নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী। facebook.com/Lucky.Jayed.Husain

জায়েদ হোসাইন লাকী

সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী

জায়েদ হোসাইন লাকী › বিস্তারিত পোস্টঃ

বিশ্বব্যাপী আধুনিক দাসত্ব, একটি নৃশংস বাস্তবতা।

২৪ শে মার্চ, ২০২৩ রাত ১০:৪৩



ওয়াক ফ্রি ফাউন্ডেশন দ্বারা প্রকাশিত ২০২৮ সালের গ্লোবাল স্লেভারি ইনডেক্স অনুসারে, বিশ্বের ১৬৭টি দেশে আনুমানিক ৪০.৩ মিলিয়ন মানুষ কোনো না কোনো ধরনের দাসত্বের মধ্যে রয়েছে। যদিও কিছু দেশ শেষ পুনরাবৃত্তির তুলনায় উন্নতির লক্ষণ দেখিয়েছে। ২০১৬ সালে চার্ট নির্দেশ করে যে, বেশিরভাগ জায়গায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

২০১৬ সালে ভারত ছিল সেই দেশ যেখানে আনুমানিক ১৮.৪ মিলিয়ন আধুনিক ক্রীতদাস সহ সবচেয়ে বেশি মানুষ দাস-সদৃশ অবস্থায় বাস করে। ২০১৮ সালে এই সংখ্যাটি উল্লেখযোগ্যভাবে কমে প্রায় আট মিলিয়নে নেমে এসেছে। এটি এখনও এই র‌্যাঙ্কিংয়ে এশিয়ান দেশটিকে শীর্ষস্থানে রাখে, চীন ৩.৯ মিলিয়নের সাথে অনুসরণ করে। গণপ্রজাতন্ত্রীতে দুই বছর আগে জোরপূর্বক শ্রম এবং জোরপূর্বক বিবাহের শিকার কম ছিল, পাকিস্তানের মতোই, যা তার আধুনিক দাসদের সংখ্যা ৫২ শতাংশ বাড়িয়ে ৩.২ মিলিয়নে উন্নীত করেছে।

ওয়াক ফ্রি ফাউন্ডেশন আধুনিক ক্রীতদাসদের কর্মক্ষেত্রে অপব্যবহার, ঋণের বন্ধন, জোরপূর্বক বিবাহ এবং যৌন পাচারের শিকার হিসাবে শ্রেণীবদ্ধ করে। যেহেতু সুনির্দিষ্ট সংখ্যা পাওয়া প্রায় অসম্ভব, তাই ৪৮ টি দেশে গ্যালাপ পোল থেকে ডেটা বিশ্লেষণের পাশাপাশি সশস্ত্র সংঘাত, শ্রম আইন সহ প্রশাসনিক সমস্যা, মৌলিক অভাবের মতো ব্যক্তি- এবং দেশ-স্তরের ঝুঁকির কারণগুলির মূল্যায়নের মডেল তৈরি করেছে। চাহিদা, অভিবাসী এবং নারীদের মত অধিকার বঞ্চিত গোষ্ঠীর অবস্থা এবং সেইসাথে দেশগুলিতে সাধারণ বৈষম্যের মাত্রা তার প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
(চলবে)

সম্পাদনা
জায়েদ হোসাইন লাকী
২৪ মার্চ ২০২৩

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২৩ রাত ১০:৫৪

সোনাগাজী বলেছেন:




আপনি নিজের ভাবনানুসারে বলেন, বাংলাদেশে আধুনিক অর্থনৈতিক ক্রীতদাসের পর্যায়ে মানুষ আছে কিনা?

২| ২৪ শে মার্চ, ২০২৩ রাত ১০:৫৫

সোনাগাজী বলেছেন:



আপনার রাজনীতির কি হলো? এখন কোন দলে আছেন নাকি?

২৪ শে মার্চ, ২০২৩ রাত ১১:০১

জায়েদ হোসাইন লাকী বলেছেন: কেমন আছেন গুরু? বাংলাদেশে আধুনিক অর্থনৈতিক ক্রীতদাসের পর্যায়ে প্রায় ৭,৫ মিলিয়ন এর বেশি মানুষ আছে। এটা পরের পর্বে লিখবো। আমি রাজনীতি থেকে বিদায় নিয়েছি। আমার মতো অতি সাধারণ মানুষ এ দেশের রাজনীতিতে প্রসিদ্ধ না।

৩| ২৪ শে মার্চ, ২০২৩ রাত ১১:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মডার্ন স্লেভারির ডেফিনিশন কী এবং কার দেয়া? অবাক হয়েছি চার্টে বাংলাদেশের নাম না দেখে।

আমার তো মনে হয়, চাকরিও মডার্ন স্লেভারির ক্যাটাগরিতে পড়বে।

২৪ শে মার্চ, ২০২৩ রাত ১১:৩৯

জায়েদ হোসাইন লাকী বলেছেন: আগামীকাল মডার্ন স্লেভারি বিষয়ে আমার ডিটেইলস সম্পাদনাটি পোস্ট করবো। চাকরিও মডার্ন স্লেভারি। চার্টে বাংলাদেশের নাম নেই কারণ বাংলাদেশ নিয়ে এ বিষয়ে আমার ডিটেইলস পেপারস আছে। দিয়ে দিব খুব শীঘ্রই। অনেকদিন সামুতে এলাম। আপনি কেমন আছেন?

৪| ২৪ শে মার্চ, ২০২৩ রাত ১১:২৪

সোনাগাজী বলেছেন:



আপনি বলেছেন, " আমি রাজনীতি থেকে বিদায় নিয়েছি। আমার মতো অতি সাধারণ মানুষ এ দেশের রাজনীতিতে প্রসিদ্ধ না। "

-আপনার মনে আপনার নিজস্ব কোন রোডম্যাপ ছিলো?

-কি করছেন, ব্যবসা, চাকুরী?

২৪ শে মার্চ, ২০২৩ রাত ১১:৪১

জায়েদ হোসাইন লাকী বলেছেন: ছোট-খাটো ব্যবসা আর ফ্রি ল্যান্স করছি ভাই।

৫| ২৫ শে মার্চ, ২০২৩ সকাল ১০:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি ভাই, ভালো আছি আল্লাহর রহমতে। আশা করি আপনিও ভালো আছেন।

ব্লগে নিয়মিত হোন। শুভেচ্ছা রইল।

৬| ২৫ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: অনেকদিন পর আপনাকে সামুতে দেখলাম।

২৭ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:১২

জায়েদ হোসাইন লাকী বলেছেন: হ্যাঁ বন্ধু। আপনি কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.