নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগার

নিজে জানতে চাই অপর কে জানাতে চাই

তানভীর কবির

হ্যালো বন্ধুরা আমি তানভীর কবির,\nআপনাদের সবার সাথে আমি থাকতে চাই, আমি একজন ছাত্র এবং ভালো লাগে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করতে, নতুন কিছু জানতে এবং যা কিছু জানি তা সবার মাঝে শেয়ার করতে

তানভীর কবির › বিস্তারিত পোস্টঃ

সেরা ৫ টি ওয়েব ব্রাউজার

০৫ ই মে, ২০১৫ রাত ১১:১৬

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ আমরা ইন্টারনেট এ বহুল ব্যাবহারিত ওয়েব ব্রাউজার নিয়ে আলোচনা করব। ওয়েব ব্রাউজার হল একটা একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন যেটা দ্বারা আপনি সারা দুনিয়ার ওয়েব সাইট গুলোতে ডু মেরে আসতে পারেন যেটা ১৯৯০ সালে স্যার টিম বার্নার্স-লি উদ্ভাবন করেন যেটা প্রথমে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নামে এবং পরে নেক্সাস নাম করন করা হয়। তো চলেন বন্ধুরা এরকমি কিছু ওয়েব ব্রাউজার নিয়ে আজ আমরা আলোচনা কর

ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার
হ্যাঁ বন্ধুরা প্রথমে আমরা যে ব্রাউজার টি নিয়ে আলোচনা করব সেটি হল ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার এই ব্রাউজার টি মূলত মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার এবং উইন্ডোজ ইন্টারনেট এক্সপ্লোরার এর একটি সিরিজ গ্রাফিকাল ওয়েব ব্রাউজার যেটা ডেভলপ করেছে মাইক্রোসফট এবং এর আসল মালিক টমাস রেয়ারডন। ইন্টারনেট এক্সপ্লোরার বহুল ব্যবহৃত ওয়েব ব্রাউজার এর মধ্যে একটি অন্যতম যেটা ১৯৯৫ সালের ১৬ আগস্ট প্রথমে বাজারে আসে আশা করি আপনাদের ব্রাউজারটি ভালো লাগবে
ফায়ারফক্স
মোজিলা ফায়ারফক্স একটি ফ্রি অ্যান্ড ওপেন সোর্স ওয়েব ব্রাউজার যেটা ডেভলপ করেছে উইন্ডোজ, ওএস এক্স, এবং লিনাক্স এবং এটি ২০০২ সালের ২৩ সেপ্টেম্বর এ বাজারে আসে যেটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ, OS X, লিনাক্স, অ্যান্ড্রয়েড, ফায়ারফক্স ওএস। ৭৯ টির বেশি ভাষা ব্যাবহার করা হয়েছে এই ব্রাউজারে নানা ধরনের সুবিধা সহ অনেক ফিচার আছে এই ব্রাউজারে বর্তমানে খুব জনপ্রিয় একটি ওয়েব ব্রাউজার
গুগল ক্রম
হ্যাঁ বন্ধুরা এখন যে জনপ্রিয় ওয়েব ব্রাউজার টির সাথে আমরা পরিচিত হব সেটি হল গুগল ক্রম। গুগল ক্রম একটি বর্তমানে অধিক জনপ্রিয় একটি ব্রাউজার। গুগল ক্রোম একটি ফ্রি ওয়েব ব্রাউজার যেটা গুগল ডেভলপ করেছে। যেটা প্রথম রিলিজ হয় ২ সেপ্টেম্বর ২০০৮ সালে এবং ভালো ভাবে সবার কাছে আসে ১১ ডিসেম্বর ২০০৮ এ। অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রইড, লিনাক্স,ওএস এক্স, উইন্ডোজ আশা করি এই ব্রাউজারটি আপনাদের কাছে ভালো লাগবে
সাফারি (ওয়েব ব্রাউজার)
সাফারি একটি ওয়েব ব্রাউজ যেটা ডেভলপ করেছে অ্যাপল ইনকর্পোরেটেড এটা ওএস এক্স এবং iOS অপারেটিং সিস্টেমের সাথে অন্তর্ভুক্ত করা। এটি প্রথম প্রকাশ হয় ৭ জানুয়ারী ২০০৩ সালে নানা ধরনের সুবিধা সহ এই ব্রাউজার টি আপনার কাছে আশা করি আপনাদের ভালো লাগবে
অপেরা (ওয়েব ব্রাউজার)
অপেরা একটি ওয়েব ব্রাউজার যেটা ডেভলপ করেছে অপেরা সফটওয়্যার। এইটা প্রথম বাজারে আসে ১৯৯৫ সালে, মাইক্রোসফট উইন্ডোজ, ওএস এক্স, এবং লিনাক্স অপারেটিং সিস্টেম সাপোর্ট করে এটি। ৩৫০ মিলিনয় এর বেশি ব্যাবহার কারী আছে সারা পৃথিবী জুড়ে। নানা ফিচার দিয়ে এই ব্রাউজার টি গঠন করা আশা করি আপনাদের ভালো লাগবে
তো বন্ধুরা যে কয়টি ব্রাউজার এর সাথে পরিচিত হলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এবং আজ আর নয় আগামিতে আরো ভালো কিছু আপনাদের সামনে হাজির হতে পারি সে প্রজন্ত ভালো থাকবেন
ধন্যবাদ

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৫ সকাল ১১:৫৭

মেহেদী_বিএনসিসি বলেছেন: যার হাত ধরে ওয়েব ব্রাউজিং এর সুচনা......সেই Netscape Navigator এর কোন কথাই বললেননা.....?
আর যে ইন্টারনেট এক্সপ্লোরা স্বয়ং মাইক্রোসফট কর্তৃক বন্ধ করে দেয়া হয়েছে তাকে রাখছেন সেরা ওয়েব ব্রাউজারের লিষ্টে........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.