![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
=ইতিহাসকে যথাযথ ভাবে অবলম্বন করে যে উপন্যাস রচিত হয় তাকে ঐতিহাসিক উপন্যাস বলে। ইতিহাসের মূল কাহিনিকে পূর্ণ অনুসরণ না করা হলে তা ঐতিহাসিক উপন্যাস হবে না।
একটি ঐতিহাসিক উপন্যাসের ৩টি বৈশিষ্ট থাকবে।
১. এটি মূল কাহিনিকে ভিন্ন ভাবে উপস্থাপন করবে না।
২. অতীতের আর্থ-সামাজিক,সাংস্কৃতিক, রাজনৈতিক অবস্থাকে সে পরিবেশের আলোকে উপস্থাপন করতে হবে।
৩. ইতিহাসকে বিকৃত না করে মূল ঘটনার সাথে মিল রেখে উপন্যাসিক কোন কল্পিত চরিত্রকে উপন্যাসে যোগ করতে পারেন।
বিশ্ববিখ্যাত ঐতিহাসিক উপন্যাস
• “আইভানহো” ( স্যার ওয়াল্টার স্কট)
•“চেঙ্গিস খান” (ভাসিলি ইয়ান)
•“ওয়ার এন্ড পিস” (লিও টলস্টয়)
বাংলা সাহিত্যে ঐতিহাসিক উপন্যাসগুলো হল।
১. বঙ্কিম চন্দ্রচট্টোপাধ্যায় (রাজসিংহ, আনন্দমঠ)
২. মীর মশাররফ হোসেন (বিষাদসিন্ধু)
২| ২৮ শে মে, ২০১৭ রাত ১০:৫৯
আনাছ আল জায়েদ বলেছেন: কিসের উদাহরণ দেইনি? আর যুদ্ধের কাহিনি নিয়ে লিখলেই সেটা ঐতিহাসিক উপন্যাস হবে কে বলেছে?
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৭
চাঁদগাজী বলেছেন:
আপনি তো উদাহরণ দেননি! আফগান যুদ্ধের উপর উদাহরণ স্বরূপ ৪০০/৫০০ পৃষ্ঠার ১টা উপন্যস লিখেন; আমরা সেটা থেকে শিখবো।