![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কথা বলতে গিয়েও তা বলতে না পারার যে আফসোস থাকে তা ঘুচাতে এলাম সামুর তীরে ....
বর্তমান হাল সমাজের জনপ্রিয় একটি শব্দ সেলফি । মাঠ-ঘাট, বাজার-বন্দর, স্কুল-কলেজ ইত্যাদি এমন কোন জায়গা নেই যেখানে এই শব্দটা উচ্চারিত হচ্ছে না । আসলে সেলফি কি ? এক ওয়েবসাইটে সেলফির সংজ্ঞা পেলাম । সেখানে লেখা সেলফি মানে নিজের তোলা নিজ ছবি ; সামাজিক যোগাযোগ বা ফটো শেয়ারিং ওয়েবসাইটে দেওয়ার উদ্দেশ্যে ডিজিটাল ক্যামেরা বা স্মাটফোন দিয়ে নিজের তোলা নিজের ছবি বা স্থিরচিত্র । আর ইংরেজী আরেকটা ওয়েবসাইটে পেলাম যে A selfie is a self-portrait photograph, typically taken with a hand-held digital camera or camera phone. Selfies are often shared on social networking services such as Facebook, Google+, Instagram, Snapchat, Tumblr and Twitter. They are usually flattering and made to appear casual।
এই সেলফি নিয়ে আমাদের দেশে অনেক অনেক মজার মজার কিছু কৌতুকও বের হয়েছে । যেমনঃ
"ম্যাডামঃ কি হল বুয়া ? তুমি আগের দুইদিন কাজে আসলে না যে .....
বুয়াঃ ম্যাডাম আমি কিন্তু দুইদিন আগেই ফেসবুকে একটা সেলফি তুলে স্ট্যাটাস দিছিলাম যে আমি বেড়াইতে যামু, তাই কাজে আসতে পারমু না । এই ছবিতে তো ভাইজান ফটো কমেন্টও করল যে আই মিস ইউ, কাম ব্যাক ছুন । আপনে জানেন না ?"
যাক, এইসব তো হল মজা । কিন্তু এই সেলফি নিয়ে বিভিন্নজনের বিভিন্নরকম মত পাওয়া গেছে । কিছুদিন আগেই একটি সেলফি সম্পর্কিত তথ্য ফেসবুকে বেশ আলোড়ন তৈরি সৃষ্টি করেছিল যে সেলফি নাকি একটি মানসিক রোগ । কিন্তু পরবর্তীতে এটা একটি গুজব বলে প্রমাণিত হয় । তবে এই সেলফি জ্বরে কিন্তু আক্রান্ত ছেলে-বুড়ো সবাই । বিশেষ করে এখন তো ফেসবুক খুললেই সেলফি দিয়ে সবার প্রোফাইল ভরা পাওয়া যায় । বিশেষ করে মেয়েদের । এত এত বিচিত্র সব সেলফি যে মাঝে মাঝে তাদের সেলফি তুলার ট্যালেন্ট দেখলে অবাক হতে হয় ।
যাক, এই সেলফি জ্বর থেকে নিরাপদ নেই আমাদের মিডিয়াজগতও । কি ঢালিউড, কি বলিউড, কি হলিউড সবাই এই জ্বরে আক্রান্ত । এই সম্পর্কিত একটি প্রতিবেদনঃ
সেলফি এখন পুরো বিশ্বে খুব চলছে । তাই সকল জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এর মাঝে হারিয়ে যাওয়ার জন্য সবাইকেই অনুরোধ করা হচ্ছে । এই সেলফি নিয়েও কিন্তু ফেসবুকে কিছু মজাদার ফটো কমেন্ট পাওয়া যায় । যেমনঃ
অবশেষে একটি মজাদার সেলফি তুলে আজকের সেলফি সম্পর্কিত কমন বকবকানি এখানেই শেষ করলাম ।
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৮
গোবর গণেশ বলেছেন: বালফি