নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝটিকা

খুব সাধারন একজন, মাঝে মাঝে অসাধারণ হতে ইচ্ছা করে.....

ঝটিকা › বিস্তারিত পোস্টঃ

গণিতের মজা - এবার হয়ত পেতে যাচ্ছি "চমক একাডেমি", সম্পূর্ণ বাংলাতে!!!

২৫ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৫৬



কিছুদিন আগে ফেস বুকে দেখলাম অনেকেই একটা ভিডিও শেয়ার দিচ্ছে। ভিডিওটা দেখে আমি তো পুরা মুগ্ধ। আমিও শেয়ার দিলাম, সাথে সেলুট জানিয়ে একটা কমেন্ট করেছিলাম। ভাবলাম সামুতেও এটা সবার সাথে শেয়ার করি।



ভিডিও কারীর নাম চমক হাসান, হয়ত উনাকে কেউ কেউ আগে থেকেই চিনতে পারেন। গণিতের জটিল বিষয় গুলো বা বলা যায় যেগুলো নিয়ে আমরা সেভাবে চিন্তা করতাম না বলে আমাদের অরুচী ছিল, উনি সেগুলোকে অনেক সরেস করে উপভোগ্য করার চেষ্টা করেছেন এবং নাম দিয়েছেন 'গণিতের রঙ্গে'। আইডিয়া, উপস্থাপনা অসাধারণ লেগেছে। উনার এই প্রচেষ্টাকে প্রথমেই সাধুবাধ জানাচ্ছি।







এটা দেখে মনে হয়েছে আমার ৭ম-৮ম শ্রেণীতে থাকা কালিন কেন বের হল না :(





এ সিরিজের প্রথম প্রচেষ্টা মনে হয় নিচের ভিডিওটা দিয়ে।

















এ পর্যন্ত এক'টাই পেয়েছি। ইউটিউবে সাবস্ক্রাইব করে রেখেছি, নতুন গুলো কোন ভাবেই মিস হওয়া চলবে না। :) :)





ব্যক্তিগতভাবে/ভার্চুয়ালি আমি চমক ভাইকে চিনি না। তাই পোস্টটা দেয়ার আগে উনার কাছে অনুমতি নিতে পারিনি। বুঝতেও পারছিনা অনুমতি নেওয়ার দরকার আছে কিনা। আমার উদ্দেশ্য এই মহতি উদ্দগকে সবার মাঝে প্রচার করা যাতে উনি আরো অনুপ্রানিত হতে পারেন, গণিতের আরো বিভিন্ন ক্ষেত্রগুলো উপভোগ্য করে আমাদেরকে উপহার দিতে পারেন। আমি আশা রাখি অনেকেই উপকৃত হবেন। ভিডিও গুলোতে দেখলাম খুব অল্প ক'দিনেই অনেকগুলো লাইক আর কমেন্ট পড়েছে দেখলাম। উনি যদি চালিয়ে যান আমর কেন জানি মনে হচ্ছে 'খান একাডেমি'র মত আমরা আর একটি পেতে যাচ্চি বাংলাতে, যার নামটা হতে পারে 'চমক একাডেমি'। ইংলিশ-টিংলিশে আমার মগজ ভরে, মন ভরে না।সো এখন আমার পায় কে!!! :)



এখানে আরো একটু বলি, চমক ভাই বহুমখী প্রতিভার অধিকারী। ইউটিউবে তার গাওয়া বেশ কিছু গান, পুথি পাঠও দেখলাম। উনি কিন্তু একই সাথে একজন পি.এইচ.ডি স্টুডেন্ট।



পরিশেষে চমক হাসানের লেখা এবং সম্ভবত উনারই সুর করা একটি গান





মন্তব্য ২২ টি রেটিং +৮/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:১৪

লগারিদম বলেছেন: চমক ভাই হলেন বুয়েট ইলেক্ট্রিক্যাল ০৪ ব্যাচ এর। ওনার মত জটিল কিসিমের ভার্সেটাইল লোক খুক কমই দেখেছি।গান-বাজনা আর গণিত নিয়েই ওনাকে সারাদিন থাকতে দেখেছি।গণিতের প্রতি ওনার ভালোবাসার কারনেই উনি এখন ইলেক্ট্রিক্যাল ছেড়ে ছুড়ে গণিতে PHD করছেন।

২৫ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:২৬

ঝটিকা বলেছেন: তাই নাকি!!!

