নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

ভুলে যেওনা আমায়

৩০ শে অক্টোবর, ২০১০ রাত ১১:১৮





ভুলে যেওনা আমায়

পারবে কি শিল্পী এ কথাটি লিখতে

কোনো পাথরের গায়।

না হয় খোদাই করো তুমি।

মর্মর পাথরে, তাতে সোনালী আখরে।

এমন করে লিখো যাতে

ধুয়ে না যায় যেন জলে আর ঝড়ে ।



ফেলে দাওতো পাথরটা,

নাও এই স্বর্নের পাত,

এটাতেই লিখো,

ঝুলে থাক কন্ঠের পরে,

না থাকে যেন পরে পুরোনো সিন্দুক ,

বা কোনো আলমিরার ড্রয়ারে ।



কি ভাষায় লিখবে জানতে চাইছো !

লিখো সে ভাষায়..

যে ভাষা উঠেছে ফুটে চোখের তারায়।

সুর্যের প্রখরতা আর চাঁদের ছটায়।

দেখুক বিশ্ব চরাচর কি আকুলতায়।

ভালোবাসি আমি তাকে পাগলের প্রায়।



আনমনা কেন তুমি ...

হাত কেন কেঁপে কেঁপে যায়...

এরই মাঝে যদি বা সে ভুলে যায় আমায় !



মন্তব্য ৯১ টি রেটিং +৩৫/-২

মন্তব্য (৯১) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১০ রাত ১১:২১

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালো লাগলো আপু। ++++++

৩০ শে অক্টোবর, ২০১০ রাত ১১:২৭

জুন বলেছেন: কামাল অনেক অনেক ধন্যবাদ তোমার মত কবির প্লাস পেয়ে।

২| ৩০ শে অক্টোবর, ২০১০ রাত ১১:২৩

শূণ্য উপত্যকা বলেছেন: আনমনা কেন তুমি ...
হাত কেন কেঁপে কেঁপে যায়...
এরই মাঝে যদি বা সে ভুলে যায় আমায় !+++++++++

৩০ শে অক্টোবর, ২০১০ রাত ১১:২৫

জুন বলেছেন: হ ভীষন চিন্তায় আছি শুন্য।
ধন্যবাদ তোমায়।

৩| ৩০ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৩৫

সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভুলে যায় না মানুষ...........ভুলে থাকে।
কখনো কখনো ভুলে থাকা ভালো ,নাহলে কষ্ট পেতে হয়।
শুভকামনা রইলো.......

৩০ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৩৬

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাজি আপনার মন্তব্যের জন্য।

৪| ৩০ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৪০

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: এমন করে লিখো তাতে
ধুয়ে না যায় যেন জলে আর ঝড়ে ।

+++

৩০ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৪৪

জুন বলেছেন: অশেষ ধন্যবাদ মেঘ বৃস্টি।

৫| ৩০ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৫৯

সায়েম মুন বলেছেন: স্বর্নের পাত না হয়ে হীরে হলে ক্ষতি কি। :-B

কবিতা ভাল লাগলো আপু। :)

৩১ শে অক্টোবর, ২০১০ সকাল ৭:০৬

জুন বলেছেন: মুন ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ। :)
তোমার আছে খালি হীরা মুক্তা /:)
ওগুলোতে কি লেখা যায় নাকি X((

৬| ৩১ শে অক্টোবর, ২০১০ রাত ১২:২৮

স্বদেশ হাসনাইন বলেছেন:
শুধু আপনার লেখাটি দেখে লগইন করলাম।

এমন একটি থীমে লেখার আগ্রহ এসেছিল।

আমার কথাগুলোই যেন লিখে দিলেন - প্রিয়তে সরাসরি।

৩১ শে অক্টোবর, ২০১০ সকাল ৭:৫৯

জুন বলেছেন: হ্যা স্বদেশ তোমার কথাগুলোই তো লিখেছি ...তুমি কার্তুজ পোস্টে জানতে চেয়েছিলেনা ভুলে যেওনা আমায়হেয়রোগ্লিফিক ভাষায় লেখা যাবে কিনা ! সেটা মনে করেই লিখলাম।
প্রিয়তে নেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

