নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশাল পার্কের একদিক ঘেষে বড় যে পুকুরটি তার চারপাশ সমান মসৃন করে বাঁধানো পথ। বানানো হয়েছে আমাদের মত কিছু হাটা প্রেমিকদের জন্য ।
সন্ধ্যার ঘনায়মান আঁধারে আমি সে পথে যখন হাটতে আসি সাথে থাকে বৃদ্ধ থেকে যুবা, বৃদ্ধা থেকে তরুনী।আমি তাদের কাউকেই চিনি না, চেনার চেষ্টাও করি না। আমি শুধু আমার পঞ্চ ইন্দ্রিয়কে তীক্ষ করে চারিদিকের সেই অলৌকিক সৌন্দর্য্যের স্বাদ নিতে নিতে একাকী হেটে চলি।
অসহ্য মিষ্টি ঘ্রানে আকুল করা কামনার এক ফুল কামিনী
মাঝ পুকুরে মাছেরা ঘাই দিয়ে ওঠে, পানির উপর গোল হয়ে ভেসে ওঠা ঢেউগুলো আস্তে আস্তে চারিদিকে মিলিয়ে যেতে থাকে। নারিকেলের চিরল পাতার ফাক দিয়ে রাতের আকাশ কখনো বা তারার জাল বোনা, কখনো বা সে মেঘে ঢাকা।
আবার কখনো কখনো যখন দমকা বাতাস ইউক্যালিপটাসের ঝিরি ঝিরি পাতাগুলোকে নাড়িয়ে দিয়ে যায় আচমকা, তখন সেই গাছের পাতার এক চমৎকার অন্যরকম সুগন্ধ ভাসিয়ে নিয়ে যায় চারিদিক। এরই সাথে আছে গন্ধবিহীন ফুলগাছের সারি, যার অপরূপ বর্নিল সৌন্দর্য্য অবলোকন করে করে হাটতে থাকি আমি।
আরো আমার নাম না জানা কি এক বিদেশী ফুল যে কিনা তার গোলাপ গোলাপ রঙ রুপ আর সৌন্দর্য্যে মাতাল করে তোলে চারিদিক।
সেই নাম না জানা কি এক বিদেশী ফুল যে কিনা তার গোলাপ গোলাপ সৌন্দর্য্যে ঝলমল করে তোলে চারিদিক।
এই রূপ, এই রস, এই সব সুগন্ধে মাখামাখি স্নিগ্ধ মধুর পরশ যখন সমস্ত শরীর জড়িয়ে যেতে থাকে তা কি সেই সব ভাবীদের নিত্য সাংসারিক আলাপে পাওয়া যায়!
পাশ দিয়ে হেটে যাবার সময় তাদের কারো কারো আলাপ কানে ভেসে আসে, কার বাচ্চা স্কুলে কি অসাধারন সাফল্যই না পেয়েছে ? স্কুলের মিসরা যে কি স্বার্থপর! আজকাল বুয়ারা যে ফাঁকিবাজ! বুড়ি শাশুড়ীটাকে আজ কেমন করে দু কথা শুনিয়ে দিল ! তাদের এসব অর্থহীন বস্তাপচা গল্পে আমার মন ভরে না। আমি পাশ কাটিয়ে দ্রুত বেগে হেটে যাই।
সাদা সাদা টগর আমার দারুন প্রিয়
পুকুর না বলে দিঘী বলাই ভালো । তা সেই দিঘীর চারপাশ জুড়ে সারি সারি সেই গাছ যা কিনা আমার কিশোরী কালের অনেক চেনা জানা। রাতের আঁধারে ফোটা গন্ধরাজ, হাস্নাহেনা, দোলনচাঁপা,আর বেলী ফুলের মৌ মৌ আকুল করা গন্ধ মাতাল করে তোলে চারিদিক।আমি বুক ভরে লম্বা শ্বাস নিতে নিতে সেই কুঞ্জ পথটুকু রোজ হেটে হেটে ফিরি কয়েকবার করে।
বেলী, আহ সে কেন সারাদিন সারাবছর ফুটে থাকে না
