![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একশ্রেণীর বেকুব মানুষ আছে যারা অলি-আওলিয়ার বাতচিতে মুখে ফেনা তোলে,কারামতের ধুয়া তুলে বাবাদের আরশের ঠাং বানায়া ফালায়। এদের পীর-মুরিদীর বিনা পূজির বংশগত ব্যবসা বা মাযার নামক মরা মানুষের ব্যবসা নিয়ে যখনই আপনি দালিলিক সামালোচনায় যাবেন তখন এরা তুমুল ঝগড়া বিবাদ করে গাঞ্জাম লাগাবেই.....
আপনি আমি কুরআন খুলেও যদি দেখাই মাযার ব্যবসা, কবর বা পীরকে সিজদা করলে শিরক হয় তবুও ত্যারা রগ তাদের মারেফতের চতুর্থ আসমান থেকে বাবার অভিসাপনামা অহি লইয়া আসবেই। এদের কুরআন সুন্নাহ বিরোধী কথা বার্তা বা আমলের বিরোধীতা করলে , পীর বা ওরসের মেলায় নাচ গানকে ভন্ডামি বললে বলবে এই যে দেখুন ইয়াহুদী খ্রীস্টানদের দালাল, লা মাযহাবী, ওয়াহাবী সহ বিভন্ন আজেবাজে নাম !
আসলে এরা যে অলি আওলিয়ার দাবী করে সেটা নয়, তারা হচ্ছে কুরআনের ভাষায় আওলিয়া উস-শায়তান বা শয়তানের আওলিয়া !
আল্লাহ বলেছেন,
“নিশ্চয়ই শয়তান তার আওলিয়াদের (বন্ধুদের) কাছে ওয়াহী করে, তারা যেন তোমাদের সাথে তর্ক করে। (হে মুসলমানেরা সাবধান) যদি তোমরা তাদের আনুগত্য করো, তাহলে তোমরাও মুশরেক হয়ে যাবে।”
সুরা আল-আন’আম, আয়াত ১২১।
©somewhere in net ltd.