৭| ৩১ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৩৫

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: চমৎকার প্রকাশ!! ++

কি ভাষায় লিখবে জানতে চাইছো !
লিখো সে ভাষায়..
যে ভাষা উঠেছে ফুটে চোখের তারায়।
সুর্যের প্রখরতা আর চাঁদের ছটায়।
দেখুক বিশ্ব চরাচর কি আকুলতায়।
ভালোবাসি আমি তাকে পাগলের প্রায়।

৩১ শে অক্টোবর, ২০১০ সকাল ৯:১১

জুন বলেছেন: অনেক ধন্যবাদ মনসুর তোমার মন্তব্যের জন্য।

৮| ৩১ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৪১

নতুনছেলে বলেছেন: অসাধারণ কবিতা!!

৩১ শে অক্টোবর, ২০১০ সকাল ৮:০০

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নতুন ছেলে ভালোলাগার জন্য।

৯| ৩১ শে অক্টোবর, ২০১০ রাত ১:৪০

ডেইফ বলেছেন:
অনেক সুন্দর করে লিখেছেন আপু।
ভাল লাগলো।

৩১ শে অক্টোবর, ২০১০ সকাল ৯:১৩

জুন বলেছেন: তাই নাকি ডেইফ ভালোলেগেছে তোমার !
অনেক খুশী হোলাম।

১০| ৩১ শে অক্টোবর, ২০১০ ভোর ৬:৫৪

শোশমিতা বলেছেন: চমৎকার কবিতা +

৩১ শে অক্টোবর, ২০১০ সকাল ৯:১৪

জুন বলেছেন: অশেষ ধন্যবাদ শোশমিতা।

১১| ৩১ শে অক্টোবর, ২০১০ সকাল ৭:১৫

জিসান শা ইকরাম বলেছেন: ভুলবো না কখনো বন্ধু তোমায়

বেশ ভাল লাগলো , জুন।

৩১ শে অক্টোবর, ২০১০ সকাল ৯:৫৪

জুন বলেছেন: না না ভুলবে কেন পাথরে খোদাই করে লেখা হয়েছে না :)

ভালোলাগলো বলে ভীষন ভালোলাগলো জিসান।

১২| ৩১ শে অক্টোবর, ২০১০ সকাল ৮:২৩

নীল_পরী বলেছেন: অসম্ভব ভালো লাগলো আপু। কবিতা লিখো নিয়মিত।

৩১ শে অক্টোবর, ২০১০ সকাল ১০:৩১

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীল_পরী।
তোমার উৎসাহ আমার সুপ্ত ইচ্ছেটা কে জাগিয়ে তুলছে একটু একটু করে।

১৩| ৩১ শে অক্টোবর, ২০১০ সকাল ৮:৩৫

চতুষ্কোণ বলেছেন: তুমি তো জানো না তোমাকে সাজাই শব্দের অক্ষরে প্রতি পঙতিতে। কবিতা ভালো লেগেছে জুন। সহজ সুন্দর।।

৩১ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:১০

জুন বলেছেন: চতুস্কোন আমি খুব সহজ সরল... তাই আমার সব লেখাই সহজ সরল।


সুন্দর একটি মন্তব্য আর কবিতা ভালোলাগায় তোমাকে অনেক ধন্যবাদ।

১৪| ৩১ শে অক্টোবর, ২০১০ সকাল ১০:৪৫

ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: চমৎকার।+++

৩১ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:০১

জুন বলেছেন: আদনান আমি অশেষ কৃতজ্ঞ ভালোলাগার জন্য।

১৫| ৩১ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:৪৪

পাহাড়ের কান্না বলেছেন: কালকেই পড়েছিলাম ভালো লেগেছে অদ্ভুৎ চলে যাওয়াতে মন্তব্য করতে পারিনি।
সিম্পলি নাইস।

৩১ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:১০

জুন বলেছেন: পাকা আমি জানি যখনই হোক তুমি কিছু বলবেই আমার পোস্টে :)

তোমরা চারিদিকে সবাই এত প্রেমে পড়া শুরু করেছো বলে ;)
এই বয়সে আমি কলম ধরলাম :#>

অসংখ্য ধন্যবাদ তোমায় ভালোলাগলো বলে । =p~

১৬| ৩১ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:৪৬

শেখ আমিনুল ইসলাম বলেছেন:
আনমনা কেন তুমি ...
হাত কেন কেঁপে কেঁপে যায়...
এরই মাঝে যদি বা সে ভুলে যায় আমায় !

