![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারাদিন হাজার হাজার মানুষের হিসাব মিলিয়ে দিয়ে কাফি ঘরে ফিরলো । ব্যাংকের যব শেষ করে একটা কোচিং এ সন্ধ্যাকালীন দুটি ক্লাস নিয়ে বাস ধরে ঘরে ফিরতে হয় । নিত্যকার হিসাব এভাবেই মিলিয়ে ঘরে ঢুকেন প্রায় রাত দশটায় নাগাদ । আজ পেরেসানি একটু বেশি গেছে, যাইহোক এত হিসাব মিললেও ঘরে পা দিয়ে অনুভূত হল হিসাব কই যেন আউলাইয়া গেছে, না হলে সদ্য বিবাহিতা বউ ওভাবে কাঁদবে কেন ?
___
কাফির মনে আছে ওর ছোট ভাই পানিতে ডুবে মারা যাওয়ার দিন মা ঠিক এভাবেই কেঁদেছিল। যাইহোক বিছানার এক পাশে বসে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, ওগো কি হয়েছে? এই নিশি ? লাল টকটকে কৃষ্ণ চূড়ার মত চোখ গুলোর পানি মুছতে মুছতে নিশি বললো, ওমা তুমি কখন এলে ? পোষাক খোলনি যে ? এই লাইন দুটি বলেই নিশি রান্নাঘরের দিকে পা বাড়ালো...
___
দ্রুতপদে কাফি কিচেনের দুয়ারে গিয়ে দরজা আটকালো। কই বললেনা তো কি হয়েছে ? কিছু না বলে বললো, আজ আমি রান্না করিনি, আমাকে ছাড় তরকারি টুকু রাধি । কাফি আপাতত বেশি জেদাজিদি করলো না। মনে মনে ভাবতে লাগলেও কি হয়েছে ? ওর পরিবারের কেউ চলে গেলে এতোক্ষন তো বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে থাকত । তাহলে সেরকম কিছু নয় । কিন্তু হয়েছেটা কি ? ভাবতে ভাবতে সোফায় ঘুমিয়ে পরলো...
____
রাত তিনটা। হঠাৎ ঘুম ভেঙে গেল কাফির। উঠে দেখে নিশি তার জাতির ওপর মাথা রেখে মেঝেতে বসে ঘুমিয়ে পরেছে। এই দৃশ্য দেখে গতরাতের কথা মনে পরে গেল। নিশ্চয়ই আমারই কোন ভুল হয়েছে। যেটা হয়তো ও মুখ ফুটে বলতে না পেরে কাঁদছে !
_____
এতক্ষণে নিশিও উঠে গেল। উঠেই বললো চলো খাবে? চোখের পাতা জোড়া ফুলে গেছে। করুন গলায় কাফি বললো আমি কি কোন অন্যায় করেছি তোমার ওপর? কি হয়েছে আমাকে বলবা না ?
______
কিছু হয়নি বলে ডায়নিং টেবিলের কাছে গেল নিশি। রাত তিন টা বাজে এতো রাতে আর খাব না। তুমি খেয়ে রুমে আসো। কাফি রুমে ঢুকে প্লেট গ্লাসের টুংটুং শব্দ শুনে বুঝতে পারলো, খাবার গুটিয়ে রাখতেছে। নিশিও না খেয়ে রুমে এলো...
________
সকালে আবার ডাইনিং টেবিলের দুইজন মুখোমুখি। কাফি কিছু না বলে দুই হাতের তালু গালে লাগিয়ে অপলকে তাকিয়ে আছে। আর নিশি ব্রেডে জেলি মাখাচ্ছে। একবারও কাফির দিকে তাকাচ্ছে না। কাফি উঠে গিয়ে নিশির হাত ধরে নিজের মাথার ওপর রেখে বললো, আমার কসম কেন কেঁদেছ বলো ?
________
এবার নিশি যায় কই। আমতা আমতা করে বলেই ফেললো, কাল রাতে রাক্ষসী কিরণমালাকে বেঁধে রেখে রাজকুমারকে হত্যা করেছে । বলেই ফোঁপাতে লাগলো ! কাফি আশ্চর্য হয়ে বললো, মানেহ? বুঝলাম না, কিসের রাক্ষস? কোথাকার কিরন? কোথাকার রাজকুমার ? নিশি বললো আমার ভয় হয় তোমাকেও যদি কেউ মেরে ফেলে আমার কি হবে? আজকের পর্বে কিরনকেও নাকি মেরে ফেলবে । কাফি বুঝতে পারলো এসব স্টারজলসার অই ফালতু নাটকটার কথা হচ্ছে । ধ্যাত বলে মেজাজ গরম করে উঠে গেল কাফি...
__________
অফিস টাইম পেরিয়ে যাচ্ছে। কাফি ছাদে বসে ভাবছে গতকাল থেকে আজকের কান্ড গুলো। একটা সিরিয়াল কত বড় বিদ্ধংসী হতে পারে এভাবে একজন মানুষ কে কাঁদাতে পারে। আবার সেই কাহিনী বাস্তবের কল্পনায় প্রয়োগ ঘটিয়ে বউ কাঁদছে, মারাত্মক ব্যাপার! সাংঘাতিক কান্ড !
___________
আমি সকালে বেরিয়ে যাই, ফিরি সেই রাতে। এতটা সময় নিশি একা বসে বসে অইসব ছাইপাঁশ দেখে মাথাটা নষ্ট করছে। এর ইফেক্ট তো নাবাগত ভবিষ্যৎ যে আসতেছে তার উপরেও পরবে । আসলে দোষটা আমারই। আমার উচিত হয়নি টাকার পিছে এতোটা ছোটা। এখন থেকে ওকে সময় দিতেই হবে। বিয়ের পারপাসে অনেক গুলো ছুটি নিয়েছিলাম বলেই কাজের চাপ আর কমেনি, ছুটিও নেওয়া হয়নি। যাইহোক বউকে দ্বীনের পথে ফিরিয়ে আনতে কোচিং টা ছাটাই করে দিতে হবে। ওকে এখন থেকে বুঝাতে হবে ওগুলো চ্যানেলের TRP বাড়ানোর কৌশল মাত্র। এভাবে সময় নষ্ট না করে আল্লাহর ইবাদতে কাটানো উত্তম।
____________
হঠাৎ কাফির মনে পরে গেল নিচে না বুঝিয়েই রাগ দেখিয়ে এলাম। যাই আগে নিশির মন ভাল করে দিই, তারপর ধীরে ধীরে বুঝাই......
[কল্পিত লেখনী, উপরতলার সাথে কিছুটা মিল আছে]
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫০
হতাস৮৮ বলেছেন: ভাই পরেরটুকু কবে পাচ্ছি...
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৫
কঙ্কাল দ্বীপ বলেছেন: Realistic. Nice writing... Want to see more.
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৩
এম. আরাফাত মাহমুদ বলেছেন: ভালো লিখেছেন