচনা করেন ।এরপর থেকেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবি কাহিনী ,,সন্ধ্যাসংগীত,,প্রভৃতি কাব্য আর অনেক একের পর এক প্রকাশিত হয় ।
২৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬
কালের সময় বলেছেন: ধন্যবাদ এমএম মিনটু
২| ২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৪০
সেলিম আনোয়ার বলেছেন: Amar priokobi
২৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
কালের সময় বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই মন্তব্যের জন্য
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:১৭
এমএম মিন্টু বলেছেন: সুন্দর একটি পোষ্ট