অনেক অনেক ভালো লেগেছে আপা। সুন্দর অভিব্যাক্তি :)

৩১ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:৫২

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আমিনুল তোমার ভালোলাগার জন্য।

১৭| ৩১ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:৪৭

নষ্টালজিয়া বলেছেন: অসাধারন সুন্দর কবিতা আপু।

৩১ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:০৪

জুন বলেছেন: তোমাকেও আমার অসংখ্য ধন্যবাদ নস্টালজিয়া।

১৮| ৩১ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:৫৪

সুরঞ্জনা বলেছেন: বাহ! বাহ! কবি জুন। :) খুব সুন্দর লিখেছ। আমি যদি এমন করে কবিতা লিখতে পারতাম। :(

৩১ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:১৯

জুন বলেছেন: সুরন্জনা কবি বলছো কাকে ? কবিরা তোমার গলা চেপে ধরবে বুঝেছো !
তুমি যা লিখো তার একটুও যদি আমি লিখতে পারতাম তাহলেও বুঝতাম কিছু লিখে যাচ্ছি....
অনেক ধন্যবাদ ...

১৯| ৩১ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:০৩

নস্টালজিক বলেছেন: শুভেচ্ছা!

৩১ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:৫০

জুন বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা নস্টালজিক।

২০| ৩১ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:১০

নিউটন বলেছেন: কি ভাষায় লিখবে জানতে চাইছো !
লিখো সে ভাষায়..
যে ভাষা উঠেছে ফুটে চোখের তারায়।
সুর্যের প্রখরতা আর চাঁদের ছটায়।
দেখুক বিশ্ব চরাচর কি আকুলতায়।
ভালোবাসি আমি তাকে পাগলের প্রায়।


ওররে বাপ্রে! এইটা কে লিখেছে রে। মারাত্তোক হৈছে। শিক্ষককে কাটিয়ে ছাত্রীর প্রতিভাবিচ্ছুরন দেখে আমি অবাগ। আমি তোমার কাছে কবিতা শিখতে চাই জুন। ;)

৩১ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:৪৩

জুন বলেছেন: তাই নাকি নিউটন কবিতা বুঝতে শিখাবো আজ আমি তোমাকে :)
ভালোলাগলো তোমার ভালোলাগায় ...হাজার হলেও টিচার আমার।

২১| ৩১ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:৪০

সত্য কথায় যত দোষ ! বলেছেন: আপু, কী যে অপুর্ব মুগদ্ধতা ছড়িয়ে দিলে!!!

৩১ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:৪৮

জুন বলেছেন: তাই সত্য! আমি অনেক খুশী হোলাম আপনার কথায়।

২২| ৩১ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:০৬

মাহী ফ্লোরা বলেছেন: পড়তে ভাল লাগছিল কিন্তু একটা প্রশ্ন না করে পারছিনা আপু।যাকে লিখতে বলছো তাকে তুমি ভালবাসোনা?সাবজেক্ট কে!
আনমনা কেন তুমি ...
হাত কেন কেঁপে কেঁপে যায়...
এরই মাঝে যদি বা সে ভুলে যায় আমায় !

তুমি বলে যাকে সম্বোধন করছো সেকি তবে অন্য কেউ?

৩১ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৩২

জুন বলেছেন: ফ্লোরা অনেক ধন্যবাদ মন দিয়ে পরেছেন বলে...

