নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার আর্তচিৎকার ......

আসক্তির প্রাক্কালে প্রারম্ভিক যোগ্যতর সামান্য কস্টার্জিত আবেদন লেখায় ফুটিয়ে তোলার কিছু ব্যর্থ চেস্টা

জনৈক কবি

কিছু কথা বলতে গিয়েও তা বলতে না পারার যে আফসোস থাকে তা ঘুচাতে এলাম সামুর তীরে ....

জনৈক কবি › বিস্তারিত পোস্টঃ

সেলফি সম্পর্কিত বকবকানি

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৪৪

বর্তমান হাল সমাজের জনপ্রিয় একটি শব্দ সেলফি । মাঠ-ঘাট, বাজার-বন্দর, স্কুল-কলেজ ইত্যাদি এমন কোন জায়গা নেই যেখানে এই শব্দটা উচ্চারিত হচ্ছে না । আসলে সেলফি কি ? এক ওয়েবসাইটে সেলফির সংজ্ঞা পেলাম । সেখানে লেখা সেলফি মানে নিজের তোলা নিজ ছবি ; সামাজিক যোগাযোগ বা ফটো শেয়ারিং ওয়েবসাইটে দেওয়ার উদ্দেশ্যে ডিজিটাল ক্যামেরা বা স্মাটফোন দিয়ে নিজের তোলা নিজের ছবি বা স্থিরচিত্র । আর ইংরেজী আরেকটা ওয়েবসাইটে পেলাম যে A selfie is a self-portrait photograph, typically taken with a hand-held digital camera or camera phone. Selfies are often shared on social networking services such as Facebook, Google+, Instagram, Snapchat, Tumblr and Twitter. They are usually flattering and made to appear casual।







এই সেলফি নিয়ে আমাদের দেশে অনেক অনেক মজার মজার কিছু কৌতুকও বের হয়েছে । যেমনঃ

"ম্যাডামঃ কি হল বুয়া ? তুমি আগের দুইদিন কাজে আসলে না যে .....







বুয়াঃ ম্যাডাম আমি কিন্তু দুইদিন আগেই ফেসবুকে একটা সেলফি তুলে স্ট্যাটাস দিছিলাম যে আমি বেড়াইতে যামু, তাই কাজে আসতে পারমু না । এই ছবিতে তো ভাইজান ফটো কমেন্টও করল যে আই মিস ইউ, কাম ব্যাক ছুন । আপনে জানেন না ?"



যাক, এইসব তো হল মজা । কিন্তু এই সেলফি নিয়ে বিভিন্নজনের বিভিন্নরকম মত পাওয়া গেছে । কিছুদিন আগেই একটি সেলফি সম্পর্কিত তথ্য ফেসবুকে বেশ আলোড়ন তৈরি সৃষ্টি করেছিল যে সেলফি নাকি একটি মানসিক রোগ । কিন্তু পরবর্তীতে এটা একটি গুজব বলে প্রমাণিত হয় । তবে এই সেলফি জ্বরে কিন্তু আক্রান্ত ছেলে-বুড়ো সবাই । বিশেষ করে এখন তো ফেসবুক খুললেই সেলফি দিয়ে সবার প্রোফাইল ভরা পাওয়া যায় । বিশেষ করে মেয়েদের । এত এত বিচিত্র সব সেলফি যে মাঝে মাঝে তাদের সেলফি তুলার ট্যালেন্ট দেখলে অবাক হতে হয় ।







যাক, এই সেলফি জ্বর থেকে নিরাপদ নেই আমাদের মিডিয়াজগতও । কি ঢালিউড, কি বলিউড, কি হলিউড সবাই এই জ্বরে আক্রান্ত । এই সম্পর্কিত একটি প্রতিবেদনঃ







সেলফি এখন পুরো বিশ্বে খুব চলছে । তাই সকল জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এর মাঝে হারিয়ে যাওয়ার জন্য সবাইকেই অনুরোধ করা হচ্ছে । এই সেলফি নিয়েও কিন্তু ফেসবুকে কিছু মজাদার ফটো কমেন্ট পাওয়া যায় । যেমনঃ









অবশেষে একটি মজাদার সেলফি তুলে আজকের সেলফি সম্পর্কিত কমন বকবকানি এখানেই শেষ করলাম ।













মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৮

গোবর গণেশ বলেছেন: বালফি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.