| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহির মাহাসিন
সাধারনত্বের মাঝে আমি। সাধারন ভাবেই ভাবতে চাই সবকিছু
আমি অনেক কারণেই ইসলাম মানিনা। কারণগুলো নিন্মরুপ:
১। সকালে মধুর ঘুম ফেলে ওযু করে মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়া সম্ভব নয়।
২। দুপুরে গুরুত্বপূর্ণ কাজ ফেলে মসজিদে গিয়ে যোহরের নামাজ পড়া সম্ভব নয়।
৩। বান্ধবীর সঙ্গ বাদ দিয়ে মসজিদে গিয়ে আসরের নামাজ পড়া সম্ভব নয়।
৪। বন্ধুদের আড্ডা মিস করে মসজিদে গিয়ে মাগরীবের নামাজ পড়া সম্ভব নয়।
৫। সারাদিনের কর্মব্যস্ততা শেষে আমি ক্লান্ত, সুতারং মসজিদে গিয়ে এশার নামাজ পড়া সম্ভব নয়।
৬। নারী দেহের প্রতি আমার আকর্ষণ কিন্তু ইসলাম আমাকে ইচ্ছাকৃতভাবে অন্য নারীর দিকে তাকাতে নিষেধ করে তাই ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।
৭। আমি বান্ধবীর সাথে অনেক মিথ্যা কথা বলি কিন্তু ইসলাম মিথ্যা কথা বলতে আমাকে নিষেধ করে তাই ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।
৮। আমি চাকরী করি। চাকরীর টাকায় বিলাসী জীবন কাটানো সম্ভব নয়। তাই বিলাসী জীবন যাপনের জন্য আমি ঘুষ খাই, দূর্নীতি করি কিন্তু ইসলাম আমাকে দূর্নীতি করতে নিষেদগ করে। তাই ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।
৯। আমি আমার বৌয়ের সন্তুষ্টির জন্য বাবা মার থেকে আলাদা থাকি। যদিও এতে বাবা মা কষ্ট পায় কিন্তু আমি আমার বৌকে নিয়ে সুখে আছি। কিন্তু ইসলাম বাবা-মাকে কষ্ট দিতে কঠোরভাবে নিষেধ করেছে তাই আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।
১০। আমি অন্য ধর্মের অনুসারীদের অবহেলা করি কিন্তু ইসলাম আমাকে অন্য ধর্মের অনুসারীদের সম্মান করতে বলে তাই আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।
১১। আমি রাস্তায় মেয়েদের উত্তক্ত করি কিন্তু ইসলাম মেয়েদের উত্তক্ত করতে নিষেধ করে তাই আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।
১২। ইসলাম "সামাজিক প্রয়োজন ও যৌক্তিক কারণে সবার প্রতি সমান ভালবাসা ও সম্মান" পূর্বক একের অধিক বিয়ের কথা বলে কিন্তু আমি আমার বৌকে না জানিয়ে শারীরিক চাহিদার কারনে একের অধিক বিয়ে করেছি তাই আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।
১৩। আমি নারীদের প্রতি আসক্ত। আমি নিয়মিত পতিতালয়ে যাই কিন্তু ইসলাম বিয়ে ব্যতিরেকে শারীরিক সম্পর্ক কঠোরভাবে নিষেধ করেছে, প্রয়োজনে রোযা পালনের কথা বলেছে। কিন্তা তা মান্য করা আমার সম্ভব নয়। সুতারং আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।
১৪। ইসলাম পরকীয়া নিষেধ করে কিন্তু আমি পরকীয়া করি। তাই আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।
১৫। ইসলাম নির্জনে একাকী নারী-পুরুষের অবস্থান নিষেধ করে। কিন্তু আমি নারীর সাথে নির্জনে অবস্থান পছন্দ করি। তাই আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।
১৬। ইসলাম বলে, প্রতিবেশী অভূক্ত থাকা অবস্থায় যেন আমি পেট ভরে না খাই। এবং আমার খাবারের একটা অংশ যেন আমার প্রতিবেশীকে দেই। কিন্তু নিজেট গাটের টাকা খরচ করে অন্যকে খাওয়াইতে আমি রাজি না। তাই আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।
১৭। ইসলাম সবার প্রতি সমান আচরণের কথা বলে কিন্তু আমি আমার থেকে নিচু অবস্থার মানুষকে অবজ্ঞা করি। তাই আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।
১৮। ইসলাম বলে আমার সঞ্চয় করা টাকা, গহনার ২.৫০% প্রতি বছর যাকাত দিতে। কিন্তু আমি আমার কষ্টের উপার্জন অন্যকে দিতে রাজি নই। তাই আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।
