নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুয়েল তাজিম

জুয়েল তাজিম

অলস হবেন, তো হতাশা পাবেন। শুরু করুন,শেষ হবেই। সামনে এগোতে থাকুন, পথ কমবেই।

জুয়েল তাজিম › বিস্তারিত পোস্টঃ

আলেকজান্ডার দি গ্রেট

১০ ই মে, ২০১৪ দুপুর ১:২১

‘আলেকজান্ডার দি গ্রেট’ বেঁচেছিলেন মাত্র ৩২ বছর। এই ছোট্ট জীবনে তিনি প্রতিষ্ঠা করেছিলেন প্রাচীন যুগের অন্যতম বিশাল সাম্রাজ্য। এত বড় এই যোদ্ধা মারা গিয়েছিলেন সামান্য জ্বরে আক্রান্ত হয়ে, নিজের সাম্রাজ্যের বাইরে অন্য রাজ্যে। খুব ইচ্ছা ছিল তার নিজের প্রাসাদে ফিরে মরবেন, কিন্তু মৃত্যু তাকে সেই সময় দেয়নি।

মৃত্যুশয্যায় ‘আলেকজান্ডার দি গ্রেট’ তার জেনারেলদের ডেকে তিনটি শেষ ইচ্ছার কথা বলেছিলেন।

১। তার কফিন কবরস্থানে বহন করে নিয়ে যাবে তার সাম্রাজ্যের শ্রেষ্ঠ ডাক্তারেরা

২। তাকে বহন করার রাস্তাজুড়ে ছড়িয়ে দেয়া হবে তার অগাধ সম্পদ – টাকা, স্বর্ণ, মনি-মুক্তা – যা কিছু তিনি তার ঈর্ষনীয় সাফল্যমন্ডিত জীবনে অর্জন করেছিলেন।

৩। তার হাত দুটো কফিন থেকে বাইরের দিকে ঝুলিয়ে দেয়া হবে।

আলেকজান্ডারের এই অদ্ভূত ইচ্ছাগুলো শুনে তার এক জেনারেল অবাক হয়ে তাকে প্রশ্ন করলে আলেকজান্ডার ব্যাখা করলেন।

তিনি বললেন:

•আমি চাই পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তারেরা আমার কফিন বহন করুক, যাতে মানুষ উপলব্ধি করতে পারে যে, মৃত্যু যখন আসবে তখন পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তারেরা একসঙ্গে মিলেও সারিয়ে তুলতে পারবে না।

•আমি চাই আমার কবরস্থানে যাওয়ার পথ সম্পদে ছড়িয়ে থাকুক, যাতে সবাই দেখতে পায় যে এই দুনিয়ায় অর্জিত সম্পদ দুনিয়াতেই থেকে যাবে।

•আমি চাই আমার হাত দুইটা কফিন থেকে বাইরের দিকে ঝুলে থাকুক, যাতে মানুষ শিক্ষাগ্রহণ করতে পারে যে আমরা এই দুনিয়ায় খালি হাতে এসেছিলাম, যখন সময় ফুরিয়ে যাবে তখন আবার খালি হাতেই চলে যাবো।



“প্রতিটি আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে। আর নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদেরকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে। যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে আর জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে, সেই চূড়ান্ত সফলতা লাভ করল। আর দুনিয়ার জীবনতো ধোঁকার উপকরণ ছাড়া কিছুই নয়”। – (সুরা আল-ই-ইমরান ৩:১৮৫)



কৃতজ্ঞতা: http://ronrosstoday.com/?p=581

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৪ দুপুর ২:০৩

ঢাকাবাসী বলেছেন: সবারই এই উপদেশগুলো মনে রাখা উচিৎ। কিন্তু খুব কমই মনে রাখে। বাংলাদিশীরাতো মনেই রাখেনা।

১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

জুয়েল তাজিম বলেছেন: ঠিক বলছেন ভাই

২| ১০ ই মে, ২০১৪ দুপুর ২:১১

নতুন বলেছেন: আলেকজান্ডার দি গ্রেটের সমাধি কোথায়???

১০ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৭

জুয়েল তাজিম বলেছেন: গ্রিসের রাজধানী অ্যাথেন্সে প্রত্নতত্ত্ববিদরা একটি সমাধির সন্ধান পেয়েছেন। প্রাচীন নগর অ্যামফিপোলিসের ওই সমাধিটি খ্রিস্টপূর্বাব্দ চতুর্থ শতাব্দীর সম্রাট আলেকজান্ডার দি গ্রেটের বলে ধারণা করা হচ্ছে। এর আগে ধারণা করা হতো সম্রাট আলেকজান্ডারকে সমাহিত করা হয়েছিল মিসরে। কিন্তু প্রত্নতত্ত্ববিদরা খ্রিস্টপূর্বাব্দ চতুর্থ শতকের মার্বেল ঘেরা দেয়ালের একটি সমাধির সন্ধান পেয়েছেন যা এ ধারণাকে বিতর্কিত করে তুলেছে। এ নিয়ে প্রত্নতত্ত্ববিদদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ৫শ’ মিটার দীর্ঘ আর তিন মিটার উঁচু দেয়ালটির মধ্যে এক রাজকীয় সমাধি রয়েছে যা যোদ্ধা রাজা আলেকজান্ডারের বলে বিশ্বাস বিশেষজ্ঞদের। সমাধিটি অ্যাথেন্সের ৩৭০ মাইল দূরে প্রাচীন নগর অ্যামফিপোলিসে অবস্থিত। এর বেশি কিছু জানি না বা কোন রেফারেন্সে পাই নি !

৩| ১০ ই মে, ২০১৪ বিকাল ৪:০৫

নতুন বলেছেন: এত বড় মাপের এবং বিক্ষাত একটা মানুষ যার সমাধি কোথায় তার ইতিহাসে নাই....

তার মরার সময়ের দেয়া একটা নিদৃশনা ঠিকই আমাদের কাছে গল্প হিসেবে আছে??

উপরের কাহিনিটার মরাল খুবই ভাল... কিন্তু কাহিনিটা বিশ্বাস যোগ্য না :)

১০ ই মে, ২০১৪ বিকাল ৪:১৪

জুয়েল তাজিম বলেছেন: হম ! সেই জন্যই তো আমি গল্পের রেফারেন্স দিয়ে দিয়েছি। তবে তার সমাধি নিয়ে এখনো তর্ক বিতর্ক বা গবেষনা চলছে। আপনার মতামতের জন্য ধন্যবাদ :|

৪| ১০ ই মে, ২০১৪ বিকাল ৫:১৬

নীল ভোমরা বলেছেন: সেলুকাস!...বি বিচিত্র এই মানব জীবন!

১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

জুয়েল তাজিম বলেছেন: ধন্যবাদ ! নীল ভোমরা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.