চোখ জুড়িয়ে নেই সবুজ চকচকে পাতা ভরা গাছে তারার মত ফুটে থাকা অজস্র সাদা টগরের দিকে চেয়ে।হাটার চেয়েও সেই সুগন্ধী পথ আমাকে প্রতিদিন নিশিতে পাওয়া মানুষের মত কি এক আকর্ষনে টানতে থাকে।
রাতের আঁধারে ফোটা রাতের রানী হাস্নাহেনা
দুপাশ থেকে উঠে আসা গাছের মাথাগুলো দুদিক থেকে এসে মিলে গেছে মাঝখানে। ওদের মাঝ দিয়ে হেটে যেতে যেতে শুনি কি যেন ফিস ফিস আলাপ তাদের। তাতেই গন্ধটা যেন আরো তীব্র হয়ে ঊঠে তাদের সেই কথোপকথনে। আমি কান ফেলে বুঝতে চেষ্টা করি সেই ঘ্রানের ভাষা, তাদের প্রানের ভাষা।
দুপাশে গাছের ঝাড়ের মাঝ দিয়ে হেটে চলা্র পথ
গঝড়, জল, আদ্রতা, তপ্ত চুলো থেকে বের হওয়া আগুনের মত হল্কা বাতাস কিছুই আমাকে নিবৃত্ত করতে পারে না ঐ পথে যেতে...।।
আজকাল ফ্ল্যাট বাড়ীতে থাকে কিছু ক্যাকটাস আর অর্কিড, যা পানি ছাড়াও বেচে থাকবে বিদেশ থেকে মালিকরা যতদিন না ফিরে আসে ততদিন পর্যন্ত।
ঘন্টাখানেক পর ফিরে এসে জলের পাত্র হাতে এগিয়ে চলি পত্রশুন্য, ফুলশুন্য এক চিলতে বারান্দায় কন্টকভরা ক্যাকটাসের কাছে।
টবে টবে ক্যাকটাস
১০ ই জুন, ২০১৩ সকাল ১০:১৮
জুন বলেছেন: কেন !! আমিতো পরিষ্কার ঝকঝকা দেখতে পাচ্ছি আলাউদ্দিন আহমেদ সরকার
২| ১০ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এইবার আসছে! আমার বকুল প্রিয়
১০ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৪
জুন বলেছেন: ধন্যবাদ আপনাকে আবার কষ্ট করে আসার জন্য
বকুলের গন্ধটা তীব্র
৩| ১০ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৯
লেখোয়াড় বলেছেন:
জুনাপু কেমন আছেন, পোস্টের শিরোনাম দেখে ভেবেছিলাম কবিতা, এসে দেখি ছবিতা।
অনেক সুগন্ধি আর মুগ্ধতা নিয়ে অনেক ভাললাগা দিয়ে গেলাম।
শিউলিটা আমার খুবই প্রিয়, ও যা দুষ্টু না!!
আপু ভাল থাকুন এমন ফুলের মতো নিষ্পাপ হয়ে ভালবাসার নির্যাসে।
১০ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৬
জুন বলেছেন: কবিতাও না ছবিতাও না খেলোয়াড় এ শুধু আমার ক্ষনিকের ভাবনা লেখা
তবুও পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ
৪| ১০ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৩
চতুষ্কোণ বলেছেন: একা হাঁটাহাঁটি খুবই পছন্দের। তবে রাতের বেলা। ক্যাকটাস পছন্দ না কোনকালেই।
কেমন আছেন জুন?
১০ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৯
জুন বলেছেন: আহ নাজমুল কতদিন পর তোমাকে দেখলাম । সত্যি অনেক কথা পড়লো অনেক স্মৃতি সেই ব্লগ জগতের প্রথম দিকে ।
আমার দিন কেটে যাচ্ছে এক এক করে .
তুমি কেমন আছো ?? নতুন কোন খবর আছে কি ??
