![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি যে হাতে পড়েছ রেশমী চুড়ি
তোমার সে হাতে দেব একগুচ্ছ রঙ্গিন ঘুড়ি
কোন বই মেলায় তোমার আমার হয় যদি দেখা করে ভুল
সেখানেও দেব তোমায় এক গুচ্ছ প্রেম কবিতার ফুল ।
তুমি আমি এক সঙ্গে হাটবো পথে পান্তরে
থামবো সেথায় সেই নীল তেপান্তরে
সেখানে দিলে কেও বাঁধা
তাকে আমরা শেখাবো প্রেমের মালা গাথাঁ
একটি সময় এসে আমি হবো কৃষ্ণ
তুমি হবে বন্ধু রাঁধা ।
দুজনে নেব দুজনের সুভাস
হয়ে দিগন্ত হারা
দেখবে চেয়ে মাথার ওপর হয়ে ছায়া
আছে বনে যত কৃষ্ণচূড়া ফুল তারা ।।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০৬
কালের সময় বলেছেন: ধন্যবাদ মিন্টু ভাই ।
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৭
আমি মিন্টু বলেছেন: ভালোই লাগলো কবিতা ।