যতদুর জানি বস পাব্লিকরাই তো এমন হয়। বুঝা যাচ্ছে উনার দিয়েই হবে।

২| ২৫ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৩৭

কথা সত্য বলেছেন: চরম হইছে...চমককে সালাম

২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:২১

ঝটিকা বলেছেন: হুমম......উনার পরিশ্রম সার্থক হোক।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৪৫

হাসান মাহবুব বলেছেন: চমকের ভিডিওগুলা দেখসি। জিনিয়াস পাব্লিক। আশা করি তার মেধা দিয়ে আমাদের দেশকে অনেক এগিয়ে নেবেন। সেই ক্ষমতা তার আছে বলে মনে করি।

২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:২৩

ঝটিকা বলেছেন: আমিও এই ধারনা পোষন করি। উনাদের মত মানুষদেরই দরকার।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৪৫

আরাফাত ইসলাম বলেছেন: সালমান খানের খান একাডেমির বাংলা ভিডিও গুলোও দেখতে পারেন।http://www.youtube.com/user/KhanAcademyBangla

৫| ২৫ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪৯

আব্রাহাম মোর্শেদ বলেছেন:
চমক ভাই দ্যা বস । পুরো ২ বছর উনার ক্লাস করসি। !:#P

৬| ২৫ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:০৩

ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: উনার গণিতের থিকা গান আমার বেশি ভাল লাগছে। বর্তমানের অনেক ফাউ শিল্পীর (যেমন মিলা) ফিল্টার করা ভয়েস থেকে উনার গলা অনেক অনেক ভাল। এখন উনার গান শুনতাছি। :)

৭| ২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৩৩

ঝটিকা বলেছেন: উনার সবগুলো গানই সুন্দর না? কন্ঠটা ভরাট, দরদ মেশানো। খুব ভাল্ লাগছে।

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১৮

জাতির নানা বলেছেন:
ভালো লাগলো পোষ্টটা পড়ে। থাঙ্কু।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৭:২১

ঝটিকা বলেছেন: নানা ধন্যবাদ।

সিরিজের ৪ ও ৫ নং ও বের হয়েছে।

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:০৫

ফেলুদার চারমিনার বলেছেন: চমক হাসানের জয় হোক, অনেক ধন্যবাদ তাকে নিয়ে পোস্ট করবার জন্য :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৭:২৩

ঝটিকা বলেছেন: "চমক হাসানের জয় হোক" -
গণিত ভীতি দূর হোক।

সিরিজের ৪ ও ৫ নং ও বের হয়েছে।

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৭:১১

নাআমি বলেছেন: ভাল লাগলো।

++++++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৭:২৬

ঝটিকা বলেছেন: ধন্যবাদ আপু।

এইসব জিনিয়াস মানুষদের প্রতি আমার পক্ষথেকে সব সময় সেলুট।

সিরিজের ৪ ও ৫ নং বের হয়েছে। এদু'টোও অসাধারণ লাগল।

১১| ০২ রা মার্চ, ২০১২ সকাল ৮:৩৫

অন্তরন্তর বলেছেন: এইসব জিনিয়াস মানুষদের প্রতি আমার পক্ষথেকে সব সময় সেলুট।

সহমত। ভাল লাগল খুব। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

১২| ০২ রা মার্চ, ২০১২ সকাল ৮:৫২

ইন্টারন্যাশানাল বান্দর বলেছেন: চমক ভাই তো চমক ভাই ই । আফসুস চমক ভাইয়ের মাত্র অল্প কয়েকটা ক্লাশ করতে পারসি :( :(

১৩| ২৬ শে মার্চ, ২০১২ সকাল ৭:৪৪

মুহাম্মাদ হুমায়ুন কবীর রুশাদ বলেছেন: চমক ভাইয়া কে স্যালুট।

১৪| ২৬ শে মার্চ, ২০১২ দুপুর ১:৪৬

তন্ময় ফেরদৌস বলেছেন: আমি আগে থেকেই উনার বিশাল ফ্যান।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

১৫| ২২ শে নভেম্বর, ২০১২ ভোর ৬:২৫

সাইফুল ইসলাম নিপু বলেছেন: চমক ভাইয়া আমার সার। মনে হত ম্যাথ ক্লাসটার এক ঘন্টা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়।

১৬| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৪

সপন সআথই বলেছেন: বাহ! darun to!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.