৫| ১০ ই জুন, ২০১৩ সকাল ১১:১৩
ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর।বুগেনভিলিয়া ভাল্লাগে ||
১০ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৪
জুন বলেছেন: অশেষ ধন্যবাদ ইম্রাজ কবির মুন সব সময় সাথে আছেন বলে
ঠিক অনেকগুলো মাল্টি কালারের বুগেনভিলিয়া যখন ঝাক বেধে ফুটে থাকে তার সৌন্দর্যই অন্যরকম ।
৬| ১০ ই জুন, ২০১৩ সকাল ১১:১৯
আরজু পনি বলেছেন:
আমিতো ভেবেছিলাম সুগন্ধী দ্রব্য নিয়ে পোস্ট দিলেন। তবে আপনার পোস্ট মানেই আলাদা কিছু...আমার প্রিয় ব্লগার বলে কথা
ছোটবেলায় শিউলী ফুল তুলতে অন্ধকার ভোরে উঠে যেতাম যেন অন্য কেউ আসার আগেই আমরা সবগুলো ফুল নিয়ে নিতে পারি।
এখন আমার বাচ্চা যায় বাবার সাথে...ঢাবি ক্যাম্পাসে এফ রহমান হলের সামনে ...সাথে ফুলতোলার একটা ঝুড়িও রাখে
আমার প্রথম বাবু হওয়ার আগে ক্যাকটাসের বেশ সংগ্রহ ছিল আমার কাছে...এরপর আর মন দিতে পারি নি ওদিকে।
১০ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৯
জুন বলেছেন: আমি একবার অন্ধকারে ঘড়ির দিকে না তাকিয়েই বের হয়ে যাচ্ছিলাম কেউ যেন আমার আগে শিউলী ফুল কুড়িয়ে নিতে না পারে। আব্বা এসে ধরেছিল পনি।তখন রাত তিনটা :#>
আমার হাসবেন্ড রোম থেকে আমার জন্য ছোট ছোট টবে ভিন্ন রকম কিছু ক্যাকটাস এনে দিয়েছিল।অসাধারন সুন্দর সেই গাছ আর অপরুপ টবসহ বারান্দা থেকে চুরি হয়ে যাবার পর এখন দু একটা অনাদরে অবহেলায় আছে। তারপরও কিন্ত বেশ মোটাতাজা
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
৭| ১০ ই জুন, ২০১৩ সকাল ১১:২২
সোহাগ সকাল বলেছেন: ব্লগে ঢুকেই আপনার পোস্ট পাইলাম! আহা কি শান্তি!
আছেন কেমন?
১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
জুন বলেছেন: তাই নাকি সোহাগ সকাল !! আমিও ব্লগে ঢুকে আপনার পোষ্ট দেখে অনেক শান্তি পেয়েছি পড়াও শেষ অফলাইনে
শুধু মন্তব্য করা বাকী। ছোট বোন টুশি নিয়ে লেখা আপনার ছোট এক করুন গল্প।
৮| ১০ ই জুন, ২০১৩ সকাল ১১:২৫
অপর্ণা মম্ময় বলেছেন: টগরের ছবিটা কিছুটা ঝাপসা। কিন্তু বেলী ফুল দেখে তো এখনি ইচ্ছে করছে নিজের কাছে এনে রাখি । খুব চমৎকার মাতাল গন্ধ ।
১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
জুন বলেছেন: আসলেও কিযে অপূর্ব সেই মাতাল করা ঘ্রান অপর্না যে আমি এক বার দুবার করে বারবার হেটে হেটে যাই সেই কুঞ্জ পথে
অনেক ধন্যবাদ আপনাকে
৯| ১০ ই জুন, ২০১৩ সকাল ১১:৪১
প্রোফেসর শঙ্কু বলেছেন: আনন্দিত পোস্ট।
১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
জুন বলেছেন: অনেক ধন্যবাদ প্রফেসরিও আমার পোষ্ট পড়ার জন্য
আপনারটাও পড়া শেষ করেছি শুধু কমেন্ট বাকী :!>
১০| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৬
মনিরা সুলতানা বলেছেন: আপনার ক্ষণিকের ভাল্লাগার আনুরনন আমাদের মাঝেও ছড়িয়ে গেল
ভাললাগা রেখে গেলাম ...
