![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজকে জিকির সম্পর্কে আমার ব্যক্তিগত কিছু অভিমত তুলে ধরতে চাই ! আশা করি আমার টের্গেটকৃত মেসেজটি পৌছাতে পারবো......
আমার কাছে প্রকৃত জিকির হচ্ছে যেইসব কাজ ইবাদত/আমল আল্লাহর সন্তুষ্টি/রেজামন্দির জন্য করা হয় তাদের সকল কিছুই জিকির ! জিকির শুধুমাত্র কয়েকটিমাত্র লাফজ গুনে গুনে পড়াকেই বুঝায় না বরং একটা মানুষের দৈনন্দিন সকল শরিয়ত মোতাবেক কাজই জিকির !
এখানে শুধুমাত্র একটি বিষয় উল্লেখযোগ্য যে ফজিলত অনুযায়ী এর তারতম্য নিরুপম হয়। এগুলো কখনও সাধারণ জিকির হিসেবে আবার আফজাল জিকির নাম হিসেবে জ্ঞানিদের কাছ থেকে আমরা জানতে পেরেছি ।
এখন অবশ্যই ক্লিয়ার যে জিজিঁর বাইরের কিছু নয়, কাজেই জিজিঁর কে অবজ্ঞার ধৃষ্টতা না করাই শ্রেয় । জিকির অস্বীকার করলে ইমান থেকে বিচ্যুত। কিন্তু আমরা সাধারণত বিভিন্ন ভাবে প্রচলিত ফাজলামি কে সরাসরি জিকির হিসেবে উল্লেখ করে তাচ্ছিল্য করতে দেখি। ভুলে গেলে চলবেনা যে জিকির একটি সার্বিক জীবনাচরণ । এখন নিদৃষ্ট ফাজলামি কে ইন্ডিকেট করতে গিয়ে সামগ্রিক বিষয়টিকে আজান্তেই যা তা বলে ফেলি....
সুতরাং জিকির নিয়ে কথা বলার আগে স্পেসিফিক ভাবে উল্লেখ করা উচিত যে , বিদয়াত-এর অই সিস্টেম যা প্রচলিত আছে জিকির নামে তার কথা বলা হচ্ছে বা তার বিরোধিতা করা হচ্ছে ! আল্লাহপাক আমাদের এই সুক্ষ বিষয়টি মাথায় নেওয়ার তাওফিক দিক ! আপনাদের কিছু বলার থাকলে বলতে পারেন, আমি সংশোধনের জন্য প্রস্তুত........!!!!
©somewhere in net ltd.