এই কবিতার আমি কেউ নই...
মেয়েটা ভালোবাসে একজনকে আর শিল্পী ভালোবাসে মেয়েটাকে...
এই হলো সারমর্ম মাহী।

২৩| ৩১ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:১২

চেম্বার জজ বলেছেন: এমন আকুতি যেনো বৃথা নাযায়। প্রার্থনা করি-তিনি যেনো আমার এই বোনটিকে ভূলে না যান......

৩১ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:২২

জুন বলেছেন: চেম্বার জজ ভাই আমার, এই কবিতার সাথে আমি কোনো ভাবেই সম্পৃক্ত নই। দোয়া করবেন আমার স্বামীর সাথে বাকী জীবন এমন সুখেই যেন কাটিয়ে দিতে পারি।

২৪| ৩১ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:২০

নীল ভোমরা বলেছেন:
কবিতা বুঝিনা... এ আমার ব্যর্থতা। তবুও লেখাটা ভাল হয়েছে বলেই মনে হচ্ছে।

৩১ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:৫৮

জুন বলেছেন: আপনি ভালো বলেছেন যখন নীল ভোমরা ,
তখন আমারও মনে হচ্ছে একটু একটু ভালো হয়েছে :#>

২৫| ৩১ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:৪২

সীমানা পেরিয়ে বলেছেন: অসাধারন...........প্লাস সহ সরাসরি প্রিয়তে.......

৩১ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:২৬

জুন বলেছেন: সীমানা ভালোলাগা আর প্রিয়তে নেয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।

২৬| ৩১ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:১৩

শ।মসীর বলেছেন: যে ভাষা উঠেছে ফুটে চোখের তারায়।
সুর্যের প্রখরতা আর চাঁদের ছটায়।
দেখুক বিশ্ব চরাচর কি আকুলতায়।
ভালোবাসি আমি তাকে পাগলের প্রায়।


ভাল লাগল ছন্দে ভালোবাসা...।

৩১ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৩০

জুন বলেছেন: ছন্দময় ভালোবাসা ই তো ভালো ।
ছন্দ কেটে গেলে কি আর ভালোলাগতো শামসীর !

২৭| ৩১ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:৩৬

শায়মা বলেছেন: সুন্দর হইসে।:)

৩১ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৩৪

জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ শায়মা সুন্দর লাগলো বলে... 8-|

২৮| ৩১ শে অক্টোবর, ২০১০ রাত ৮:০০

~স্বপ্নজয়~ বলেছেন: অনেক সুন্দর কবিতাটা ... পড়লেই বোঝা যায় :D ( পৌনে দুই ঘন্টা চিন্তা করতে হয়না :P )

অঃটঃ ঝামেলাবু (সুরঞ্জনা আফা) যদি কব্‌তে লিখতো - তাইলে সেইটা হইতো এই রকম ...

"ঝামেলা ঝামেলা ঝামেলা
খাইতে গেলে ঝামেলা
শুইতে গেলে ঝামেলা
বইতে গেলে ঝামেলা
উঠতে গেলে ঝামেলা ...
" :-B :-B :-B

৩১ শে অক্টোবর, ২০১০ রাত ৮:২৮

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ স্বপ্নজয় আপনার মজার মন্তব্যের জন্য...কিন্ত সুরন্জনা আপনাকে না পেয়ে শেষে আমাকে ধরে কি ঝামেলায় না ফেলে সেটাই ভাবছি :P

২৯| ০১ লা নভেম্বর, ২০১০ রাত ১২:৩৪

প্রিন্স_হাইয়ান বলেছেন: কি ভাষায় লিখবে জানতে চাইছো !
লিখো সে ভাষায়..
যে ভাষা উঠেছে ফুটে চোখের তারায়।
সুর্যের প্রখরতা আর চাঁদের ছটায়।
দেখুক বিশ্ব চরাচর কি আকুলতায়।
ভালোবাসি আমি তাকে পাগলের প্রায়।

বাহ খুব সুন্দর ছন্দের তাল মিল.....................দারুন

লেডী বতুতা এবার কবিরূপে আবির্ভূত
শুভেচ্ছা রইল অফুরন্ত..................