১৯। ইসলাম আমাকে সর্ব শক্তিমান আল্লাহর উপর বিশ্বাস আনতে বলে। কিন্তু আমি বাস্তববাদী। যাহাকে কখোনো চর্মচক্ষে দেখি নাই তাহাকে বিশ্বাস করা সম্ভব নয়। তাই আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।
২০। আমি মনে করি মৃত্যুর সাথে সাথে আমার জীবনের অবসান ঘটবে কিন্তু ইসলাম বলে মৃত্যুর পরেও নাকি জীবন আছে এবং সেই জীবনে পৃথিবীতে করা আমাদের সকল ভাল-মন্দের বিচার হবে। ভাল কাজের কন্য পুরষ্কার দেয়া হবে এবং খারাপ কাজের জন্য শাস্তি দেয়া হবে। সুতারং, আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।
২১। ইসলাম বলে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। কিন্তু আমি রাস্তায় কোনো অন্যায় দেখলে 'আমার কিছু হয়নি' বলে অন্যত্র চলে যাই। তাই আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।
২২। ইসলাম বলে, খারাপ কাজ থেকে দুরে থাকতে এবং ভাল কাজ দিয়ে খারাপের মোকাবিলা করতে। কিন্তু আমি তা করি না। তাই আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।
২৩। ইসলাম আমাকে কোনো যৌক্তি কারন ব্যতিরেকে প্রাণী হত্যা করতে নিষেধ করে কিন্তু শিকারের নামে অহরহ প্রানী হত্যা করি। সুতারং আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।
২৪। ইসলাম বলে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করতে এবং তার দোষ গোপন রাখতে এবং তার ভূল ধরিয়ে দিতে কিন্তু আমি সারাক্ষণ আমার প্রতিবেশীর দোষ খুজে বেড়াই এবং অন্যের কাছে প্রতিবেশীর বদনাম করতে থাকি। সুতারং আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।
২৫। ইসলাম অন্যের সম্পর্কে মিথ্যা অপবাদ দিতে নিষেধ করে। কিন্তু আমি রাজনীতি করি। অন্যের নামে অপবাদ তো আমাকে দিতেই হবে। সুতারং আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১
আহির মাহাসিন বলেছেন: ধন্যবাদ
২|
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪
রামন বলেছেন:
আপনি যদি দুশ্চরিত্র ও হীন মানসিকতাসম্পন্ন ব্যক্তি হয়ে থাকেন তাহলে ইসলাম করেন বা নাই বা করেন উপরোক্ত কাজগুলো আপনার দ্বারা সম্ভব। যার জলন্ত প্রমান সাইদী -গো আজম গং।
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
আহির মাহাসিন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনি মনে হয় আমার লেখা বুঝতে পারেন নাই।
৩|
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭
অন্যায়ের প্রতিবাদী মানব বলেছেন: ২৫ নং টি বুঝলামনা । লেখার ভিতর রহস্য লুকিয়ে আছে
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪
আহির মাহাসিন বলেছেন: ধন্যবাদ। কিছু রহস্য অবশ্যই আছে।
৪|
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮
কাজী রহমতুল্লাহ বলেছেন: ইসলাম এক নিষ্টুরতম ধর্ম তাই নিয়েই আমার ক্ষোভ
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯
আহির মাহাসিন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার কথার সপক্ষে যুক্তি ও ব্যাখ্যা দিলে আমার বুঝতে সুবিধা হত।
৫|
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১
নিষ্কর্মা বলেছেন:
আপ্নে যা যা বললেন, সেই কথাগুলো সত্য।
তবে কেসেটে সেক্স-আলাপ করলে ইসলাম পালন করা যায় কিনা, সেইটা জিজ্ঞাস্য থাকল।
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৭
আহির মাহাসিন বলেছেন: ১৪, ২২ নং দেখুন
৬|
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
অন্যায়ের প্রতিবাদী মানব বলেছেন: রামন এখানে সাঈদী আসলো কেন ????
