নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা ডিম বাইরের আঘাতে ভাঙলে ভেতরের জীবনটা শেষ হয়ে যায়। কিন্তু ভেতরের আঘাতে ভাঙলে সেখান থেকে নতুন একটি জীবনের সূচনা ঘটে।\n\nসুতরাং ভাল কিছুর সূচনা ভেতর থেকেই শুরু হয়। তাই আমাদের উচিত ভেতরটাকে সাদা করা ।

জ্যাস বলেছেন যে

জ্যাস বলেছেন যে › বিস্তারিত পোস্টঃ

জিকির নিয়ে আলোচনায় সাবধানী অবলম্ব অনেক বেশি জরুরি.....

১৫ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৩

বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজকে জিকির সম্পর্কে আমার ব্যক্তিগত কিছু অভিমত তুলে ধরতে চাই ! আশা করি আমার টের্গেটকৃত মেসেজটি পৌছাতে পারবো......

আমার কাছে প্রকৃত জিকির হচ্ছে যেইসব কাজ ইবাদত/আমল আল্লাহর সন্তুষ্টি/রেজামন্দির জন্য করা হয় তাদের সকল কিছুই জিকির ! জিকির শুধুমাত্র কয়েকটিমাত্র লাফজ গুনে গুনে পড়াকেই বুঝায় না বরং একটা মানুষের দৈনন্দিন সকল শরিয়ত মোতাবেক কাজই জিকির !

এখানে শুধুমাত্র একটি বিষয় উল্লেখযোগ্য যে ফজিলত অনুযায়ী এর তারতম্য নিরুপম হয়। এগুলো কখনও সাধারণ জিকির হিসেবে আবার আফজাল জিকির নাম হিসেবে জ্ঞানিদের কাছ থেকে আমরা জানতে পেরেছি ।

এখন অবশ্যই ক্লিয়ার যে জিজিঁর বাইরের কিছু নয়, কাজেই জিজিঁর কে অবজ্ঞার ধৃষ্টতা না করাই শ্রেয় । জিকির অস্বীকার করলে ইমান থেকে বিচ্যুত। কিন্তু আমরা সাধারণত বিভিন্ন ভাবে প্রচলিত ফাজলামি কে সরাসরি জিকির হিসেবে উল্লেখ করে তাচ্ছিল্য করতে দেখি। ভুলে গেলে চলবেনা যে জিকির একটি সার্বিক জীবনাচরণ । এখন নিদৃষ্ট ফাজলামি কে ইন্ডিকেট করতে গিয়ে সামগ্রিক বিষয়টিকে আজান্তেই যা তা বলে ফেলি....

সুতরাং জিকির নিয়ে কথা বলার আগে স্পেসিফিক ভাবে উল্লেখ করা উচিত যে , বিদয়াত-এর অই সিস্টেম যা প্রচলিত আছে জিকির নামে তার কথা বলা হচ্ছে বা তার বিরোধিতা করা হচ্ছে ! আল্লাহপাক আমাদের এই সুক্ষ বিষয়টি মাথায় নেওয়ার তাওফিক দিক ! আপনাদের কিছু বলার থাকলে বলতে পারেন, আমি সংশোধনের জন্য প্রস্তুত........!!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.