০১ লা নভেম্বর, ২০১০ সকাল ১০:৫৯

জুন বলেছেন: ঠিকই বলেছো প্রিন্স 8-|
লেডী বতুতা খুব সুন্দর কবিতা লিখেছে :#>
তার জন্য সে তোমাকে অনেক ধন্যবাদ জানিয়েছে :!>

৩০| ০১ লা নভেম্বর, ২০১০ রাত ১২:৫৪

হুপফূলফরইভার বলেছেন: ওরে ওরে~ বেবাকতে দেহি দল বাইন্ধা কুবতে নাজিল করতেআছে~ :P ;)

তয় ভালবাসার কোপ্তেবিলসাস ছুয়ে গেছে~

০১ লা নভেম্বর, ২০১০ সকাল ১১:০২

জুন বলেছেন: হুপ, উত্তেজনার চোটে তোমার বানান ভুলের জন্য মাইনাস :P

ভালোলাগার জন্য অনেক ধন্যবাদ।

৩১| ০১ লা নভেম্বর, ২০১০ সকাল ৯:৪০

জুল ভার্ন বলেছেন: প্রিয় জুন, অসাধারন সুন্দর আকুতি! এযেনো কবিতা নয়-প্রার্থনা!!! সুন্দর, সুন্দর অসাধারন সুন্দর!!!

'মনে রাখা না রাখাটা শুধু বেঁচে থাকা পর্যন্ত সীমাবদ্ধ'! কাউকে মনে রাখার জন্য কোথাও কারো নাম লিখে রাখার দরকার হয়না। আপনি/আমি কিম্বা তিনি কেউ মরে গেলে আমাদেরকে(মৃতকে) কেউ মনে রাখলো কি রাখলোনা-তা নিয়ে এমন দুশ্চিন্তা করে কী লাভ?

তারপরেও আপনার যখন "স্বরণ" থাকার এতই আশা-তাই মোর্শেদ ভাইকে বলবো-আপনাদের বাড়ির সীমানায় একটা গর্তের ভিতর দুটো তালের বিচী একত্র করে রপন করতে...ওই তালগাছ দূটোই আপনার কথা মোর্শেদ ভাইকে মনে রাখতে বাধ্য করবে! আপনার "প্রিয় তালগাছ" আপনাকে মনে নারাখলেও যারা বেঁচে থাকবেন-তারা ঐ তাল গাছেই আপনাকে খুঁজে নেবে!

২১তম প্লাস।

০১ লা নভেম্বর, ২০১০ দুপুর ১২:০৮

জুন বলেছেন: জুলভার্ন আমার কবিতা ভালোলাগার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আরকটি কথা: কথা প্রসঙ্গে তাল গাছ ভালোলাগার কথা বলেছিলাম, সেটা যে আপনি স্মরণে রেখেছেন তার জন্য আমি অশেষ কৃতজ্ঞ।
তবে তালগাছ আমি বুনিয়েই ছাড়বো জুলভার্ন আর তখন আপনাদের দাওয়াত থাকবে।

৩২| ০১ লা নভেম্বর, ২০১০ সকাল ৯:৪৭

অ্যানালগ বলেছেন: সুন্দর। কবিতা রচনা চলতে থাকুক...

০১ লা নভেম্বর, ২০১০ সকাল ১১:২৪

জুন বলেছেন: ভালোলাগলো বলে আমারও ভালোলাগলো অ্যানালগ।

৩৩| ০১ লা নভেম্বর, ২০১০ দুপুর ১২:৫৭

দালিয়া বলেছেন:
আনমনা কেন তুমি ...
হাত কেন কেঁপে কেঁপে যায়...?


অনেক বেশি প্রিয় বলেই হয়তো...!

এত ঘোরাঘুরির গল্প কবিতায় কেন আসে না...?

০১ লা নভেম্বর, ২০১০ রাত ৮:১৬

জুন বলেছেন: দালিয়া একটু বাইরে গিয়েছিলাম তাই উত্তরটা দিতে দেরী হলো ।
তাছাড়া আমি কাউকে দায়সারা গোছের কিছু বলতে চাইনা।

ঠিকই বলেছেন অনেক অনেক প্রিয়।

ঘোরাঘুরি গল্প কবিতায় আনবো! বাহ্ ভালোইতো!