৭|
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪
ভিটামিন এ বলেছেন: কি উদ্দেশ্য করে লিখেছেন জানি না, তবে ভাল লিখেছেন। ইসলাম এর খাতিরে যারা এসব মেনে চলে আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে এমন শান্তি দান করেন যা সে দুনিয়ার সব সম্পদ ব্যয় করেও পাবে না।
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮
আহির মাহাসিন বলেছেন: ধন্যবাদ ।
৮|
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৮
অন্যায়ের প্রতিবাদী মানব বলেছেন: ২৫ নং সংসধনের জন্য ধন্যবাদ ।
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯
আহির মাহাসিন বলেছেন: ধন্যবাদ ।
৯|
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩২
ভ্রমন কারী বলেছেন: ধন্যবাদ
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৫
আহির মাহাসিন বলেছেন: ধন্যবাদ ।
১০|
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩২
পুরোনো পাপী বলেছেন: good 1 Oneker mathar upre diya gese dekhlam :p
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭
আহির মাহাসিন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
১১|
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬
মোবারক হোসেন রুবেল বলেছেন: ১৯। ইসলাম আমাকে সর্ব শক্তিমান আল্লাহর উপর বিশ্বাস আনতে বলে। কিন্তু আমি বাস্তববাদী। যাহাকে কখোনোচর্মচক্ষে দেখি নাই তাহাকে বিশ্বাস করা সম্ভব নয়। তাই আমার পক্ষে ইসলাম অনুসরণ করা সম্ভব নয়।
১২|
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪
শোয়েব হাসান বলেছেন: Sundor
১৩|
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯
দুর্বার বলেছেন: অসম্ভব সুন্দর করে গুছিয়ে লিখেছেন। অনেকেই না বুঝে কমেন্টস করছে দেখে হতাস হলাম!
হায়রে পাব্লিক, সাইদি মানে কি ইসলাম। যত্তসব াবাল গুষ্টির লোকজন।
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২২
আহির মাহাসিন বলেছেন: সম্পূর্ণ পড়ার জন্য ধন্যবাদ।
১৪|
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩১
গ্রাম্যবালিকা বলেছেন: সুন্দর পোষ্ট। ইসলাম শান্তির ধর্ম।
ইসলাম পালন করার জন্য, ব্যবহার করার জন্য নয়।
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৭
আহির মাহাসিন বলেছেন: ধন্যবাদ।
১৫|
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৭
পিওর গাধা বলেছেন: পোষ্ট টি ষ্টিকি করা হলে খুশি হতাম।
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০২
আহির মাহাসিন বলেছেন: অনেক ধন্যবাদ।
১৬|
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১২
নিয়েল ( হিমু ) বলেছেন: সুন্দর লিখেছেন । প্লাস দিলাম ।
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৫
আহির মাহাসিন বলেছেন: অনেক ধন্যবাদ।
১৭|
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫২
পরিবেশ বন্ধু বলেছেন: : দৃষ্টি আকর্ষণ
ধর্ষক দের ফাসি চাই
পাশাপাশি আওয়াজ তুল
মধ্যযুগের বর্বরতা
সবাই আওয়াজ তুল
ভারতের হায়নাদের কবল থেকে মুক্ত চাই বাঙ্গালী
বিএস এফের বিচার চাই
অন্যায় ভাবে সিমান্তে হত্তা বন্ধ হোক করতে হবে
১৮|
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৬
বাতাসের রূপকথা বলেছেন: কতগুলো কুনো ব্যাঙ বাংলাদেশে গর্তের মধ্যে লুকিয়ে থাকে। আর ইসলাম ধর্ম নিয়ে কিছু বললে সাথে সাথে জামাত নামের রাজনৈতিক পার্টিকে বোঝে। দুনিয়ার তাবৎ কোন কিছু তাদের মাথায় ধরে না। এগুলোরে শ্রেফ প্রতিদিন জুতা মারা দরকার তাদের চেতনা ফিরিয়ে আনার জন্য।
১৯|
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৬
ফারজানা শিরিন বলেছেন: বাতাসের রূপকথা বলেছেন: কতগুলো কুনো ব্যাঙ বাংলাদেশে গর্তের মধ্যে লুকিয়ে থাকে। আর ইসলাম ধর্ম নিয়ে কিছু বললে সাথে সাথে জামাত নামের রাজনৈতিক পার্টিকে বোঝে। দুনিয়ার তাবৎ কোন কিছু তাদের মাথায় ধরে না। এগুলোরে শ্রেফ প্রতিদিন জুতা মারা দরকার তাদের চেতনা ফিরিয়ে আনার জন্য।
ভালো বলেছে !!!
আর পোস্ট তা অনেক বেশি ভালো লাগলো ।
২০|
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪
মো: আজিজ মোর্শেদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ এই সুন্দর পোসইটর জন্য। আমি ইসলামকে মনে প্রানে মানি। এগুলোর অনেকটা মেনে চলি আবার অনেক গুলো শয়তানের ধোকায় মানা হয় না।
২১|
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫২
একজন ঘূণপোকা বলেছেন: +++++
২২|
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮
শের শায়রী বলেছেন: ভাল হয়েছে। +++++
২৩|
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৩
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: সুন্দর স্যাটায়ার। যাদের মাথার উপর দিয়ে গেসে তাদের আর কি কমু। ঐরকম মানুষ যুগে যুগে অঢেল পরিমাণে থাকে।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩
আইতাছে বলেছেন: ভালো লিখছেন