নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা ডিম বাইরের আঘাতে ভাঙলে ভেতরের জীবনটা শেষ হয়ে যায়। কিন্তু ভেতরের আঘাতে ভাঙলে সেখান থেকে নতুন একটি জীবনের সূচনা ঘটে।\n\nসুতরাং ভাল কিছুর সূচনা ভেতর থেকেই শুরু হয়। তাই আমাদের উচিত ভেতরটাকে সাদা করা ।

জ্যাস বলেছেন যে

জ্যাস বলেছেন যে › বিস্তারিত পোস্টঃ

আসলে অন্যায়টা আমাদেরই.........

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২০

প্রায়ই ৯০% ভাগ ১০% নিয়া আমরা নানা কথা কই , দাবি রাখি , ট্যাগ লাইন ছুড়ি । অথচ এতসবের মূলে কিন্তু এক পিছ আলুর ফালিও কেউ আজ পর্যন্ত পাইল না । বিষয়টা এমন যে সবাই চিৎকার করে বলতেছে যে , পানিতে নামিস না ডুবে মরবি । প্রতিউত্তরে পাগল তখন গলা ফাটিয়ে বলছে না ডুবুম না । পাগল পানিতে নামল কিন্তু ডুবছে না । পানিও এক্ষেত্রে পাগলের পক্ষালম্বন করলো । এই উদাহরনে সারমর্ম হচ্ছে ৯০%ও সত্য ১০%ও সত্য কিন্তু ১০%এর চিৎকার শোনে , ৯০% এর চিৎকার বেমালুম এড়িয়ে যায়......।।

এই যে ৩টা দিন গেল । আমার এক মিনিটের ঘুমও হয়নি । না দিনে না রাতে । যেখানেই গিয়েছি সেখানেই শুধু ঢোলের শব্দ কিংবা হাই ভলিয়মের ড্যান্স পাগলু ! আমার ঘুম হয়নি বলে আমার মন খারাপ হয়নি , মন অই যায়গায় খারাপ যেখানে আমল ঠিকভাবে করতে পারছিলাম না । কত করে মাইকে বলা হল হিন্দু ভাইয়েরা আমরা আপনাদের আমলে বাধা দেই নাই তাই আপনাদেরও উচিত আমাদের আমলের সময় আপনাদের বাধা না দেওয়া । বলা শেষ তখনই ১০% ঢোল পেটানো শুরু করে দিল আর হুংকার ঝড়লো কিসের ৯০% এর কথা শুনুম :-/ । তোরা বাজাইতে বাজাইতে কান ফাটায়া দে , ৯০ হোক ৯০০ কাহারো বেইল নাই ১০% এর কাছে......

টিভি চ্যানেল গুলোর ভাবখানা এই তিনদিন ছিল যে , দেশে হিন্দুতে হিন্দুস্তান হয়া গেছে । চ্যালেনের লোগতে মায়ের সিঁদুর মাখিয়ে পবিত্রকরন করা হইছে । রাতের বেলায় উদম নগ্ন আরতির লাইভ টেলিকাস্ট করে যুবকদের লালা ঝড়ানো হচ্ছে । কুমারির প্রতীকি পূজায় যে মানবতার চরম ভূলন্ঠন ঘটিতেছে তাকে নারীবাদিরা তুলসি কান্ড হিসেবে তুলে ধরিতেও কুন্ঠিত হচ্ছে না । ওদিকে পানের খিলিতে ওষুধ মিসিয়ে মন্ডপের ভেতরে নিয়ে গিয়ে কত শত নারির কুমারী ট্যাগ ছিনিয়ে নিচ্ছে তা শুনেই আঁতকে উঠে আমাদের ভদ্র সমাজের । ১০% এর প্রতিবেশি দাদাবাবুদের হুবহু নকল চলিতেছে যেন......

এতো গেল নরমাল কথা । এবার একটু বেশি মালের কথা বলি । আমার থানায় প্রায় নয় শত মন্দিরে এবার পূজো হল । সরকারি ম্যানুয়ালে ৫০ হাজার থেকে শুরু করে কোথাও কোথাও লাখ পেরিয়ে অনুদান দেওয়া হয়েছে মূর্তি বানানোর জন্য । তো প্রায় ১০ কোটি টাকার মত জলে ভাসিয়ে দেওয়ার এই সরকারি মহৌৎসবের বিনিময়ে এমন একটাও লোক খুজে পাওয়া যায়না যেকিনা তার দারিদ্র অল্প একটু হলেও উন্মোচিত করলো । আমি বুঝতেই পারছিনা , হুদাই ১০ কোটি টা জলে ডুবিয়ে কি লাভ পেল সরকার ? হিন্দু ভাইয়েরা ? এ সমাজ ?

অথচ দেখুন ৯০% এর দশা । বছরে ১৩ পার্বণ নয় মাত্র দুই ঈদ । আজ পর্যন্ত শুনিনি ঈদের অনুষ্ঠান গুলোতে-ময়দানে চার আনা পেয়েছে কোন ব্যক্তি বা কমিটি ! আরে সেটা যাক সম্মানিত ইমাম সাব কেও দুইটাকাও দেওয়া হয়না । বেচারারা লাজ লজ্জার মাথা খেয়ে কৌশলে টাকা উত্তলন করান মুসল্লি থেকে । ৯০% এর ইমান হয়ে এই অধপতন দেখে বুক চাপরিয়ে বলি , আসলে অন্যায়টা আমাদেরই । আমরা ১০ কোটি নয় ১০ লাখ নয় মাত্র ১০ হজার চাই কিংবা ৫/২ হাজার চাই । অন্তত ইমামটাকে সম্মানসূচক রাজখাজানা থেকে কিছু দেই ! ধিক্কারর ! মোদের ৯০% এর ওপর ধিক্কার !

এখন আপনিই বলেন দোষ আমাদের নয় কি ?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৬

অশুভ বধ বলেছেন: আমাদের মুসলিমদের সচেতন এবং সোচ্চার হতে হবে । ইনশাআল্লাহ্ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.