৩৪| ০১ লা নভেম্বর, ২০১০ দুপুর ১:০৬

সাইমুম বলেছেন: কবি জুন। ++

০১ লা নভেম্বর, ২০১০ দুপুর ১:২৪

জুন বলেছেন: জী সাইমুম লেডী বতুতা থেকে এখন কবি 8-|

৩৫| ০১ লা নভেম্বর, ২০১০ দুপুর ১:৩৪

করবি বলেছেন: অনেক অনেক ভালো লাগলো লেখাটা আপু........

০১ লা নভেম্বর, ২০১০ রাত ৮:১৪

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভালোলাগার জন্য করবি।

৩৬| ০২ রা নভেম্বর, ২০১০ দুপুর ১২:৪৯

হানিফ রাশেদীন বলেছেন: অনেক ভালো লাগলো আপু।

০২ রা নভেম্বর, ২০১০ দুপুর ১২:৫৫

জুন বলেছেন: অনেক ধন্যবাদ রাশেদীন ভালোলাগার জন্য।

৩৭| ০২ রা নভেম্বর, ২০১০ রাত ১০:০৫

সত্যবাদী মনোবট বলেছেন:

ভুলে যেও না আমায়
ভীষণ জানতে মন চায়..............
কতটুকু দিয়েছো স্থান
তোমার মনের অঙ্গিনায়।

জোর করে কি আর মনে রাখানো যায়?
ভালোবাসার বন্ধন-ই আগলে রাখবে আমায়
ঠিক যতটুকু দিয়েছো ভালোবেসে স্থান
ততদিন-ই তুমি পাবে আমায়

একদিন জমবে ধূলো তোমার স্মৃতি পাতায়
আমিও হয়তো তলিয়ে যাবো সেই ধূলোর তলায়
থেমে যাবো আমি শুধুই আমি চলবে ধরা তার আপন নিয়মে
ভালোবাসায়,কর্মে চিরঞ্জীব হয়ে থাকতে তাই তোমাদের হৃদয় গহীনে


দারুন লাগলো আপু

০২ রা নভেম্বর, ২০১০ রাত ১০:২৯

জুন বলেছেন: আমারও দারুন লাগলো তোমার কবিতা মনোবট
অনেক অনেক ধন্যবাদ তোমায়।

৩৮| ০৪ ঠা নভেম্বর, ২০১০ দুপুর ১:০৭

কাঠফুল বলেছেন: লিখো সে ভাষায়..
যে ভাষা উঠেছে ফুটে চোখের তারায়



অনেক ভালো লাগলো কবিতাটি ++

০৪ ঠা নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১৮

জুন বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ কাঠফুল ভালোলাগা আর প্লাসের জন্য।

৩৯| ০৪ ঠা নভেম্বর, ২০১০ বিকাল ৪:৫১

শিরীষ বলেছেন: ঝুলে থাক কণ্ঠের পরে স্বর্ণপাতে খচিত অক্ষর।

০৪ ঠা নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২১

জুন বলেছেন: জানো শিরীষ প্রাচীন মিশরীয় রা কিন্ত সত্যিই মনে করতো কোথাও নামটা লিখে রাখলে কেউ তাকে ভুলবেনা।

৪০| ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ৩:১৪

রাজসোহান বলেছেন: ভুলবো না :)

০৫ ই নভেম্বর, ২০১০ সকাল ৯:৪২

জুন বলেছেন: কেন কোথাও কি আমার নাম লিখে রেখেছো নাকি সোহান :-B

৪১| ০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১২:৩২

মিরাজ is বলেছেন: বাহ!! ভাল লাগা......

০৬ ই নভেম্বর, ২০১০ সকাল ১০:৩১

জুন বলেছেন: ভালোলাগলো বলে অনেক ভালোলাগলো মিরাজ.......