১০ ই জুন, ২০১৩ রাত ৯:৫৮
জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ মনিরা সুলতানা সুন্দর একটি মন্তব্যের জন্য।
তারপর ভালো তো সব খবর। বাচ্চাদুটো কেমন আছে ?? ওদের জন্য রইলো একরাশ আদর
১১| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১:০৬
জামিনদার বলেছেন: ফুলময় শুভেচ্ছা ।
১০ ই জুন, ২০১৩ রাত ১০:০১
জুন বলেছেন: অনেকদিন পর জামিন্দার ভাইকে দেখা গেল মনে হচ্ছে । কোথায় গেল সব আগের মানুষ কাউকে খুজে পাইনা এখন ।
ভালো আছেনতো ? ভাবী কেমন আছে ?? আপনাদের জন্য রইলো একরাশ শুভেচ্ছা
১২| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১:২০
অদৃশ্য বলেছেন:
আপু
এর ভেতরে পুকুর পাড়... একঝাঁক টগর আর ঘোরলাগা ক্যাকটাস আমার সবথেকে ভালো লেগেছে...
শুভকামনা...
১০ ই জুন, ২০১৩ রাত ১০:০৫
জুন বলেছেন: অনেক অনেক বছর অদৃশ্য থাকার পর আজ দৃশ্যমান হয়ে আমার ব্লগে।
অনেক খুশী হোলাম সত্যি বলতে ।
আপনার জন্য ও অনেক শুভকামনা ।
১৩| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১:২৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ!! এক রাশ বাগানের সজীবতা নিয়ে পড়লাম। কেমন যেন একটা কাব্য কাব্য ভাব আছে গো আপু!!
বাই দ্যা ওয়ে, এই সুন্দর জায়গাটা কই??
১০ ই জুন, ২০১৩ রাত ১০:১৪
জুন বলেছেন: এইটা বলা যাবে না কাল্পনিক তারপর দেখা গেল সেই ভাবীদের মত এসে গল্প জুড়ে দিলে :!>
রাতে তো সেই দারুন পথটির ছবি তোলা যায়না। ভাবছি কাল পরশু গিয়ে সেই পথের এক ছবি এনে আপ্লোড করবো।
অনেক ধন্যবাদ মন্তব্যে আর রাতের শুভেচ্ছা
১৪| ১০ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৫
আরমিন বলেছেন: ওএমজি, কোন জায়গা গো জুন আপু?
এত সুন্দর আর জীবন্ত ফুলগুলি, মনে হচ্ছে হাত দিয়ে ছোঁয়া যাবে ! টগর, বেলী আর শিউলী গুলি এত ছুঁয়ে দেখতে ইচ্ছা করছে!
১৩ তম প্লাস !
১০ ই জুন, ২০১৩ রাত ১০:৪০
জুন বলেছেন: ওএমজি পড়ে ভাবলাম ওহ মাই গড এটা আবার কি নতুন শব্দ আসলো হা হা হা
আমারো মাঝে মাঝে মনে হয় চুরি করি কিন্ত ঐ যে ছোটবেলার কুসংস্কার রাতে ফুল ছিরতে নেই ওরা ঘুমিয়ে থাকে । এটা এখনো আমার মনের ভেতর কাজ করে আরমিন।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ
১৫| ১০ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৪
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার ! আমার এখন প্রথম ছবির জায়গাটায় যেতে ইচ্ছে করছে !
