![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজ সম্পর্কে কিছুই বলার নাই ।।
""আমরা সবসময় নিজেদের দেশপ্রেমি বলে দাবি করি,করতেই পারি।
বাংলাদেশের মত আর অন্য কোথাও আর নজির নেই দেশের প্রতি ভালোবাসার।। কিন্ত আমরা সেইভাবে দেশপ্রেম দেখাতে পারি না।।
প্রতিটা দিন সিমান্তে ২/১ জন করে বাংলাদেশি নিরহ মানুষ মারতেছে ভারতিয় বিএসফেরা,আর আমরা প্রতিদিন পতাকা বৈঠক ডাকি মিমাংশা করার জন্য।।
কেনো?? অপরাধ করবে ওরা আর ভোগান্তি আমাদের??
বাংলাদেশের একমাত্র ব্লাক হ্যাট হ্যাকাররা এগুলা নিয়া সব সময় ভেবে যাচ্ছে।। আমরা প্রতিবার বলি ওদের কোনো পন্য আমরা ব্যবহার করব না,ওদের টিভি চ্যানেল দেখা বন্ধ করে দিব, ইত্যাদি ইত্যাদি।।।
কিন্ত কোথায় কই হচ্ছে??
সব তো আগের মতই চলছে,আমাদের দেশপ্রেম কি থাকছে?? দেশপ্রেম অবক্ষ্য় হচ্ছে।।""
©somewhere in net ltd.