![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ ।
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ড় ঢ় য় ৎ ং ঃ ঁ
।া ি ী ু ূ ৃ ে ৈ ো ৌ ্য্র।
দিয়ে শুরু হলো মোদের বাংলাভাষা । শরু হলো মোদের মায়ের ভাষা ।
শুরু হলো মোদের রক্তের ভাষা।
আর এর সূত্র ধরেই আমাদের প্রিয় বাংলাভাষা অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেলো। শুধু আমাদের দেশে নয় উন্নত বিশ্বের অনেক দেশেই আমাদের ভাষা দিবস অমর একুশে ফেব্রুয়ারি পালন করা হয়।
ভাষা দিবসের এ স্বীকৃতির মধ্যে আমাদের পুরো বাঙ্গালী জাতি এখন সারা বিশ্বসভায় এক মহা গৌরবের আসনের অধিকারী ।
আমাদের সকলের জানা আছে ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারিতে বাংলা ভাষার জন্য শহীদ হয়েছিলেন রফিক সালাম বরকত জব্বার সফিউর সহ আর অনেকে যুবক ভাই। আমাদের জাতিসত্তা নির্মাণে এবং আজকের
স্বাধীন বাংলাদেশের ভাষা প্রতিষ্ঠায় ও দেশের স্বাধীনতা প্রতিষ্ঠায় তাঁদের অবদান চিরস্মরনীয় হয়ে থাকবে । সেদিন আমার ভাইয়েরা সেদিন আমার এই বাংলা মায়ের সন্তানেরা বহু রক্ত দিয়েছিলো এবং তারা অকাতরে নিজের জীবন দিয়েছিলো বলেই পূর্ব বাংলার বাঙালিরা বাংলা ভাষাকে রাষ্ট্রিয় ভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত করতে পেরেছিল।
এবং তা ছিল বাঙালি জাতির জন্য একটি জাতিয় গৌরবের বিষয় । ১৯৫৩ সাল থেকে ৯৯ সাল পযন্ত আমরা তাদের ত্যাগের স্মৃতিকে জাতীয় শহীদ দিবস হিসেবে পালন করে এসেছি। শুরু হলো ২০০০ সাল আর ২০০০ সালের একুশেফেব্রুয়ারির দিনটি ছিল আমাদের বাঙালি জাতির জীবনে এক অন্যরকম দিন ।যে দিনটিতে সারা পৃথিবীর ১৮৮টির মতো দেশে এক সঙ্গে বাংলার একুশেফেব্রুয়ারি আন্তরজাতিক মাতৃভাষা হিসেবে পালিত হয়।এ গৌরবের অংশীদার এ দেশের আমরা প্রতিটি বাঙালি ।জম্ম থেকে শুরু মৃত্যু আগে পযন্ত শুরু এবং শেষ আমাদে বাঙালিদের সকলের মুখের ভাষা হৃদয়ের ভাষা মাত্বৃভূমির ভাষা বাংলা ভাষা।
কবিতাঃ
বাংলার সর্ব লোকের সর্ব আসা
ছোট থেকে বড়
বড় থেকে ছোট
সকলের মুখে একটি কথা
আমাদের সকলের মনে একটি আসা
সে হলো আমাদের মুখের বাংলা ভাষা।।
করেছি মোরা যে আলোকিত আসার জয়
হয় না কখনো যেন তার ক্ষয়।
কথা দিলাম করবো না
মাগো তার অবক্ষয়
অনেক কষ্টে তোমার দামাল ছেলেরা
করেছে যার বিজয়।
একুশে ফেব্রুয়ারি আমার তোমার সকলের আরাদনা।
এ যে হলো আমাদের বড় চেতনা ।।
অনেক রক্তের বিনিময়ে চাওয়া
বাংলা মাগো তোমার কাছে তারই পুরুষ্কার পাওয়া।।
আমার ভাইদের করতে হয়েছে অনেক আরাদনা
তার পরেই পেয়েছি একুশে চেতনা।।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৩
কালের সময় বলেছেন: কি বলছেন নিলু ভাই সকল ক্ষেত্রে মানে আমিতো মনে করি সকালে ঘুম থেকে উঠা শুরু করে আবার রাতে ঘুমানো পযন্ত বাংলা অক্ষরের প্রয়োজন আছে।
ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মন্তব্যটির জন্য।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: মোটামুটি ভালো লেগেছে।
কিছু টাইপো আছে।
আশা করি ঠিক করে নেবেন। ভালো থাকবেন।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০১
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভাইয়া । ধন্যবাদ ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য ।ঠিক করে দিচ্ছি।
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:০৬
জাফরুল মবীন বলেছেন: একুশের চেতনা সবার মধ্যে জাগ্রত হোক -এ কামনা করি।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০১
কালের সময় বলেছেন: ধন্যবাদ প্রিয় মবীন ভাই
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৯
চাঁদগাজী বলেছেন:
আসলেই, ২১ আপনার চেতনা?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩৯
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন ।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৩
নিলু বলেছেন: সকল ক্ষেত্রে কি বাংলা অক্ষর লেখা হচ্ছে ? লিখে যান