১০ ই জুন, ২০১৩ রাত ১০:৪৮
জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগে স্বপ্নবাজ অভি । অনেক শুভেচ্ছা জানবেন
১৬| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৪
মেহেরুন বলেছেন: অসম্ভব ভালো লাগলো তোমার ছবিমাখা ফুলেল পোস্ট। ++++
১১ ই জুন, ২০১৩ সকাল ১১:২৭
জুন বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা মেহেরুন সাথে থাকার জন্য
১৭| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৬
মামুন রশিদ বলেছেন: এত সুন্দর আর অকপটে মনের কথাগুলো বলে যাচ্ছিলেন, যে আমিও হাটছি সেই পথে । পুকুর পাড়ের সেই মসৃন পথ দিয়ে হাটছি আর বুগেনভিলিয়া, টগর, বেলী, ঝরে পড়া শিউলীর রুপে বিমুগ্ধ হয়ে যাচ্ছি । অবশেষে আমিও ফিরে চলেছি বারান্দার এক চিলতেয় টবে রাখা কাটায় ছাওয়া ক্যাকটাসের দিকে ।
অভিভূত হয়ে গেছি আপু । যেন কবিতা পাঠের আসর বসেছে ঐ সবুজ পুকুর পাড়ে । লেখার আবেগ, বর্ননা পাঠ, আর ছবি দর্শনে বিমোহিত আমি ।
শুভকামনা প্রিয় জোনাকি আপু
১১ ই জুন, ২০১৩ সকাল ১১:৩২
জুন বলেছেন: বললে অকপটে বলাই উচিত মামুন না বললে না :
কিন্ত পেটে কথা মুখে লাজ আমার ডিকশেনারীতে নাই
অভিভুত হয়েছো আমি পড়ালাম আমিভুত
আমাদের এই নামে একজন ব্লগার আছে না !!
অনেক অনেক ধন্যবাদ মামুন সব সময় আমাকে অনুসরণে রেখেছো বলে
১৮| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপু, এই পার্ক কি আপনার বাড়ীর আশে পাশেই??
১১ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৫
জুন বলেছেন: না জহির আমার বাসার ত্রিসীমানায় কোন পার্ক নেই
এটা অনেক অনেক দূরে
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
১৯| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫০
সেলিম আনোয়ার বলেছেন: ঝরে পড়া শিউলী ফুল কুড়িয়ে মালা গাঁথার সেই স্বৃতি
ঝড়, জল, আদ্রতা, তপ্ত চুলো থেকে বের হওয়া আগুনের মত হল্কা বাতাস কিছুই আমাকে নিবৃত্ব করতে পারে না ঐ পথে যেতে...।।
আজকাল ফ্ল্যাট বাড়ীতে থাকে কিছু ক্যাকটাস আর অর্কিড, যা পানি ছাড়াও বেচে থাকবে বিদেশ থেকে মালিকরা যতদিন না ফিরে আসে ততদিন পর্যন্ত।
স্বৃতি ,নিবৃত্বে বেচে বেশ কিছু টাইপো পাওয়া গেল। সুন্দর পোস্ট ভাল লাগলো ।আসলে সেলিব্রিটি ব্লগারদের দৈনন্দিন কর্মসূচীও গুরুত্ব পূ্র্ণ ।
১১ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৭
জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ সেলিম আনোয়ার এত মনযোগ দিয়ে পড়ার জন্য
আপনার শানিত চক্ষুতে পরা ভুলগুলো শুধরে দিয়েছি। এড়িয়ে না গিয়ে দেখিয়ে দেয়ার জন্য আবারও ধন্যবাদ
২০| ১০ ই জুন, ২০১৩ রাত ৯:৩৭
আমিভূত বলেছেন: সাদা সব ফুলই আমার প্রিয়
১১ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৯
জুন বলেছেন: ঠিক ঠিক সাদা সব ফুলই অসাধারণ আমিভুত
কারণ শুধু সৌন্দর্য্যই নয় সেই সাথে তাদের অপুর্ব ঘ্রান ।
২১| ১০ ই জুন, ২০১৩ রাত ৯:৪০
সকাল রয় বলেছেন:
সুপার....
১১ ই জুন, ২০১৩ সকাল ১১:৪০
জুন বলেছেন: থাংক ইউ সকাল
২২| ১০ ই জুন, ২০১৩ রাত ৯:৪১
সকাল রয় বলেছেন:
সুপার....
