![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর সবকিছু ভাবায়। তাই কল্পনায় পৃথিবীর বাইরে গিয়ে কিছু ভাবতে চায়। বাস্তবে তো আর সম্ভব না।
ক্ষুধার্তের অভিধান শুধু খাবার নয়,
কথার বুলি আউড়ানো, বাক্স বন্দি মনের উন্মুক্ততা,
স্বাধীনতার আচে পরাধীনতা ভুলে যাওয়া।
বোধগম্য নও সারমর্মে
কি হবে বলে তা ভাবসম্প্রসারণে।
অবুঝতায় তুমি পরিপূর্ণ ,
তাইতো না ফুটিয়েছি কথার ধর্ষণ!!
মৃত্যুই পারে মৃতকে জাগাতে,
নতুবা জড়বস্তু হয়ে থেকে যাও আজীবন।
অস্তিত্বের সন্ধানে আত্নহত্যা,
তারপর বেচে যাও ভ্রান্ততায়।
জীবনের ঘ্রাণে আসক্তি,
একি নাটক মঞ্চস্থ!
বিরতী অবশ্যম্ভাবী।
আমি একটা চুপচাপ পৃথিবীর কথা কল্পনা করি।
যেখানে কেউ কথা বলবেনা
পৃথিবী কথা বলে বলেই যতসব অশান্তি !!
দিনেরা অক্লান্ত ছুটিতে,
রাতেরা জাগুক যে যার নেশায়।
নিদ্রাহীনতার জয়জয়কার হোক চারদিক।
প্রকৃতির অভিশাপ ছুঁই ছুঁই করে।
সম্মিলিত সুখের উদযাপন হোক,
নতুবা অনেক কিছুই ছাপিয়ে যাচ্ছে।
কাক একতা যেভাবে জানান দেয়।
বোধগম্য নও সারমর্মে
কি হবে বলে তা ভাবসম্প্রসারণে।
অবুঝতায় তুমি পরিপূর্ণ ,
তাইতো না ফুটিয়েছি কথার ধর্ষণ!!
মৃত্যুই পারে মৃতকে জাগাতে,
নতুবা জড়বস্তু হয়ে থেকে যাও আজীবন।
অস্তিত্বের সন্ধানে আত্নহত্যা,
তারপর বেচে যাও ভ্রান্ততায়।
জীবনের ঘ্রাণে আসক্তি,
একি নাটক মঞ্চস্থ!
বিরতী অবশ্যম্ভাবী।
আমি একটা চুপচাপ পৃথিবীর কথা কল্পনা করি।
যেখানে কেউ কথা বলবেনা
পৃথিবী কথা বলে বলেই যতসব অশান্তি !!
দিনেরা অক্লান্ত ছুটিতে,
রাতেরা জাগুক যে যার নেশায়।
নিদ্রাহীনতার জয়জয়কার হোক চারদিক।
প্রকৃতির অভিশাপ ছুঁই ছুঁই করে।
সম্মিলিত সুখের উদযাপন হোক,
নতুবা অনেক কিছুই ছাপিয়ে যাচ্ছে।
কাক একতা যেভাবে জানান দেয়।
২১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:২৩
জোভান আহমেদ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য
২| ২৫ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:০৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর কথামালা।
২৬ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:১২
জোভান আহমেদ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: ১ম প্যারা বাদ দিয়ে কবিতাটার প্রতিটি প্যারা ডাবল হয়ে গেছে।
সুন্দর কাব্য+++++++