নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা ডিম বাইরের আঘাতে ভাঙলে ভেতরের জীবনটা শেষ হয়ে যায়। কিন্তু ভেতরের আঘাতে ভাঙলে সেখান থেকে নতুন একটি জীবনের সূচনা ঘটে।\n\nসুতরাং ভাল কিছুর সূচনা ভেতর থেকেই শুরু হয়। তাই আমাদের উচিত ভেতরটাকে সাদা করা ।

জ্যাস বলেছেন যে

জ্যাস বলেছেন যে › বিস্তারিত পোস্টঃ

শুভ্রতাকে কালে ভাদ্রে যেভাবে গড়েছে আওয়ামীলীগ ......

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৩

শুভ্রতাকে গলা টিপে হত্যা করার জন্যই বোধহয় আওয়ামীকীটের জন্ম। ইতিহাস যদি কেবল ৭ কুটি কম্বল চুরিতে সীমাবদ্ধ থাকত তাহলে কথাই ছিল না । কিন্তু কালে ভাদ্রে কম্বল সম্পদ সম্মান ইজ্জত সবখানেই হানা দিচ্ছে এই বুনো দলটি। যেমন............
____
আজ অনেকেই দেখেছেন সাহারাফার ঘুম মৃত্যুর নাটকীয় কান্ড। ভিডিওতে উনি স্টেজের মাঝে ঘুমিয়ে পড়েছিলেন । ভিডিও ধারনকারীতো বলেই দিল মারা গেছে , এর পর ওনার কারিনাকাপুর মার্কা চেহারা মোবারক একজন ভাসাল তখনও উনি বেঘোরে ঘুমুচ্ছেন । কয়েক সেকেন্ড পর চটাত করে জাইগা কয়লাগুড়া মাজন মার্কা হাসি দিল ।ভিডিওটি এক্কেবারে মারাত্বক ভাবে ভাইরাল হল । যাইহোক ভদ্রতা ধংসের এই সোপান কি কেবল আজই নতুন ?
________
এর আগে বিড়ি বাবুর কান্ড কি আমরা জানি না ? প্রত্যেক সভাতেই ঘুম পাইরা মুড ফকফকা কইরা বয়ান করতেন , থুক্কু বয়ান না অমীয় সাংগিত গাইতেন । যখনই জাগতেন গান যেন ওনার প্রথম অভিভাদন লাইন ছিল । ফাটা বাশ আবার ফাটালেও যে আওয়াজ হত তার চেয়েও নিকৃষ্ট গলা নিয়ে সেকি ভ্যা ভ্যা সাধনাই না করতেন । ইন্ডিয়ান , কানাডিয়ান , চায়নিজ , বাংলাদেশি আইডল এর পর পথম কেরোসিন আইডল চালু হতে ধরেও আর হলনা হেতের মউতের ফলে !
______________
এরপর দীলিপ্পার কথা তো না কইলেই নয় । মুতেয়ারাম দীলিপ্পার শুভ্রতা তো আরো উন্নত ছিল । স্টেজে উঠে বয়ান করছিলেন পায়জামার ফিতা খুলে , ওদিকে পাঞ্জাবি সাপ না থাকলে তো ঘটনা রেইপ কেস ঘটতো । ভাগ্যিস অইদিন মুসলিম জাতি উহার উলঙ্গপনার সম্মান বাছিয়েছেন পাঞ্জাবি নামক পবিত্র ড্রেস দিয়ে ।

______________________________________
একটা সময় ছিল । স্টেজে উঠলে রাজনৈতিক বক্তাদের চোখকান খারা থাকত। শ্রতাদের প্রতি থাকত আমায়ীক চাহনি । শ্রতাও ভক্তিতে শুনতো । এখন কে কাকে গুনে , সবার তালগাছ এক ফুট । উল্টপালটা হলেই চেন খুলে চেয়ার ছুড়ে প্রদর্শন যেন কমন হয়ে গেছে । কে এনেছে এই নব শুভ্রতা ? রেস্পেক্টের নয়া সিস্টেম ?
____
অথচ অন্যদিকে ইসলামিক জলসা/মাহফিল/দলের প্রগ্রাম গুলো দেখুন । আনুগত্যের যে নমুনা পাবেন তা নিয়ে ভাবলে গর্বে বুক উচু হয় । শুভ্রতাকে আরও শুভ্র , চকচকে নতুন মনে । চারদিক শ্রতারা উন্মুখ হয়ে বয়ান শুনেন , অন্তরের নরম যায়াগায় ফিট করেন প্রতিটি নির্দেশনা । চেয়ার তোলা তো দুরের কথা নজরের প্রতি উত্তরে নজরটাও উঠে না । কারন এরা করে আল্লাহর ভয় , রাসুলের প্রতিনিধির দাসত্ব , আর ওরা করে মদ নারির গোলামি । ফারাক শুধু এরা শুভ্রতাকে বুঝে ওরা শুভ্রতাকে বিরোধীদল ভাবে.........................।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৩

কঙ্কাল দ্বীপ বলেছেন: বিষয়বস্তু গুলোর সাথে লেখার কনটেন্ট গুলো ভালো লাগলো না। সাহারা খাতুনের মতো অত্যন্ত প্রবীন, অসুস্থ এবং বয়সের ভারে ন্যুজ একজনের ক্ষেত্রে এটা হতেই পারে। দল হিসেবে তার দল যাই হোক, মানুষ হিসেবে তিনি খারাপ, একথা তার শত্রুর মুখ থেকেও শুনবেন না। তার এটা নিয়ে সহমর্মীতা / কৌতুম গ্রহন যোগ্য কিন্তু এটা নিয়ে তার দলের ব্যপারে কোন সিদ্ধান্তে পৌছে যাওয়াটা সাহারা খাতুনের জন্য দুঃখজনক। লীগের অসংখ্য নেগেটিভ জিনিস আছে, সেগুলো তুলে ধরতে পারতেন।
আর শেষ প‌্যারাটা পুরো লেখাটিকে হাস্যকর করে তুলেছে। বেশীরভাগ ইসলামী জলসা/মাহফিল/দলের প্রগ্রামে অসংখ্য মাদ্রাসা ছাত্রকে ধরে নিয়ে আসা হয়, যারা অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই জানে না, শুধু জানে হুজুর আসতে বলেছে। প্রসঙ্গত উদাহরণ হিসেবে হেফাজতের সেই ৫ মের সমাবেশের কথা বলা যায়, হাজার হাজার মাদ্রাসার শিশু-তরুণরা এসেছিলো এই জন্যে যে, তাদের হুজুর তাদের আসতে বলেছিলো। অথচ যারা এনেছিলো তারা সেই হাজার হাজার শিশুদের নিরাপত্তার কোন ব্যবস্থাই করে নাই বরং একটি গণহত্যার প্রেক্ষাপট তৈরী করলো, অথচ পরবর্তীতে নেতারা নিজেরা এ নিয়ে কোন জনমতই তৈরী করতে পারলো না।
তবে, অনেক জ্ঞানী আলেমদের মজলিস ও হয়, এটা স্বীকার্য। উপস্থিতি দিয়ে এর কোয়ালিটি নির্ধারণ করা যায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.