১১ ই জুন, ২০১৩ সকাল ১১:৪২
জুন বলেছেন:
২৩| ১০ ই জুন, ২০১৩ রাত ৯:৪৮
আহমেদ জী এস বলেছেন: জুন,
স্বপ্নের পার্কে হেটে এতোক্ষনে আপনি নিশ্চয়ই ঘরে পৌঁছে গেছেন । আপনার সাথে হাটা হলোনা, এই দুঃখ রইলো ।
সুগন্ধীপথে ছড়ানো ফুলের গন্ধ নাই বা পেলাম কিন্তু আপনার এই লাইনগুলো ফুলের গন্ধের চেয়েও আপনার লেখার সুগন্ধকে ছড়িয়েছে বেশী ---
... হাটার চেয়েও সেই সুগন্ধী পথ আমাকে প্রতিদিন নিশিতে পাওয়া মানুষের মত কি এক আকর্ষনে টানতে থাকে।
.....ওদের মাঝ দিয়ে হেটে যেতে যেতে শুনি কি যেন ফিস ফিস আলাপ তাদের। তাতেই গন্ধটা যেন আরো তীব্র হয়ে ঊঠে তাদের সেই কথোপকথনে। আমি কান ফেলে বুঝতে চেষ্টা করি সেই ঘ্রানের ভাষা, তাদের প্রানের ভাষা।
ভালো থাকুন চিরকাল......
১১ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৫
জুন বলেছেন: দুক্ষ করে আর কি করবেন আহমেদ জী এস ।
সব স্বপ্নই কি বাস্তবায়িত হয় !!
অনেকের অবশ্য হয়, তবে আমার হয়না এই যা ।
আপনার ভালোলাগার জন্য অনেক অনেক ধন্যবাদ ।
আপনিও ভালো থাকুন সব সময় সারাক্ষন এই কামনায়.।.।।
২৪| ১০ ই জুন, ২০১৩ রাত ১০:৪১
অর্ণব আর্ক বলেছেন: ক্যাকটাস বাদে সবগুলো ফুলাই অনেক সুন্দর পাইলাম। মনে হচ্ছে আহহারে এইগুলার একটারেও যদি বনসাই টাইপের কৈরা আমার পড়ার টেবিলে রাখতে পারতাম আর গন্ধ লৈতে পারতাম। কিন্তু সেইডা আর হৈলো কৈ। এই পোস্ট পৈড়া আর ফডু দেইখ্যা সাধ মেটাই। কি আর করুম। মনডা খ্রাপ হয়া গেলো।
তয় সুন্দর পুস্টের জন্য লেখিকা/লেখককে ধইন্যা।
১১ ই জুন, ২০১৩ রাত ৯:২৩
জুন বলেছেন: তোমাকেও অনেক ধন্যবাদ আমার পোষ্টের প্রশংসা করার জন্য অর্ণব আর্ক
ক্যকটাসও খ্রাপ না ।অনেক দিন পানি না দিলেও মরবে না ।
টেবিলে রেখে খোড়াখুড়ির করার জন্য চলে যেতে পারবা
২৫| ১০ ই জুন, ২০১৩ রাত ১১:৩৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: কয়েকটার নাম জানতাম আজ প্রথম দেখলাম -
পোষ্টে ++++
১১ ই জুন, ২০১৩ রাত ৯:২৫
জুন বলেছেন: তাই নাকি মাসুম১৪ ! শুনে ভালোলাগলো অনেক ।
সাথে থাকার জন্য আরেকদফা ধন্যবাদ আর শুভকামনা
২৬| ১০ ই জুন, ২০১৩ রাত ১১:৫৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভিন্ন রকম পোস্ট আপনার।
ছবি সুন্দর।
কবিতার মতো বয়ান ও বেশ।
ছবি-কবিতায় দারুন।।
১১ ই জুন, ২০১৩ রাত ৯:৩২
জুন বলেছেন: দুর্জয় তোমার মত কবির প্রশংসা পাওয়ার মত কি এই পোষ্ট :#>
এসবতো আমার হিবিজিবি মনের আবোলতাবল কথার সমষ্টি মাত্র :!>
অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা
২৭| ১১ ই জুন, ২০১৩ রাত ১২:০৯
*কুনোব্যাঙ* বলেছেন: ক্যাকটাস ফুলও সুন্দর.।
১১ ই জুন, ২০১৩ রাত ৯:৩৮
জুন বলেছেন: এইটা কি কোন সুন্দর হইলো কুনো কত সুন্দর সুন্দর ফুলআলা ক্যক্টি আছে ।
যাই হোক মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আর শুভকামনা রাশি রাশি :!>
২৮| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৪:০১
জামিনদার বলেছেন: আপু আপনার কাছে আমার একটা দায় আছে। এ দায় মিটাতে পারতাম যদি আবার কোথাও কোন কারণে দেখা হয়ে যেত। অথবা একটা মেইল দিতে পারতাম। আইডিটা দরকার।
১২ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫০
জুন বলেছেন: । কি দায় থাকতে পারে আমার কাছে আপনার আমিতো ভেবেই পাচ্ছি না জামিন্দার ভাই । যাক এ বিষয়ে আলাপ করবো অবশ্যই ।
২৯| ১২ ই জুন, ২০১৩ রাত ১২:৫৮
শিপু ভাই বলেছেন:
ধুরো!!! ছবি নিতাছে না!!!