৪২| ০৭ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:৫২

প্রিপেইড বলেছেন: আমি আর কিছু নাই বা বললাম,

শুধু চেয়ে চেয়ে কবিতা পড়লাম,

মাথায় আমার ঘুরছে এখনও চরকি,

সত্যিই কবিতাগুলো আশ্চর্য সুন্দর বৈকি!!!

০৭ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:৪৬

জুন বলেছেন: প্রিপেইড আমার মাথায় ও চরকী ঘুরছে :|
আপনি কবিতাগুলো পেলেন কোথায় :-* এখানে তো একটা কবিতা :)
ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ :#>

৪৩| ০৭ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১২

প্রিপেইড বলেছেন: আমি কবিতা লিখলাম আর কই,

লিখে ফেললাম পাগলামির খৈ,

এতটুকুতেই হয় যদি কবিতার উপাধি,

অতি শীঘ্রই হবে কবিদের সমাধি। =p~ =p~ =p~

০৭ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪৭

জুন বলেছেন: :| :| :| :-* :-* :-*

৪৪| ১০ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:১৭

সুবিদ্ বলেছেন: ভালো লাগলো আপা...

১০ ই নভেম্বর, ২০১০ দুপুর ২:৪৬

জুন বলেছেন: ভালোলাগলো বলে অনেক খুশী হোলাম সুবিদ।

৪৫| ১৮ ই নভেম্বর, ২০১০ সকাল ১০:৫১

মে ঘ দূ ত বলেছেন: বাহ! বেশ বেশ!

শেষের কবিতার লাবণ্যকে বলা অমিতার কয়টা কথা মনে পড়ছে।

"তুমি যে আমাকে তোমার এই হাতখানি দিয়েছ সে কতখানি দেওয়া তা ভেবে শেষ করতে পারি নে। কবিরা প্রিয়ার মুখ নিয়েই যত কথা কয়েছে। কিন্তু হাতের মধ্যে প্রাণের কত ইশারা! ভালোবাসার যত-কিছু আদর, যত-কিছু সেবা, হৃদয়ের যত দরদ, যত অনির্বচনীয় ভাষা, সব যে ঐ হাতে। আংটি তোমার আঙুলটিকে জড়িয়ে থাকবে আমার মুখের ছোটো একটি কথার মতো। সে কথাটি শুধু এই, "পেয়েছি।' আমার এই কথাটি সোনার ভাষায় মানিকের ভাষায় তোমার হাতে থেকে যাক-না।"

১৮ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:৫১

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মেঘদূত আমার কবিতা (:!> )যে তোমায় রবীন্দ্রনাথকে মনে করিয়ে দিল ।
জানো মেঘদূত স্বদেশ হাসনাইন আমার কার্তুজ পোস্টে জানতে চেয়েছিল হেইরোগ্লিফিক ভাষায় ভুলে যেওনা আমায় কথায় লেখা যাবে কি না !
সেখান থেকেই আইডিয়াটা আসলো এ বিষয়ে কবিতা লেখার।

৪৬| ০৩ রা মার্চ, ২০২২ রাত ১২:০১

খায়রুল আহসান বলেছেন: এতদিন ধরে ইতিহাস বিশারদ লেডী বতুতার ভ্রমণ বৃত্তান্ত পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গেছি। তবে মাঝে মাঝে কবি জুন এর এমন তরো কিছু কবিতা পড়েও চমকে উঠি। আর কথাশিল্পী জুন এর কিছু চমৎকার ছোটগল্প পড়েছি বলেও মনে পড়ে।

২৩ নং প্রতিমন্তব্যটি ভালো লেগেছে।

আমার ভালো লাগা পংক্তিগুলোর সবগুলোই কেউ না কেউ উদ্ধৃত করে গেছেন।

সুন্দর এই কবিতাটিতে ৩৫তম ভাললাগা রেখে গেলাম + +। আশাকরি, আমার এ মন্তব্যের পর আপনার এ কবিতাটি প্রথম পাতায় 'সাম্প্রতিক মন্তব্য' তে চলে আসার পর আরও অনেক পাঠক এ কবিতাটি পড়বেন এবং প্লাস দিয়ে যাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.