নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমার বাবার (কে. এম. টি হুসেইন) হাতে সরকারী এই ক্যালেন্ডারটি মুদ্রিত ও প্রকাশিত হয়। বাবা তখন পূর্ব পাকিস্তান সরকারের কেন্দ্রীয় মুদ্রণালয় East Pakistan Government Press বর্তমানে Bangladesh Government Press এর শ্রমকল্যাণ কর্মকর্তা এবং S & G A Department (সিকিউরিটি এন্ড জেনারেল এডমিনিস্ট্রেশন ডিপারটমেন্ট) এর ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
তিনি স্পেশাল অফিসার হিসেবে এই ক্যালেন্ডারটি মুদ্রণ করে ২৫ মার্চ রাতে আত্মগোপন করে মুক্তিযুদ্ধে চলে যান। দেশ স্বাধীন হবার পরে বঙ্গবন্ধু বাবাকে স্বাধীন বাংলাদেশের Bangladesh Government Press এর সিবিএ সভাপতি নির্বাচিত করেন।এই ক্যালেন্ডারটির কথা বাবা জীবিতাবস্থায় অনেক বলেছেন এবং খুঁজেছে কিন্তু পাননি, গত ১০ মার্চ ২০২০ আমার মায়ের মৃত্যুর পরের দিনে তার একটি পুরাতন ব্যাগ ঘেটে এই ক্যালেন্ডারটি পেলাম।
আমার ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা পিতার অনেক স্মৃতি, মুক্তিযুদ্ধের বিভিন্ন কাগজপত্র এবং তার কিছু দুর্লভ সংগ্রহ বর্তমানে আমার ব্যক্তিগত সংগ্রহে আছে।
(ড. তপন বাগচীর সম্পাদিত ও প্রকাশিত 'মুক্তিযুদ্ধে গোপালগঞ্জ' গ্রন্থে আমার বাবার মুক্তিযুদ্ধের ইতিহাস অংশে এই তথ্যটি পরবর্তী সংস্করণে সংযুক্ত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি)
২৬ শে মার্চ, ২০২০ রাত ১১:২৬
জায়েদ হোসাইন লাকী বলেছেন: ধন্যবাদ।
২| ২১ শে মার্চ, ২০২০ রাত ১:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একুশে টেলিভিশনে ড.তপনবাগচী আমার কলিগ ছিলেন।
এখন তিনি কোথায় আছেন জানিনা। আপনার বাবার প্রতি
রইলো আমার স্বশ্রদ্ধ সালাম। তার আত্মার মাগফেরাত
কামনা করছি।
২৬ শে মার্চ, ২০২০ রাত ১১:২৭
জায়েদ হোসাইন লাকী বলেছেন: ধন্যবাদ স্যার। তপন দা এখন বাংলা একাডেমির উপ পরিচালক পদে কর্মরত আছেন।
৩| ২১ শে মার্চ, ২০২০ ভোর ৬:৪০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার মরহুম পিতার আত্মার মাগফিরাত কামনা করছি। দুর্লভ এই ক্যালেন্ডারটি ল্যামিনেটিং করে আরও দীর্ঘদিন সংরক্ষণের জন্য অনুরোধ করছি।
২৬ শে মার্চ, ২০২০ রাত ১১:২৮
জায়েদ হোসাইন লাকী বলেছেন: ধন্যবাদ। হেনা ভাই । রেখেছি
৪| ২১ শে মার্চ, ২০২০ সকাল ৯:৩২
রাজীব নুর বলেছেন: আপনার বাবার প্রতি শ্রদ্ধা রইলো।
২৬ শে মার্চ, ২০২০ রাত ১১:২৮
জায়েদ হোসাইন লাকী বলেছেন: ধন্যবাদ। বন্ধু
৫| ০৩ রা এপ্রিল, ২০২০ সকাল ৭:১০
ডঃ রুহুল আমিন চৌধুরী। বলেছেন: আপনার বাবার তৈরিকৃত ১৯৭১ খৃস্টাব্দের এই ক্যালেন্ডারের কোনো বিশেষত্ব আছে কি ? না কি গতানুগতিক ক্যালেন্ডার ? বিশেষত্ব বলতে আমি বুঝাতে চাইছি, মুক্তিযুদ্ধের বছরের ক্যালেন্ডারে যদি ০২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলন, ০৩ মার্চ পল্টন ময়দানে ইশতেহার পাঠ, ২৩ মার্চ পল্টন ময়দানে পতাকা উত্তোলন, গার্ড অব অনার প্রদান, মারচ পাস্ট, গা্ন ফায়ার, ১০ এপ্রিল মুজিব নগার সরকার গঠন প্রভৃতি বিশেষ দিবস সমুহকে বিশেষভাবে চিহ্নিত করা ?
৬| ১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৪
বিড়ি বলেছেন: আসলেই জীবনের শ্রেষ্ঠ সংগ্রহ
১৮ ই মে, ২০২০ রাত ৯:৫০
জায়েদ হোসাইন লাকী বলেছেন: ভালোবাসা
৭| ১৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০০
ইসিয়াক বলেছেন: শুভ নববর্ষ ভাইয়া্
১৮ ই মে, ২০২০ রাত ৯:৫০
জায়েদ হোসাইন লাকী বলেছেন: ভালোবাসা
©somewhere in net ltd.
১| ২১ শে মার্চ, ২০২০ রাত ১:০১
নেওয়াজ আলি বলেছেন: বেশ ভালো ।