শুভজন্মদিন আপু!!!
পাট্টি চাই!!!
১২ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫১
জুন বলেছেন: এখনো ছবি দেখতে পারছেননা শিপু ভাই
আপনার জন্যও রইলো একরাশ শুভেচ্ছা
৩০| ১২ ই জুন, ২০১৩ ভোর ৪:০৯
রাজীব বলেছেন: শুভ জন্মদিন।
আপনার ভ্রমন বিষয়ক লেখাগুলো আমার খুবই পছন্দের।
আপনার দীর্ঘজীবন কামনা করছি।
১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
জুন বলেছেন: অশেষ ধন্যবাদ রাজীব আপনাকে আপনার জন্যও রইলো শুভকামনা।
আমার ভ্রমন পোষ্ট পছন্দ করেন শুনে খুশী হোলাম
৩১| ১২ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৮
ঘুড্ডির পাইলট বলেছেন: জুনাপুর জন্মদিনে জুনাপুকে শুভেচ্ছা !!!
হেফি বাড্ডে জুনাপু
১২ ই জুন, ২০১৩ রাত ৯:৪১
জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ পাইলট শুভকামনা তোমার জন্যও রইলো
৩২| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৭
এক্সপেরিয়া বলেছেন: শুভ জন্মদিন আপু....!! কেক চাই.....!!
১২ ই জুন, ২০১৩ রাত ৯:৪৩
জুন বলেছেন: আপনাকেও জানাই অনেক শুভেচ্ছা এক্সপেরিয়া
কেক কেক রামনের পোষ্টে পাবেন।
সে বেশ পিছ পিছ করে কেটে রেখেছে অতিথিদের জন্য
৩৩| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৮
আমি ইহতিব বলেছেন: শুভ জন্মদিন জুনাপু। আপনার জীবনটাও ফুলের মতো অনেক অনেক সুন্দর হোক এই কামনা করি।
১২ ই জুন, ২০১৩ রাত ৯:৪৫
জুন বলেছেন: অনেকদিন পর মনে হলো দেখলাম আমি ইহতিবকে
ভালো আছেন আশা করি। শুভেচ্ছার জন্য আমার পক্ষ থেকেও একরাশ শুভেচ্ছা
৩৪| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৩:১১
দেহঘড়ির মিস্তিরি বলেছেন: আপানর পোষ্ট দেখে মনে পড়ে গেল এককালে আমার অনেকগুলো ক্যাকটাসের কালেকশন ছিল । বাসা পরিবর্তন করার সময় আর নিয়ে যেতে পারি নি
প্রথম ছবিটা অসধারন
হ্যাপি বার্থডে টু ইউ
১২ ই জুন, ২০১৩ রাত ৯:৪৮
জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগে দেহঘড়ির মিস্ত্রিকে আমারো দেশ বিদেশের অনেক ধরনের ক্যাকটাস ছিল।কিন্ত একরাতে সব চুরি হয়ে যায়। এখন সস্তা প্রজাতির কিছু আছে
শুভেচ্ছার জবাবে শুভেচ্ছা
৩৫| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৪
তামিম ইবনে আমান বলেছেন: শুভ জন্মদিন আপু
১২ ই জুন, ২০১৩ রাত ৯:৫৭
জুন বলেছেন: অশেষ ধন্যবাদ তামিম
৩৬| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৮
রাজীব হোসাইন সরকার বলেছেন: শুভ জন্মদিন,
জুনাপু
১২ ই জুন, ২০১৩ রাত ৯:৫৭
জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজীব হোসাইন
৩৭| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৫
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: শুভ জন্মদিন আপু
১২ ই জুন, ২০১৩ রাত ৯:৫৯
জুন বলেছেন: গরীবের দুয়ারে হাতীর পারা, বাপরে
অনেক অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী মশাই
৩৮| ১২ ই জুন, ২০১৩ রাত ১০:১৪
বোকামন বলেছেন:
ওয়াও !!
সম্মানিত লেখক,
আপনার পোস্ট দেখে ও পড়ে মন জুড়িয়ে গেল :-)
গানটা মনে পড়ে গেল-
ফুলে ফুলে ঢ'লে ঢ'লে বহে কি'বা মৃদু বায় ।।
তটিণী-র হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায় ।
পিক কি'বা কুঞ্জে কুঞ্জে ।।
কুউহু কুউহু কুউহু গায়,
কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায় ।
শুভ জন্মদিনের নোটিফিকেশন দেখতে পাচ্ছি ..
শুভ হোক আপনার প্রতি মাইক্রো সেকেন্ড :-)
পরিবার-পরিজন-প্রিয়জন নিয়ে সুখেই কাটুক আপনার জীবন।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা
১৩ ই জুন, ২০১৩ সকাল ১০:০৬
জুন বলেছেন: অশেষ ধন্যবাদ সন্মানিত পাঠক বোকামন, আমার পোষ্ট আপনার মন জুড়িয়ে দিতে পেরেছে বলে ।
শুভকামনা আর ভালো থাকুন নিয়ত
৩৯| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:১৪
বাঘ মামা বলেছেন: দুপাশে গাছের সারি সরু পথে হাটতে ইচ্ছে করছে আপু।
কেমন আছো আপু তুমি?
তুমি হারালে আমরা এই মহামুল্যবান পোস্ট গুলো থেকে বঞ্চিত হবো।সুতরাং নো হারা হারি।
শুভ কামনা সব সময়
১৭ ই জুন, ২০১৩ সকাল ৮:৪০
জুন বলেছেন: তুমি কেমন আছো বাঘ ?? একদম লাপাতা
আরে নোবডি ইস ইন্ডিস্পেন্সেবল ইন দিস আর্থ ইউ নো দ্যাট ভেরি ওয়েল।
শুভকামনা তোমার জন্যও ভাল থেকো সবসময়
৪০| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৩
নীল-দর্পণ বলেছেন: কোথায় এই রাস্তাটা। কি সুন্দর
২৫ শে জুন, ২০১৩ রাত ১০:০৭
জুন বলেছেন: আমাদের এলাকার পার্কের ভেতর নীল দর্পন
৪১| ২৯ শে জুন, ২০১৩ রাত ১:০৯
সাহাদাত উদরাজী বলেছেন: ফুল নিয়ে এত কথা হয়েছে যে, কিছু বলা ঠিক হবেই না। আমাদের বাসায় বেশ কয়েক ধরনের ফুলের গাছ আছে।
০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৯
জুন বলেছেন: আজ আমার ড্রাইভারকে দিয়ে নীচের মালিকে বলে একটা টবে তেলকুচো লতা লাগিয়ে উপরে বারান্দায় রাখলাম উদার ভাই।
পড়ার জন্য অনেক ধন্যবাদ।
৪২| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৯:১৬
বৃষ্টিধারা বলেছেন: কি সুন্দর.........
০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৯:৩২
জুন বলেছেন: অনেক ধন্যবাদ বৃষ্টিধারা
©somewhere in net ltd.
১| ১০ ই জুন, ২০১৩ সকাল ১০:১৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ছবি আসে না!